বামফ্রন্টের প্রচারসভার আগে সিপিএমের ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল দুর্গাপুরের মুচিপাড়ায়। শনিবার আগামী ৯ ফেব্রুয়ারি বামেদের বিগ্রেড সমাবেশের সমর্থনে দুর্গাপুরের পলাশডিহার পণ্ডিত রঘুনাথ মুর্মু ময়দানে একটি প্রচার সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিমান বসুও। সিপিএমের অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূলের লোকজন মুচিপাড়ায় তাদের ফেস্টুন ও পতাকা ছিঁড়ে দেয়। |
দুর্গাপুরের মুচিপাড়ায় পড়ে রয়েছে ছেঁড়া পোস্টার। ছবি: বিকাশ মশান। |
শনিবার সকালে এই বিষয়ে সিপিএম থানায় অভিযোগ দায়ের করে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, শনিবার সকালে তাঁরা আবার ফেস্টুন, পতাকা লাগাতে গেলে জনা দশেক তৃণমূল সমর্থক তাঁদের উপর লাঠি নিয়ে হামলা করে। এই ঘটনায় দু’জন সিপিএম সমর্থক জখম হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এর প্রতিবাদে সিপিএম কিছুক্ষণ দু’নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ তোলে। তৃণমূলের জেলা শিল্পাঞ্চল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “গণ্ডগোলের কথা শুনেছি। বিস্তারিত খোঁজ নেব।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বাবা। ধৃতের নাম সরোজকুমার ঘোষ। শুক্রবার রাতে লাকুড্ডির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে খবর, সরোজবাবুর ছেলে সত্যব্রত পেশায় সাংবাদিক। গত ২০ জানুয়ারি তাঁর ঝুলন্ত দেহ মেলে। সত্যব্রতবাবুর স্ত্রী অরিত্রিদেবী শ্বশুর, ননদ এবং ননদাইয়ের বিরুদ্ধে স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন। ননদাই রবীন্দ্রনাথ দাসকে আগেই ধরেছে পুলিশ। তবে ননদ সোমা পলাতক।
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে সোনু নুনিয়া নামে ওই যুবককে জামুড়িয়ার নিঘা থেকে গ্রেফতার করা হয়। নাবালিকার বাড়ি নিঘা কোলিয়ারি এলাকায়।
|
দুর্ঘটনায় মৃত্যু হল পিক আপ ভ্যান চালকের। শনিবার ভোরে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার কয়থা ও ফতেপুর মোড়ের মাঝে ওই দুর্ঘটনাটি ঘটে। |