টুকরো খবর
পরেশের মৃত্যুদণ্ডের নিন্দা আলফা সভাপতির
আলফার সংগ্রামকে বাংলাদেশের ‘মুক্তিযুদ্ধের’ সঙ্গে তুলনা করে, পরেশ বরুয়ার মৃত্যুদণ্ডের নিন্দা করলেন আলফা স্বাধীনের সভাপতি অভিজিৎ অসম। একইসঙ্গে তিনি জানান, ২০০৪ সালের ১ এপ্রিল অস্ত্র-পাচারের ঘটনায় লুৎফুজ্জামান বাবর ও মতিউর রহমান নিজামির কোনও দায় নেই। আজ এক বিবৃতিতে অভিজিৎ জানিয়েছেন, বাংলাদেশের আদালত যে ভাবে পরেশকে অপরাধী চিহ্নিত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে তা অনৈতিক। তাঁর বক্তব্য, “আলফার সেনাধ্যক্ষ সাধারণ কোনও অপরাধী নন। ভারতীয় বাহিনী অসমের স্বাধীনচেতা মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। আত্মরক্ষার জন্যই পরেশ অস্ত্র জোগাড় করছিলেন।” তখন বাংলাদেশের বাহিনীর ভাবমূর্তি পাকিস্তান যে ভাবে নষ্ট করতে চেয়েছিল, তা মনে করিয়ে দিয়ে অভিজিৎ অসমের দাবি, ‘‘আমরা অসমের মুক্তিবাহিনী। ভারতের প্ররোচনায় বাংলাদেশ সরকার সেই মুক্তিবাহিনীর বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ করছে।” পরেশকে নির্দোষ ও মুক্তিযুদ্ধের সেনা নায়ক হিসেবে চিহ্নিত করে অভিজিৎ দাবি করেন, বিএনপি সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি-সহ মৃত্যুদণ্ড-প্রাপ্ত বেশিরভাগ অভিযুক্তের সঙ্গে চট্টগ্রামে অস্ত্রউদ্ধারের ঘটনার যোগ ছিল না। আলফা সভাপতির মতে, শুধু প্রাক্তন এনএসআই অধিকর্তা, উইং কম্যান্ডার সাহাবুদ্দিন ওই ঘটনায় জড়িত। তিনি নিজের স্বার্থে ‘র’-এর হয়ে কাজ করছিলেন। চট্টগ্রাম কোর্টকে বিচার পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন অভিজিৎ।

মালগাড়ি বেলাইন
রাঁচি ডিভিশনের মুরি-হাটিয়া শাখায় কয়লার একটি মালগাড়ি বেলাইন হওয়ায় শনিবার ঝাড়খণ্ড ও লাগোয়া এ রাজ্যের কিছু এলাকায় ট্রেন চলাচল ব্যাহত হল। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল পৌনে ন’টা নাগাদ গঙ্গাঘাট ও গৌতমধারা স্টেশনের মাঝে আপ লাইনে কয়লাবাহী মালগাড়ির ১২টি বগি বেলাইন হয়ে পড়ে। এর জেরে বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালাতে হয়েছে। প্রভাব পড়ে লাগোয়া আদ্রা ডিভিশনের ট্রেন চলাচলেও। এ দিন সন্ধ্যা পর্যন্ত ট্রেনটিকে সরানো যায়নি। আজ রবিবার বাতিল করা হয়েছে, হাটিয়া থেকে বর্ধমান, খড়গপুর ও টাটাগামী প্যাসেঞ্জার ট্রেনগুলি। দুর্ঘটনার জেরে এ দিন টাটা-হাটিয়া প্যাসেঞ্জার ট্রেন, আসানসোল-রাঁচি মেমু ও বৈদ্যনাথধাম-রাঁচি এক্সপ্রেস মুরি স্টেশন পর্যন্ত গিয়ে যাত্রা শেষ করে। গড়বেতা-রাঁচি প্যাসেঞ্জার পুরুলিয়া স্টেশনে, ধানবাদ-রাঁচি প্যাসেঞ্জার ও বর্ধমান-হাতিয়া প্যাসেঞ্জার বোকারো স্টিল সিটি এবং খড়গপুর-হাটিয়া প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত চালানো হয়। বাতিল করা হয় হাতিয়া-টাটা, রাঁচি-আসানসোল প্যাসেঞ্জার।

