বইমেলার ভিড় দেখাল ছাপা বইয়ের জয়যাত্রা
-বুক বা কম্পিউটার-ইন্টারনেট যে এখনও ছাপা বইয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি সেটাই দেখাল শনিবারের বইমেলা। এ দিন ছিল বইমেলা শুরুর পরে প্রথম ছুটির দিন। তার উপরে মাসের প্রথম দিন। স্বাভাবিক ভাবেই বইমেলায় দুপুর থেকেই ভিড় হতে শুরু হয়। সন্ধের দিকে সেই ভিড় উপচে পড়ে।
আর তাতেই স্বস্তির ছায়া পড়ে প্রকাশকদের মুখে।
বস্তুত মঙ্গলবার ৩৮তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার উদ্বোধনের পরের তিন দিন বইমেলায় লোকসমাগম ছিল নামমাত্র। আর তাতেই চিন্তার ভাঁজ পড়ে প্রকাশকদের কপালে। বাংলা বইয়ের বিপণনে এখনও পর্যন্ত সব থেকে বড় ভরসা এই বইমেলা। বইমেলা উপলক্ষেই এখনও সব চেয়ে বেশি বই প্রকাশিত হয়। আর সে সব সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার সব থেকে কার্যকরী মাধ্যম বইমেলাই। সেই বইমেলাতেই প্রথম তিন দিন জনতার দেখা তেমন না মেলায় স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছিলেন প্রকাশকেরা। শনিবার তাঁদের অনেককেই উত্‌ফুল্ল দেখা যায়।

জনস্রোত। শনিবার, বইমেলায়।—নিজস্ব চিত্র।
আনন্দ পাবলিশার্সের ম্যানেজিং ডিরেক্টর সুবীর মিত্র যেমন বললেন, “আজ বইমেলায় আনন্দর স্টলের সামনে প্রতি বারের মতোই দীর্ঘ লাইন পড়েছিল। বিক্রিও হয়েছে বেশ ভাল।” ই-বুক তা হলে ছাপা বইকে এখনও চ্যালেঞ্জ জানাতে পারেনি বলছেন? “ই-বুক নিয়ে এত আশঙ্কিত হওয়ার কোনও কারণ আছে বলে আমি মনে করি না। দেশের খুব কম অংশের মানুষের কাছেই ই-বুক সহজলভ্য। তা ছাড়া যাঁদের কাছে তা সহজলভ্য তাঁদেরও একটা বড় অংশ এখনও ছাপা, বাঁধানো বইই হাতে নিয়ে পড়তে সুখ পান।” দে’জ পাবলিশিংয়ের সুধাংশুশেখর দে-রও দাবি, “গত বারের প্রথম শনিবারের চেয়ে আজকের বিক্রি বেশি বই কম নয়।” তিনিও জানান, বাংলা বইয়ের বিক্রিতে অন্তত ই-বুকের কোনও প্রভাব পড়েনি। তিনি আরও জানান, বইমেলার উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি বই প্রকাশিত হয়েছিল। ‘সোজা সাপটা’ নামে চতুর্থটি প্রকাশিত হয়েছে শনিবার।
বইমেলায় এ বার সুচিত্রা সেন এবং চাঁদের পাহাড় নিয়ে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি বই। প্রায় দুশো ছবি-সহ প্রকাশিত হয়েছে চণ্ডী মুখোপাধ্যায়ের ‘অচেনা সুচিত্রা’। নতুন করে বেরিয়েছে হিমাংশু চট্টোপাধ্যায়ের ‘টলিউডের গ্রেটা গার্বো: সুচিত্রা সেন’। বেরিয়েছে ‘মহানায়িকা সুচিত্রা সেনের জীবন ও ছবি’। গোপালকৃষ্ণ রায়ের ‘সুচিত্রার কথা’র বিক্রিও বেড়ে গিয়েছে বলে জানালেন সুবীরবাবু। আনন্দ থেকেই বেরিয়েছে গ্রাফিক নভেলে ‘চাঁদের পাহাড়’। বেরিয়েছে ‘চাঁদের পাহাড়’ নিয়ে একটি অডিয়ো বুকও। শুধু তাই নয়, একটি স্টলে পাওয়া যাচ্ছে সুচিত্রা সেন অভিনীত প্রায় সব ছবির ডিভিডি। আর আছেন মান্না দে। তাঁকে নিয়ে বইমেলায় প্রকাশিত হয়েছে পাঁচটি বই।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.