টুকরো খবর |
বধূর অপমৃত্যু, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অন্তঃসত্ত্বা এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, বধূর স্বামী ও শ্বশুড়বাড়ির সদস্যদের বিরুদ্ধে বধূর উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের তপনের উত্তর বজরাপুকুর এলাকা থেকে এক বধূর দেহ উদ্ধার করে পুলিশ। বধূর বাপের বাড়ির সদস্যরা পুলিশকে ঘটনার কথা জানান। সে সময়ে বধূর শ্বশুরবাড়ির সকলে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় বধূর মৃত্যু নিয়ে রহস্য দানা বেধেছে। ঘটনাটি খুনের কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত বধূর নাম ঝুমি রায় (২০)। তিনি ৬ মাসের অন্তসত্ত্বা ছিলেন। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ জানিয়েছে। তবে তাঁকে শ্বাসরোধ করে মারা হতে পারেও বলেও তদন্তকারী অফিসারদের একাংশের ধারনা। শনিবার মৃতার বাবা বিনয় রায় থানায় লিখিত অভিযোগ করার পর বধূর স্বামীকে ধরেছে পুলিশ। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযুক্ত স্বামী ও শ্বশুড়বাড়ির সদস্যদের মৃত্যুতে প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।” এ দিন থানায় বসে ধৃত স্বামী বিমল অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় বাড়িতে ছিলাম না।” গতবছর ৪ মার্চ তপন থানার কসবাবাটোর এলাকার ঝুমির সঙ্গে উত্তর বজরাপুকুর এলাকার তাঁত শ্রমিক বিমল রায়ের নিহত বধূর বাবা বিনয়বাবু অভিযোগ করে বলেন, “পণের দাবি করে মেয়ের উপর অত্যাচার চলত।”
|
কালিয়াচকের কলেজে গুলি, ধৃত আরও দুই
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
কালিয়াচক কলেজে ভোটে বোমা-গুলি ছোড়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সুজাপুরের অঞ্চল সভাপতি সহরুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯ টা নাগাদ তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। একই অভিযোগে সিপিএম কর্মী বলে পরিচিত আমিনুল শেখ ওরফে কালু শেখকেও ধরেছে পুলিশ। এই নিয়ে পুলিশ কালিয়াচক কলেজ ভোটে গুলি চালানোর ঘটনায় তৃণমূলের ৩ জন-সহ মোট চারজনকে ধরল। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “গত সোমবার কালিয়াচক কলেজ ভোটে প্রকাশ্যে গুলি বোমা ছোড়ার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে আজ রাতে সহরুল ও আমিনুলকে পুলিশ ধরেছে। সকলকে ধরা হবে।” তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “ঘটনার দিন আমাদের অঞ্চল সভাপতি ঘটনাস্থলে ছিল কিনা জানি না। খোঁজ না নিয়ে এখনই কোন মন্তব্য করব না।” সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “খোঁজ নিয়ে দেখব।” পুলিশ জানিয়েছে ধৃত দু’জনকে রবিবার আদালতে তোলা হবে।
|
মুখ্যমন্ত্রীর সভা, মাঠ পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
নাগরাকাটার পরিবর্তে মুখ্যমন্ত্রীর সভা মালবাজারে সরিয়ে আনার চিঠি পেয়ে, শনিবার মালবাজারের কয়েকটি মাঠ পরিদর্শন করেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বীরসা তিরকে। আগামী ১২ ফেব্রুয়ারি পরিষদের সভায় মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ওই সভাতে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হবে বলে জানিয়ে গত ডিসেম্বর মাসে পরিষদের তরফে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়। সেই আর্জিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মতি পেয়ে প্রথমে নাগরাকাটায় সভা হবে বলে স্থির হলেও গত বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রীর দফতর থেকে চিঠি পাঠিয়ে সভাস্থল মালবাজারে করার নির্দেশ দেওয়া হয়েছে, বলে পরিষদ সূত্রের খবর। মালবাজার শহরের কোন মাঠে সভা আয়োজন করানো যায় তা এ দিন খতিয়ে দেখেন পরিষদের রাজ্য এবং জেলার প্রতিনিধি দল। বেশ কয়েকটি মাঠও পরিদর্শন করেন তাঁরা।
|
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
উৎসবের উদ্বোধন। —নিজস্ব চিত্র। |
