টুকরো খবর
সহপাঠীকে ছুরি মারার অভিযোগ, ধৃত ছাত্র
স্কুলের বাইরে সহপাঠীকে ছুরি মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ছাত্রকে। শনিবার দুপুর পৌনে ১২টা নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার একটি উচ্চ মাধ্যমিক স্কুলে ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ছুরির আঘাতে জখম ছাত্র (১৮) দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগে পড়ে। বাড়ি তপসিয়ায়। তার বাঁ পায়ের ঊরুতে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিত্‌সার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার এক সহপাঠীকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি ইলিয়ট রোডে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। স্কুল সূত্রের খবর, এ দিন পার্ক লেনের ওই স্কুলে টেস্ট পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে রাস্তায় বেরিয়ে অভিযোগকারী ছাত্র দেখে, অন্য ছাত্রটি সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে পরীক্ষা দিতে যায়নি বলে স্কুল-কর্তৃপক্ষের দাবি। অভিযোগকারী ছাত্রের দাবি, তাকে দেখতে পেয়েই ছুরি বার করে তেড়ে আসে তার ওই সহপাঠী। প্রথমে অশ্রাব্য গালিগালাজ। তার পরে আচমকাই তার পেটের দিকে ছুরি চালায় সে। নিমেষে নিজেকে সরিয়ে নেয় ওই ছাত্র। কিন্তু তত ক্ষণে তার ঊরুতে ছুরি বসে গিয়েছে। কী কারণে গোলমাল? স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ জাহাঙ্গির পুলিশকে জানিয়েছেন, ওই দুই ছাত্রের মধ্যে বিভিন্ন কারণে এর আগেও একাধিক বার ঝগড়া ও হাতাহাতি হয়েছে। দু’জনের অভিভাবককে ডেকে পাঠিয়ে এক বার মীমাংসা করানো হয়েছিল। তাতেও কাজ হয়নি। কয়েক মাস আগে ওই দুই ছাত্রকে সাসপেন্ডও করা হয়েছিল। প্রধান শিক্ষক জানান, এ দিন ঘটনার কথা তাঁকে স্কুলের শিক্ষাকর্মীরা জানান। পুলিশ জানায়, জখম ছাত্রই মোবাইল থেকে ফোন করে বাড়ির লোকজনকে ডেকে আনে। তাঁদের সঙ্গেই থানায় গিয়ে সহপাঠীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সে।

আজ জাদুঘরে প্রধানমন্ত্রী
হাসি মুখে

কলকাতায় প্রধানমন্ত্রী। ছবি: সুদীপ্ত ভৌমিক।
শহরে পৌঁছলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ, রবিবার সকালে ভারতীয় জাদুঘরের দ্বিশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ওই অনুষ্ঠানে রাজ্যপাল এম কে নারায়ণন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে পৌঁছয়। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, রাজ্যের সমবায়মন্ত্রী রচপাল সিংহ এবং কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। সন্ধ্যা ৭টা ৮ মিনিটে রাজভবনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। রবিবার সকালে রাজভবন থেকে প্রধানমন্ত্রী জাদুঘরে যাবেন। সেখান থেকে বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে রাজভবন পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রাপথে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। রবিবারও প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাওয়ার সময় কিছু ক্ষণের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বঁটির উপর পড়ে আহত
বাজার করতে গিয়ে মাছ কাটার বঁটির উপর পড়ে আহত হলেন এক ব্যক্তি। শনিবার, মহেশতলার আক্রা বাজারে। আহত বিকাশ বড়ুয়া ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় একটি কারখানায় শাড়ি ছাপার কাজ করেন তিনি। পুলিশ জানায়, রবিবার বাবার বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান থাকায় এ দিন বাজারে যান তিনি। দরদাম করতে গিয়ে আচমকাই বঁটির উপর পড়ে যান। বঁটির আঘাতে তাঁর গলার নলি দু’ফালা হয়ে গিয়েছে। আহত অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, রোগীর গলায় অস্ত্রোপচার হলেও আশঙ্কা এখনও কাটেনি। চিকিৎসকেরা জানান, বিকাশের মৃগীরোগ রয়েছে। মাছ কেনার সময় ওই রোগে আক্রান্ত হওয়ায় বেসামাল হয়ে বঁটির উপরে পড়ে যান।

চার হিজড়ে ধৃত
জোরজবরদস্তি ফ্ল্যাটে ঢুকে টাকা নিয়ে পালানোর অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হল চার হিজড়ে। ১৬ জানুয়ারি পাটুলির একটি ফ্ল্যাটে ঢুকে শিশু জন্মানোর জন্য ৩০ হাজার টাকা দাবি করেছিল হিজড়েদের একটি দল। ওই পরিবার পুলিশে অভিযোগ করে, আলমারি খুলিয়ে পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালায় তারা। পরিবারের অভিযোগ, দাবি মতো টাকা না দেওয়ায় মারধর এবং শিশুটিকে তুলে নিয়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল তারা। ঘটনার দিনই এই দলটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। পুলিশ জানায়, বৃহস্পতিবার সূত্রের খবর পেয়ে দলটিকে ধরা হয়। তাদের কাছ থেকে টাকা, মোবাইল মিলেছে।

