আই এফ এ শিল্ডের শেষ চারে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল মহমেডান। আজ রবিবার বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে জিততে পারলেই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলবে সঞ্জয় সেনের দল।
বিদেশি ফুটবলার উগুচুকুকে নিয়ম না মেনে রিজার্ভ বেঞ্চে রাখার জন্য সিকিম ইউনাইটেডকে শাস্তি দিল আই এফ এ। মহমেডান-সিকিম ড্র ম্যাচের পুরো পয়েন্ট দিয়ে দেওয়া হল সঞ্জয় সেনের দলকে। শুধু তাই নয়, টুর্নামেন্টের নিয়মানুযায়ী মহমেডান ওই ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থাকার সুবিধাও পাবে। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “মাঠে নামার পর আই এফ এ-তে ওই ফুটবলারের নথিভুক্তি হয়েছে। সে জন্যই পুরো পয়েন্ট কেটে নেওয়া হয়েছে সিকিমের।”
বাংলাদেশের ফেড কাপ জয়ী টিমের বিরুদ্ধে খেলতে নামার আগে ওই ‘তিন’ পয়েন্ট এমন অক্সিজেন জুগিয়েছে সাদা-কালো শিবিরকে যে, সব রাগ-অভিমান ভুলে তিন বিদেশিকেই আজ মাঠে নামিয়ে দিচ্ছেন কোচ সঞ্জয় সেন। বলে দিলেন, “এই ম্যাচটা জিতলেই সেমিফাইনালে চলে যাব। সেই সুযোগটা নিতে হবে।” পেমেন্ট নিয়ে ঝামেলার জন্য পেন, জোসিমার এবং লুসিয়ানোতিন বিদেশিকেই প্রথম ম্যাচে ‘শাস্তি’ দিয়েছিল মহমেডান। জোসিমারকে শেষ কয়েক মিনিট মাত্র নামানো হয়েছিল। ফেড কাপে অপরাজিত থেকেও সেমিফাইনালে যেতে পারেননি নবি-নির্মলরা। সেটা এখনও খচ খচ করে বিঁধছে পুরো টিমে। মহমেডান কোচ বলে দিলেন, “দশ গোলে জেতা ম্যাচ ড্র হয়েছিল। সেই তিন পয়েন্ট পেয়ে গেছি। মনে হচ্ছে এ বার অন্তত আমাদের লাক কাজ করবে।”
বাংলাদেশের ক্লাবটিকে হারানোর স্বপ্ন দেখলেও প্রচণ্ড শক্তিশালী দলটি। খেলার মধ্যে রয়েছে। ফেড কাপে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও বাংলাদেশ লিগে এই মুহূর্তে আবাহনীর সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে আছে তারা। হাইতির জোড়া স্ট্রাইকার সোনি নর্দি ও ওয়েডসন আনসেলমি দুর্দান্ত ফর্মে আছেন। দলের কোচ নাইজিরিয়ার যোশেফ আফুসি আড়াই বছর রয়েছেন টিমের সঙ্গে। এ দিন ইস্টবেঙ্গল-গেলাং ম্যাচ দেখার পর বলছিলেন, “আমাদের টিমের বেশির ভাগ বিদেশিই দু’বছরের বেশি আছে টিমের সঙ্গে। লিগ খেলতে খেলতেই এসেছি।” ইস্টবেঙ্গলের উগা ওপারার পাড়াতেই থাকেন আফুসি। এ দিন দু’জনেই চুটিয়ে আড্ডা মারলেন। |
রবিবারে আইএফএ শিল্ড
মোহনবাগান : ইউনাইটেড সিকিম (যুবভারতী, ৩-১৫)
মহমেডান: শেখ জামাল ধানমন্ডি, বাংলাদেশ (যুবভারতী ৬-৩০) |