পর্দার ‘রোমান্স’ মঞ্চে উপস্থাপিত হল। কখনও অভিনয় করে দেখালেন, আবার কখনও চলচ্চিত্রের গানের সঙ্গে নাচলেন কলাকুশলীরা। পর্দায় ফুটে উঠছিল ঋতুপর্ণ ঘোষ, সুচিত্রা সেনের বিভিন্ন ছবির খণ্ড দৃশ্যগুলি। কখনও মান্না দের গানের সুরে মজলেন সকলে। শনিবার দীনবন্ধু মঞ্চে এই আবহে প্রদীপ জ্বালিয়ে ১৪ তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। এ দিন তাঁর তৈরি ‘জীবন ধূলি’ উৎসবে উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হয়। এ দিন উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। আজ, রবিবার উৎসবে তাঁর ছবি ‘ফড়িং’ দেখানো হচ্ছে। মোট ১১টি ছবি দেখানো হবে এই উৎসবে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলবে।
|
১৯৩ কর্মীকে স্বেচ্ছাবসর নিগমে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
প্রথম দফায় ১৯৩ জন কর্মীকে স্বেচ্ছাবসর দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। আজ রবিবার কোচবিহারে নিগমের রিক্রিয়েশন হলঘরে আনুষ্ঠানিক ভাবে ওই কর্মীদের সেচ্ছাবসরের নথির সঙ্গে পাওনার এক তৃতীয়াংশ টাকার চেক দেওয়া হবে। সব মিলিয়ে যার মূল্য প্রায় সাড়ে ৯ কোটি টাকা। ওই অনুষ্ঠানে নিগমের চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব সহ সংস্থার অনান্য শীর্ষ কর্তা ও জনপ্রতিনিধরা উপস্থি থাকবেন। নিগমের ম্যানেজিং ডাইরেক্টর জয়দেব ঠাকুর জানিয়েছেন, স্বেচ্ছাবসর যাঁদের দেওয়া হবে, তাঁদের মধ্যে সাধারণ কর্মী সহ ১২৩ চালক, ২৮ জন কন্ডাক্টর রয়েছেন। জয়দেববাবু বলেন, “আগামী ছয় মাসে আবেদনকারী অন্যদেরও প্রকল্পের আওতায় আনা হবে।”
পুরনো খবর: প্রথম দফায় স্বেচ্ছাবসর দু’শো কর্মীর
|
স্টেশনে অবরোধে থমকাল রাজধানী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিউ ময়নাগুড়ি স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের স্টপের দাবিতে অবরোধে বিঘ্নিত হল ট্রেন চলাচল। শনিবার সকাল ১১টা থেকে নিউ ময়নাগুড়ি স্টেশনে অবরোধ শুরু করে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় কিছু ক্লাব। এর জেরে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ-অসম লাইনে। দিল্লি এবং ডিব্রুগড়গামী তিনটি রাজধানী এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস সহ দু’টি প্যাসেঞ্জার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্তাদের আশ্বাসে অবরোধ ওঠে।
|
কলেজে গুলি, গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মালদহের কালিয়াচক কলেজে ভোটে বোমা-গুলি ছোড়ার অভিযোগে তৃণমূলের সুজাপুরের অঞ্চল সভাপতি সহরুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে শনিবার রাতে আমিনুল শেখ ওরফে কালু শেখকেও ধরেছে পুলিশ। সে সিপিএম কর্মী বলে পরিচিত।
|
ট্রেনে কাঠ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ট্রেনের কামরায় হানা দিয়ে ৭০ হাজার টাকার কাঠ উদ্ধার করল বন দফতর। শনিবার কোচবিহারে আমবাড়ির ঘটনা। কোচবিহারের রেঞ্জ অফিসার আবদুল খলিল আহমেদ জানান, কারা কাঠ পাচারের চেষ্টা করছিল তা দেখা হচ্ছে।
|
অটো উল্টে জখম |
হলদিবাড়ি-দেওয়ানগঞ্জ সড়কে অটো উল্টে জখম হলেন ছজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি থানার দেওয়ানগঞ্জে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। গাড়িটিতে চালক সমেত মোট ছয় জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এদিন সকালে হলদিবাড়ি থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে বিশ্বাসপাড়া এলাকায় অটোটির স্টিয়ারিং আটকে অটোটি উল্টে যায়।
|
কলেজে গুলি |
মালদহের কালিয়াচক কলেজে ভোটে বোমা-গুলি ছোড়ার অভিযোগে তৃণমূলের সুজাপুরের অঞ্চল সভাপতি সহরুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে শনিবার রাতে আমিনুল শেখ ওরফে কালু শেখকেও ধরেছে পুলিশ। সে সিপিএম কর্মী বলে পরিচিত। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ভিডিও ফুটেজ দেখে এই দু’জনকে নিয়ে মোট চার জনকে ধরা হল।”
|
ঝুলন্ত দেহ |
শনিবার দুপুরে দক্ষিন বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নবাব লাইন এলাকার বাসিন্দা এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জ্যোৎস্না রায় (৩০)। |
|