বিহারে খাদ্য সুরক্ষা প্রকল্প
লোকসভা ভোটের আগেই বিহারের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা আইন চালু করে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রকল্পটি চালু করতে গিয়ে নীতীশ জানিয়ে দিলেন, “একটি দল এর কৃতিত্ব দাবি করছে। তাদের মনে রাখা উচিত সংসদে আমরাও বিলটি সমর্থন করেছি। এ ছাড়াও, এই প্রকল্প একা কেন্দ্রের নয়, রাজ্যেরও একই রকম অংশীদারী আছে। সুতরাং আলাদা করে কেউ এর কৃতিত্ব দাবি করতে পারে না।” তিনি জানান, প্রথমে চারটি জেলা দিয়ে শুরু হলেও শীঘ্রই রাজ্য জুড়ে প্রকল্পটি চালু হবে। তাতে রাজ্যের প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবেন। এই আইন চালু করার আগে রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দিয়ে জানান, খাদ্য সুরক্ষা বাবদ যে খরচ হবে তা কেন্দ্রকে বহন করতে হবে। কেন্দ্রীয় প্রকল্প চালাতে কেন রাজ্য সরকার তার খরচ বহন করবে?তাদের এই যুক্তি কেন্দ্র মানেনি বলে অভিযোগ করেন নীতীশ। নীতীশ বলেন, “এই আইনে রেশন দোকান পর্যন্ত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কথা। গুদাম থেকে খাদ্য সামগ্রী এ বার রেশন দোকানে পৌঁছনোর দায়িত্ব রাজ্য সরকারের। তার জন্য ৮০০ কোটি টাকা বছরে অতিরিক্ত খরচ বহন করতে হবে রাজ্যকেই।” তিনি বলেন, “কেন্দ্র আগেও অন্য প্রকল্পে খাদ্য সামগ্রী দিয়েছে। এবারেও দিচ্ছে। দরজা পর্যন্ত খাদ্য পৌঁছনোর নতুন নিয়মে কেন্দ্রেরই খরচটা বহন করা উচিত ছিল।”

পুরনো খবর:
ত্রাণ শিবিরে ভিখারিদের ভিড়, মন্তব্য সপা নেতার
ত্রাণ শিবির নিয়ে মুখ খুলে ফের বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এক নেতা। মুজফ্ফরনগরের ত্রাণ শিবিরে আশ্রিতদের পেশাদার ভিখারি বলেছেন আতিক আহমেদ নামে ওই সপা নেতা। তাঁর বক্তব্য, “প্রতিটি শ্রেণি, প্রতিটি সমাজেই পেশাগত ভিখারি থাকে। আর সবাই জানে, এই ধরনের কিছু ভিখারিই ত্রাণ শিবিরে ঢুকেছে।” প্রাক্তন সাংসদের এ হেন মন্তব্যের পরে শুরু হয়েছে বিতর্ক। গত অগস্টের সংঘর্ষের পর থেকে ঘরছাড়া মানুষগুলি আশ্রয় নিয়েছিলেন ত্রাণ শিবিরে। তার পর থেকেই নানা কারণে শিরোনামে এসেছে ত্রাণ শিবির। ঠান্ডায় একের পর এক শিশুর মৃত্যু হয়েছে। সেই মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করে কিছু দিন আগে শিরোনামে আসেন রাজ্যের প্রিন্সিপ্যাল সচিব (স্বরাষ্ট্র) অনিল গুপ্ত। মাস খানেক আগে বলিউড তারকাদের নিয়ে রাজ্যের সাইফাই মহোৎসব নিয়েও বিরোধীরা হাত নিয়েছিলেন রাজ্যের মুখামন্ত্রী অখিলেশ যাদবকে। আতিক যদিও তাঁর মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর দাবি, ত্রাণ শিবিরে আশ্রিতদের মোটা টাকা ক্ষতিপূরণ দিয়েছে অখিলেশ সরকার। দেওয়া হয়েছে চাকরিও। ফলে এখন ওই শিবিরে ভিখারি ছাড়া আর কেউই থাকতে পারেন না।

