সহবাসের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া তরুণীকে প্রতারণা ও মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে অন্ডালের সিঁদুলি স্টেশনের কাছে রেললাইনের ধারে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। তরুণীর দিদি পুলিশে অভিযোগ দায়ের করেন। কিন্তু রাত পর্যন্ত যুবকটি ধরা পড়েনি।
অন্ডাল থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হেয়েছে, সিঁদুলি মাঝিপাড়ার বছর কুড়ির ওই তরুণীর সঙ্গে প্রায় দেড় বছর ধরে সম্পর্ক ছিল এলাকারই যুবক জিতু হেমব্রমের। মেয়েটি বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তাঁর পীড়াপিড়ি সত্ত্বেও জিতু বিয়ে করতে রাজি হয়নি। উল্টে গর্ভপাত করানোর জন্য চাপ দিচ্ছিল। শুক্রবার রাতে মেয়েটিকে সে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সকালে মেয়েটিকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে বাসিন্দাদের একাংশ তাঁর বাড়িতে খবর দেন। পরে বাড়ির লোকেই তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তাঁর শরীরে ছিল মারধরের চিহ্ন। সেখান থেকে তাঁকে দুর্গাপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, গর্ভস্থ শিশুর কোনও ক্ষতি হয়নি। তরুণীর অবস্থাও স্থিতিশীল।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে রাজনীতির জলঘোলাও শুরু হয়েছে। তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কাঞ্চন মিত্রের দাবি, “তরুণীর পরিবার আমাদের সমর্থক। জিতু সিপিআইয়ের মদতে পুষ্ট দুষ্কৃতী। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।” সিপিআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রভাত রায়ের প্রতিক্রিয়া, “যত আজগুবি অভিযোগ। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।” |