টুকরো খবর
রেলশহরে অটো উল্টে জখম সাত
ফের অটো-দুর্ঘটনা রেলশহরে। শুক্রবার সকালে খড়্গপুর শহরের খরিদা এলাকায় অটো উল্টে জখম হন ৭ জন যাত্রী। জখম দুই মহিলা-সহ ৭ জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন খড়্গপুর বাসস্ট্যান্ড থেকে সাহাচকগামী ওই অটোটিতে ১০ জন যাত্রী ছিলেন। সামনে চালকের পাশে ছিলেন দু’জন। খরিদার কাছে দ্রুত গতিতে আসা অটোটি নিয়ন্ত্রণ হারায়। তার পর সেটি উল্টে যায়। রেলশহরের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য প্রায় সাড়ে তিনশো অটো চলাচল করে। নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী তোলা, বেপরোয়া ভাবে অটো চালানোর অভিযোগ রয়েছে বরাবর। গত ডিসেম্বরে অটো-দুর্ঘটনায় চালক-সহ চার জন মারাও যান। তার আগে অক্টোবরে গোলবাজার সেতু দিয়ে বোগদার দিকে যাওয়ার পথে গোল্ডেনচকে উল্টে যায় যাত্রী বোঝাই অটো। মৃত্যু হয় এক জনের। গত বছর জুন মাসে খড়্গপুরের পুরাতনবাজারের কাছে অটো উল্টে গুরুতর জখম হন সুভাষপল্লির এক ছাত্র। বারবার দুর্ঘটনার পরেও অটো চালকদের হুঁশ না ফেরায় ক্ষোভ বাড়ছে শহরবাসীর। এ দিনই অটো দৌরাত্ম্য বন্ধের দাবিতে সম্প্রতি মেদিনীপুর (সদর) মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিয়েছেন গোলকুয়াচকের বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, কিছু দিন ধরে ধর্মার দিক থেকে আসা অটোগুলো গোলকুয়াচকে বেআইনি ভাবে, প্রশাসনিক অনুমতি ছাড়া দাঁড়িয়ে থাকছে। যাত্রী ওঠানামার ফলে এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে। এই এলাকায় যথেচ্ছ ভাবে অটো যাতে না- দাঁড়াতে পারে, সেই দাবিই জানিয়েছেন গোলকুয়াচকের বাসিন্দারা। দাবি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।

চেক বিলি হল ইন্দিরা আবাসের
ইন্দিরা আবাস যোজনায় ১৮৬ জন গ্রামবাসীর হাতে চেক তুলে দেওয়া হল শুক্রবার। বিকেলে মোহনপুর ব্লকে এই কর্মসূচিতে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ‘বোধন’ সভাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিডিও পুন্নাম বল্লম, ডেপুটি ম্যাজিস্ট্রেট সুলোককুমার প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি তপনকুমার প্রধান, ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ পাত্র প্রমুখ। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকার তফসিলি জাতিভুক্ত ৪৪ জন, তফসিলি উপজাতির ৫৪ জন, সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ জন ও অন্যান্য ৭৪ জনকে চেক দেওয়া হয়।

মেদিনীপুর সদর ব্লকে শিবির করে ইন্দিরা আবাসের প্রথম কিস্তির চেক বিলি। ছবি: রামপ্রসাদ সাউ।
প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পে তিনটি কিস্তিতে প্রাপ্য মোট ৭৫ হাজার টাকা। এ ছাড়া ব্যক্তিগত উন্নয়ন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য একশো দিনের প্রকল্পের শ্রমিক ও নির্মল ভারত অভিযানে শৌচাগার নির্মাণে ১০ হাজার টাকা দেওয়া হবে। এর উপর রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা থাকলে ইন্দিরা আবাসের তালিকায় থাকা গ্রামবাসীরা কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ২০ হাজার টাকা ৪ শতাংশ সুদের হারে ঋণও নিতে পারবেন।

ছাত্র সংসদ গঠন
শুক্রবার মেদিনীপুর কমার্স কলেজ এবং সবং কলেজে ছাত্র সংসদ গঠিত হল। সবং কলেজের সাধারণ সম্পাদক হন নন্দন মান্না। সভাপতি অনুপম বেরা। কমার্স কলেজের সাধারণ সম্পাদক হন উজ্জ্বল মুখোপাধ্যায়। সভাপতি সুমন দাস। সহ-সাধারণ সম্পাদিকা হন সৈয়দ খাদিজা। তৃণমূল ছাত্র পরিষদের দখলে আসা কয়েক’টি কলেজেও এ দিন ছাত্র সংসদ গঠিত হয়। মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের (গোপ কলেজ) সাধারণ সম্পাদিকা হন উপাসনা গুরুঙ্গ। গড়বেতা কলেজের সাধারণ সম্পাদক গৌতম দাস, দাঁতন ভট্টর কলেজের সাধারণ সম্পাদক হন দেবাঞ্জন চক্রবর্তী। বেলদা কলেজেও এ দিন ছাত্র সংসদ গঠন করেছে। সাধারণ সম্পাদক সৌরভ মহাপাত্র।

বার্ষিক ক্রীড়া
মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শুক্রবার। শহরের কলেজ- কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিয় ভট্টাচার্য, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) কবিতা মাইতি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র প্রমুখ। বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক মধুসূদন গাঁতাইত জানান, প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়েছে।

অটো দুর্ঘটনা
ফের ঘটল অটো-দুর্ঘটনা। শুক্রবার সকালে খড়্গপুর শহরের খরিদা এলাকায় অটো উল্টে জখম হন ৭ জন যাত্রী। জখম দুই মহিলা-সহ ৭ জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন খড়্গপুর বাসস্ট্যান্ড থেকে সাহাচকগামী ওই অটোটিতে ১০ জন যাত্রী ছিলেন। খরিদার কাছে অটোটি নিয়ন্ত্রণ হারায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.