আত্মঘাতী বিদর্ভের চাষি
রাহুল গাঁধীর সৌজন্যে শিরোনামে এসেছিল মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার জলকা গ্রাম। সেখানকারই এক কৃষক ফের আত্মঘাতী হলেন। ২০০৯-এ কলাবতী বান্দুরকরের ঘটনা সামনে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন রাহুল। ঋণের দায়ে আত্মহত্যা করেছিলেন কলাবতীর কৃষক স্বামী। তার পরেই বিদর্ভের ওই গ্রাম নজরে আসে। সম্প্রতি সেখানকার এক কৃষক জলে ডুবে আত্মঘাতী হন। শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় সমবায় ব্যাঙ্ক থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন অশোক জানরাও কোয়েছাড়ে নামে ওই চাষি। পুলিশের অনুমান, ঋণের টাকা মেটাতে না পারার ফলেই এই আত্মহত্যা।

দিদিকে বাঁচালো ৪ বছরের জেট
স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে যাচ্ছিল এক বালিকা। তাকে বাঁচালো চার বছরের ভাই। ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবাল জেলায়। পুলিশ জানায়, লাংগাথেল মানিং লেইকাই এলাকার বাসিন্দা বছর সাতেকের আবেম তার চার বছরের ভাই জেট লির সঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। আবেম তলিয়ে যেতে থাকে। তা দেখে আশপাশের লোকেদের চিৎকার করে ডাকে জেট। ততক্ষণে আবেম ডুবে গিয়েছিল। গ্রামবাসীরা জলের নীচে মিনিট পাঁচেক খোঁজার পরে মেয়েটিকে উদ্ধার করে।

মুখ্যমন্ত্রী রাওয়াত
উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন হরিশ রাওয়াত। শনিবার দেহরাদূনে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পরেই জর্নাদন দ্বিবেদী বলেন, “সনিয়া গাঁধী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হরিশ রাওয়াতের নামে সিলমোহর দিয়েছেন।”

দেশে বিষের বীজ ছড়িয়ে দিচ্ছে বিজেপি: সনিয়া
বিষের বীজ ছড়িয়ে আর বিভেদ, হিংসার রাজনীতি করে বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে মন্তব্য করলেন সনিয়া গাঁধী। আজ উত্তর কর্নাটকে গুলবর্গার এক জনসভায় সনিয়া বলেন, “যারা ক্রমাগত নিজেদের ঢাক পেটাচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন, তারা কী দেশের কোনও কাজে লাগবে। আমি জানি লাগবে না। এরা কেবল ক্ষমতা দখল করতে চায়।” নাম না করলেও এই মন্তব্যে যে সনিয়া নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেছেন তা নিয়ে কারও সন্দেহ নেই। কংগ্রেস নেত্রীর দাবি, বিজেপি বিভেদের রাজনীতি করে বিষের বীজ ছড়াচ্ছে। যে কোনও ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করাই তাদের একমাত্র লক্ষ্য। দুর্নীতি নিয়ে চাপে রয়েছে ইউপিএ সরকার। আজ তা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ারও চেষ্টা করেছেন সনিয়া। তাঁর বক্তব্য, “কংগ্রেস তথ্যের অধিকার আইন ও লোকপাল আইনের সাহায্যে দুর্নীতি দমনের চেষ্টা করেছে। বিরোধীদের দুর্নীতি নিয়ে আমার কিছু বলার নেই। মানুষ সবই জানেন।” সনিয়ার মন্তব্যের জবাবে বিজেপি মুখপাত্র রাজীবপ্রতাপ রুডির মন্তব্য, “২০০৭ সালে গুজরাতে মোদীকে মওত কা সওদাগর বলেছিলেন সনিয়া। তার পর কংগ্রেসের যা হাল হয়েছিল ২০১৪ সালেও তা-ই হবে।”