পুরনো খবর:

অস্ত্র-সহ গ্রেফতার
বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। ধৃতদের নাম যমুনা দাস এবং সহদাত হোসেন ওরফে সাকা। যমুনার বাড়ি ট্যাংরার গোবিন্দ খটিক রোডে এবং সাকা ওয়াটগঞ্জের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সিজিআর রোড এবং ওয়াটগঞ্জের মোড় থেকে তাদের ধরা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল এবং এক রাউন্ড গুলি মিলেছে। অন্য দিকে, শুক্রবার রাতে পুলিশ ট্যাংরা রোড থেকে যমুনাকে গ্রেফতার করে। পযমুনার কাছ থেকেও একটি পিস্তল মিলেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নামে ওয়াটগঞ্জ এবং ট্যাংরা, তপসিয়া-সহ বিভিন্ন এলাকায় তোলাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

ব্যাগে সত্তর হাজার, ফেরালেন অটোচালক

সুভাষ বিশ্বাস। —নিজস্ব চিত্র।
টাকা ভর্তি ব্যাগ পেয়ে ফেরত দিয়ে দিলেন এক অটোচালক। শনিবার দুপুরে বারাসতের কাজীপাড়া থেকে চাঁপাডালি যাওয়ার জন্য একটি অটোয় ওঠেন ঝুমা চৌধুরী নামে এক গৃহবধূ। পুলিশ জানায়, ঝুমাদেবীর ব্যাগে ছিল নগদ ৭০ হাজার টাকা। নামার সময়ে সেই ব্যাগটি ভুল করে অটোয় ফেলে গিয়েছিলেন তিনি। যাত্রীরা সবাই নেমে যাওয়ার পরে সিটের উপরে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখে অটোচালক সুভাষ বিশ্বাস সেটি জমা দেন স্ট্যান্ডে। ইতিমধ্যে ঝুমাদেবীও ব্যাগটির খোঁজ শুরু করেন। পরে বারাসত পুরসভায় স্থানীয় বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর সামনে ওই ব্যাগটি ফেরত দেওয়া হয় তাঁকে।

চুরির অভিযোগ
এক ব্যবসায়ীর বাড়ি থেকে সোনার গয়না-সহ লক্ষাধিক টাকা চুরির অভিযোগ উঠল। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে টালা থানা এলাকার অনাথদেব লেনে। পুলিশের কাছে পরিবারের অভিযোগ, ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল থেকে শনিবার সকালের মধ্যে। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। একটি অনুষ্ঠানে বাগুইআটিতে গিয়েছিলেন। শনিবার ফিরে তাঁরা দেখেন গেটের তালা ভাঙা, ঘর লণ্ডভণ্ড। এক তলার দু’টি ঘরের আলমারি খোলা এবং তা থেকে সোনার গয়না-সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র উধাও। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

যাবজ্জীবন
এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তার সত্‌-বাবা সুখলাল হেমব্রমকে। শুক্রবার ধৃত ব্যক্তির যাবজ্জীবন সাজা ঘোষণা করল বারাসতের অ্যাডিশনাল ডিস্ট্রিক জাজ ফাস্ট ট্র্যাক কোর্ট। শনিবার সন্ধ্যায় বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ জানান, ২০১২-র ১৪ অক্টোবর পাঁচ নম্বর সেক্টর থানায় ওই অভিযোগ দায়ের হয়। নাবালিকার উপরে যৌন নির্যাতনের কথা জানতে পেরে প্রতিবেশিদের নিয়ে থানায় আসেন তার মা। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তের ভার যায় গোয়েন্দা দফতরের হাতে।

বাসের ধাক্কায় মৃত্যু
বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার, ঢাকুরিয়ায়। পুলিশ জানায়, ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা পারাপার করছিলেন ওই ব্যক্তি। তখনই এসডি-৪ রুটের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। চালক-সহ বাসটি আটক হয়েছে।

বাড়িতে আগুন
আগুন লাগল আলিপুরের একটি বাড়ির তিন তলায়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। ওই বাড়ির লোকজন দমকলের কাছে জানিয়েছেন, বাড়িটির তিন তলায় বৈদ্যুতিক তারে গোলযোগ দেখা যায় এবং তার পরেই সেখান থেকে আগুন লাগে। এ দিন দমকলের পাঁচটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর।

হেরোইন-সহ ধৃত
হেরোইন বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে, একবালপুর থেকে। ধৃত শেখ সরফরাজের বাড়ি একবালপুর থানা এলাকার রাজব আলি লেনে। পুলিশ জানায়, অনেক দিন ধরেই প্রকাশ্যে হেরোইন বিক্রি করত সরফরাজ। এ দিন গোপন সূত্রে খবর পেয়ে তাকে হাতে নাতে ধরা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.