টুকরো খবর
পথ নিরাপত্তায় পিছিয়ে কলকাতা, ইঙ্গিত বিমা সংস্থার সমীক্ষায়
গাড়ির সংখ্যা বৃদ্ধির ফলে যানজট বাড়লেও দুর্ঘটনার সংখ্যা কমেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের সমীক্ষা এই তথ্যই জানাচ্ছে। সমীক্ষাটির কথা উল্লেখ করে বিমা সংস্থা আইসিআইসিআই লোম্বার্ডের অন্যতম কর্তা সঞ্জয় দত্ত জানান, তাঁর সংস্থাও সড়ক নিরাপত্তা নিয়ে একটি সমীক্ষা করেছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তার মান, সুশৃঙ্খল গাড়ি চালানো এবং দুর্ঘটনার পর পথেই সাহায্য পাওয়ায় দেশের প্রথম ৫টি শহরের মধ্যে কলকাতার স্থান নেই। তবে এখানে সিট বেল্ট এবং হেলমেট ব্যবহার অন্য শহরের থেকে বেশি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী ১০ হাজার গাড়ি পিছু ২০০৩-এ দুর্ঘটনার সংখ্যা ছিল ৬০.৭টি। ২০১২-য় তা কমে হয়েছে ৩৫.১টি। যে-সব ক্ষেত্রে প্রাণহানি হয়েছে, সে-সব দুর্ঘটনাকেই ধরা হয়েছে। গাড়ির সংখ্যা বৃদ্ধির ফলে বড় মাপের দুর্ঘটনা কমেছে। তা ছাড়াও রাস্তার মান উন্নয়ন এবং সড়ক নিরাপত্তার ব্যাপারে সচেতনতা বৃদ্ধিও দুর্ঘটনা কমাতে সাহায্য করেছে। সঞ্জয়বাবু বলেন, তাঁরা যে-সমীক্ষা করেছেন, তাতে দেখা যাচ্ছে, দেশে ৬০% মোটরবাইকেরই বিমা করানো নেই। সমীক্ষায় পাওয়া তথ্য নিয়ে আইসিআইসিআই লোম্বার্ড বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবে। দুর্ঘটনার সংখ্যা কমানোয় সহায়তা করাই তাঁদের সমীক্ষার উদ্দেশ্য বলে জানান সঞ্জয়বাবু। তিনি বলেন, দুর্ঘটনা কমলে বিমার দাবিও কমবে।

হলদিয়ায় কারখানা সম্প্রসারণে এক্সাইড ঢালবে ২০০ কোটি
হলদিয়ার কারখানা সম্প্রসারণে প্রায় ২০০ কোটি টাকার লগ্নি পরিকল্পনা হাতে নিয়েছেন এক্সাইড কর্তৃপক্ষ। এ জন্য কারখানা সংলগ্ন প্রায় ২ একর জমি চেয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছে আবেদন করেছে সংস্থা। রবিবার এক্সাইড-এর ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর সুবীর চক্রবর্তী বলেন, “দু’বছরে ওই অর্থ লগ্নি করা হবে। ২০১৩-’১৪ অর্থবর্ষে ‘জেল’ প্রযুক্তিতে তৈরি ব্যাটারির চাহিদা ছিল সবচেয়ে বেশি। চলতি আর্থিক বছরে এক্সাইড প্রায় ১৯০০ কোটি টাকার ব্যাটারি রফতানি করেছে।” এক্সাইডের হলদিয়া শাখার প্রধান অলোক সরকার বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়া ও জাপানে সংস্থার ব্যাটারির চাহিদা ভাল।” সংস্থা সূত্রের দাবি, কারখানা সম্প্রসারণে অস্থায়ী কর্মীদের মধ্যে যোগ্যদের স্থায়ী করা হবে।

বাড়তে পারে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা

২ ফেব্রুয়ারি
আগামী মাসে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ফের ১০% বাড়িয়ে ১০০ শতাংশে নিয়ে যেতে পারে কেন্দ্র। সেপ্টেম্বরেই ১০% ডিএ বেড়েছে। এ বারও প্রাথমিক হিসেবে, তা ১০ শতাংশের কম হবে না বলেই ইঙ্গিত। যা কার্যকর ধরা হবে ১ জানুয়ারি থেকে। উপকৃত হবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মী ও ৩০ লক্ষ পেনশনভোগী। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, চূড়ান্ত হিসাব সম্ভব হবে ২৮ ফেব্রুয়ারি শিল্প শ্রমিকদের ভোগ্যপণ্যের মূল্য সূচকের ডিসেম্বরের পরিসংখ্যান প্রকাশের পরেই।

নতুন নিয়োগ
অমিতাভ মাথুর ভারত হেভি ইলেকট্রিক্যালস (ভেল)-এর পূর্বাঞ্চলীয় দফতরে এগ্জিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব নিলেন। এর আগে তিনি সংস্থার সদর দফতরে জেনারেল ম্যানেজারের (বিদ্যুৎ প্রকল্প) দায়িত্ব সামলেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.