গণহত্যায় ক্ষতিপূরণ অরুণাচলের
বিহালির ঘটনায় নিহতদের পরিজনদের ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল অরুণাচল সরকার। জখম প্রত্যেকেই পাবেন ৫০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী নাবাম টুকি এ কথা ঘোষণার পাশাপাশি জানান, ওই এলাকাটি অসমের বেহালি নয়, পাপুম পারে জেলার টারাসোর অন্তর্গত। তাই ক্ষতিপূরণ দেবেন পাপুম পারের জেলাশাসক। এলাকায় শান্তি বজায় রাখতে তিনি আজ মুখ্যসচিব, ডিজি ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিতর্কিত ওই অঞ্চলে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আবেদন করেছেন টুকি। এ দিকে, অরুণাচলের আগ্রাসন ও হামলার প্রতিবাদে চারিদুয়ারে অর্থনৈতিক অবরোধ চলতে থাকলেও, নিরাপত্তাবাহিনী আজ বেহালির অবরোধ উঠিয়ে দেয়।

জখম অবস্থায় উদ্ধার নগাঁওয়ের তরুণী
নারী আবাস থেকে নিখোঁজ তরুণীকে জখম অবস্থায় উদ্ধার করা হল। পুলিশ জানায়, তিন দিন আগে থেকে নগাঁওয়ের নারী আবাসের ওই আবাসিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ ভোরে জেলাশাসকের দফতরের কাছে জেল রোডের একটি বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। তদন্তকারীদের তিনি জানান, কয়েক দিন ধরে ৫-৬ জন যুবক তাঁকে অনুসরণ করছিল। নারী আবাসের সামনে থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর উপরে নাগাড়ে অত্যাচার চালানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজ করছে। অন্য দিকে, আজ সকালে শোণিতপুর জেলার মিসামারি সোনাপুরে নদীর তীরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

আপত্তি নেই আমেরিকার
মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারের সাংবাদিক বৈঠকে এক মার্কিন আধিকারিক এ কথা জানিয়েছেন। তবে সেই সঙ্গেই তাঁর সংযোজন, আবেদনটি গ্রহণ করার বিষয়টি পুরোপুরি ওবামা প্রশাসনের সিদ্ধান্ত। গোধরা পরবর্তী দাঙ্গার পরে ২০০৫-এ মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন মোদী। তবে সেই আবেদন তখনকার মতো বাতিল করেছিল মার্কিন বিদেশ দফতর। বিষয়টি নিয়ে তখন অনেক জলঘোলা হয়।

নাবালিকাকে গণধর্ষণে ধৃত তিন
নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার মেরঠের ঘটনা। গত বুধবার বাজারে গিয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রী। সেই সময় তাকে অপহরণ করে নিয়ে যায় পাঁচ জন। জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটিকে ঘুমের ওষুধ দেয় তারা। তার পর একে একে ধর্ষণ করে। শুক্রবার সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটিকে তারা বাড়ির কাছে ফেলে রেখে পালায়।

ধৃত চার জঙ্গি
অস্ত্র-সহ এনডিএফবি (সংবিজিৎ) সংগঠনের চার জঙ্গি ধরা পড়েছে। কামরূপ মহানগর পুলিশ জানায়, গত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে গুয়াহাটি থেকে বিনোদ দৈমারি, রাহুল দৈমারি, নবীন বড়ো ও জয় বড়ো নামে চার জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি রাইফেল, দু’টি ম্যাগাজিন, গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অন্য দিকে, কার্বি আংলং-এর ডিফুতে ধরা পড়েছে ইউকেপিএফ-এর অধ্যক্ষ বিক্রম রংফার ও তার সঙ্গী রূপসিংহ ইংলেং।

মোদীর সভা
বাম-শাসিত ত্রিপুরায় জনসমাবেশ করতে চলেছেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রের খবর, ২২ ফেব্রুয়ারি আগরতলার আস্তাবল ময়দানে সভা করবেন ‘নমো’। প্রস্তুতিতে তাই ব্যস্ত প্রদেশ বিজেপি নেতৃত্ব।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.