টেট নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে কংগ্রেস |
টেট-কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে স্মারকলিপি দেবে কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানান, রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল এবং সারদা ও টেট-কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবিতে আজ, রবিবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। প্রদীপবাবু বলেন, “রাজ্যে কী ধরনের দুর্নীতি হচ্ছে, তা বোঝাতেই প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত।” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টেটে দুর্নীতির অভিযোগ ও তদন্তের দাবি উড়িয়ে দিয়েছেন। কিন্তু বিরোধীরা তাতে না দমে টেট-দুর্নীতির প্রতিকার চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ দিন বিকেলে কলকাতা জেলা সিপিআইয়ের ছাত্র ও যুব শাখার পক্ষ থেকে মৌলালি যুব কেন্দ্রের সামনে বিক্ষোভ সভা করার পরে মৌলালির মোড় অবরোধ করা হয়। পুলিশ অবশ্য অবরোধ তুলে দেয়। সিপিআইয়ের যুব শাখার যুগ্ম সম্পাদক মৌলি ভট্টাচার্য বলেন, “টেট-দুর্নীতি নিয়ে তদন্ত ও তালিকায় স্বচ্ছতার দাবিতে শিক্ষা অধিকর্তার অফিসে বিক্ষোভ দেখানো হবে।” টেট পরীক্ষায় পাশ করেছেন ১ শতাংশ পরীক্ষার্থী। এ দিন বাঁকুড়ার বড়জোড়ায় ডিওয়াইএফআই-এর এক সভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “টেটে যে ৯৯ শতাংশ পাশ করেননি, আমাদের তাঁদের কাছে পৌঁছতে হবে। তার জন্য শপথ নিন। ভোটের আগে মানুষকে সংগঠিত করে তৃণমূলকে যোগ্য জবাব দিন।” |
রাজ্য সরকার এই রাজ্যের ৮৬টি মুসলিম জনগোষ্ঠীকে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) তালিকাভুক্ত করলেও কেন্দ্র তার থেকে মাত্র ৩৭টিকে স্বীকৃতি দিল। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ কামরুজ্জামান বলেন, স্বীকৃতি না থাকায় কেন্দ্রের চাকরির সুযোগ থেকে রাজ্যের ওবিসি গোষ্ঠীভুক্ত মানুষেরা বঞ্চিত হচ্ছিলেন। আংশিক স্বীকৃতির ফলে কিছু মানুষ সুযোগ পাবেন। কিন্তু মুসলিমদের মণ্ডল, মল্লিক, বৈদ্য, মিদ্দার মতো আরও ৪৯টি গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ায় অনেকে সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন। |