|
|
|
|
রাজ্যসভা ভোটে অন্য রাজ্যে অসমের প্রার্থী চান হিমন্ত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
‘বহিরাগত’ প্রার্থী সঞ্জয় সিংহকে নিয়ে মানুষের ক্ষোভ মেটাতে, অসমের দু’জন প্রার্থীকে অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভা ভোটে লড়াতে চান স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ সাংবাদিক সম্মেলনে শর্মা বলেন, “দিল্লি গিয়ে সভানেত্রী সনিয়া গাঁধীকে বলতে চাই, অসমের অন্তত দু’জন ভূমিপুত্রকে অন্য কোনও রাজ্যে প্রার্থী করা হোক।” তিনি মনে করিয়ে দেন, কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবও দু’বার পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন। বহিরাগত প্রার্থী প্রসঙ্গে বিজেপির সমালোচনা উড়িয়ে হিমন্ত বলেন, “সুষমা স্বরাজ, রাজনাথ সিংহের মতো বিজেপি নেতারা ভিন্রাজ্য থেকে রাজ্যসভায় সাংসদ হয়েছেন। তাঁদের মুখে এ সব কথা মানায় না।” তবে, রাজ্যসভায় কংগ্রেস-বিপিএফ জোটের তৃতীয় পছন্দের প্রার্থী বিশ্বজিৎ দৈমারির জয় নিয়ে হিমন্ত অনিশ্চিত। প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবনেশ্বর কলিতা বলেন, “কংগ্রেসের ৭৯ জন বিধায়ক আছেন। আমাদের দু’জন প্রার্থীকে জেতাতে পারব।”
বিপিএফ প্রার্থীকে জেতানোর দায়িত্ব নিতে তিনি অস্বীকার করেন। তরুণ গগৈ বললেন, “বিপিএফ আমাদের জোট শরিক। বিশ্বজিৎকে জেতাবার দায় কংগ্রেসেরও আছে।” তবে, দৈমারি তৃতীয় পছন্দের প্রার্থীই থাকলেন। দ্বিতীয় পছন্দের প্রার্থী না-হলে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিলেও, দৈমারি লড়াইতে থাকার সিদ্ধান্ত নেন। ফলে, রাজ্যসভা ভোটে কংগ্রেসের সঞ্জয় সিংহ, ভুবনেশ্বর কলিতা, বিপিএফের দৈমারি ও সর্বসম্মত বিরোধী প্রার্থী হায়দর হুসেনের মধ্যে লড়াই হবে।
অঙ্কের হিসেবে জেতার জন্য প্রয়োজনীয় ৩২টি ভোট থেকে দৈমারির কাছে ৩টি ভোট কম রয়েছে। বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী হায়দর হুসেনের দিকে ৩৩ থেকে ৩৪টি ভোট রয়েছে। বহিরাগত’ প্রার্থী সঞ্জয় সিংহের বিরুদ্ধে এদিনও রাজ্যজুড়ে আসু, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদ অব্যহত রয়েছে। প্রতিবাদকারীরা জানান, নির্বাচনে ‘ঘোড়া কেনাবেচা’ হলে তার পরিণাম ভয়াবহ হবে। নির্দল বিধায়ক যতীন মালি কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর কেন্দ্রের মানুষ রাস্তায় বিক্ষোভ দেখান। |
|
|
|
|
|