গণহত্যায় নিহতের সংখ্যা ১৩
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
৩১ জানুয়ারি |
নিখোঁজ ৭ জনের মধ্যে ৩ জনের মৃতদেহ জঙ্গল থেকে উদ্ধারের পর অসম-অরুণাচল সীমাবর্তী বিহালিতে নিহতর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। ২৯ জানুয়ারি বিকেল থেকে সন্ধ্যা অবধি, অরুণাচলের দিক থেকে আসা হানাদাররা বিহালির চাউলধোয়া গ্রাম লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। জখম হয়ে হাসপাতালে ভর্তি ১৫ জন। নিখোঁজ ছিলেন ৭ গ্রামবাসী। আজ সকালে বিহালি বনাঞ্চলের ডিকাল এলাকার হাতিডিপোতে তাঁদের তিনজনের দেহ খুঁজে পেয়ে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। এ দিকে, জখম অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ১২ জন আহত ব্যক্তির রক্তের প্রয়োজন। হাসপাতালের তরফে রক্ত চেয়ে গনমাধ্যমে আবেদন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ইতিমধ্যেই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। পাশাপাশি, আজ অরুণাচলের ‘আগ্রাসন’-এর প্রতিবাদে চারিদুয়ারে অর্থনৈতিক অবরোধ শুরু হয়। গত কাল থেকে জনাই, বরগং-এ অবরোধ চলছে। ফলে ইটানগর-সহ অরুণাচলের বিভিন্ন অংশে কালোবাজারি শুরু হয়ে গিয়েছে।
|
মানসের বিশেষ ঘেরাটোপে থেকে নতুন পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে চার বছরের গন্ডার শাবক, হরি আর গোপাল। ২০০৯ সালের ১৩ মার্চ ও ২১ অগস্ট কাজিরাঙার বারুন্তিকা ও হালধিবাড়ি থেকে এই দু’জনকে উদ্ধার করা হয়। মানুষের হাতে বছর চারেক পালিত হওয়ার পরে ৪ দিন আগে হরি আর গোপালকে মানসে নিয়ে আসেন দুই পশু চিকিৎসক, অঞ্জন তালুকদার ও অভিজিৎ ভাওয়াল। নতুন পরিবেশে ধাতস্থ হওয়ার পর তাদের পুরোপুরি অরণ্যে ছাড়া হবে। ২০০৬ সাল থেকেই উদ্ধার হওয়া গন্ডারদের লালনের পরে ফের অরণ্যে ছাড়ার প্রকল্প হাতে নিয়েছে ডব্লিউটিআই ও ইফাও। সেই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই মানসে ৫টি স্ত্রী ও ১টি পুরুষ গন্ডার পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনটি স্ত্রী গন্ডার নতুন বসতির সঙ্গে মানিয়ে নিয়ে বাচ্চার জন্মও দিয়েছে। তবে পুরুষ গন্ডারটির মৃত্যু হয়।
|
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড চিড়িয়াখানার কর্মীদের মন খারাপ। দীর্ঘ আশি বছরের বাসিন্দা ফ্লেমিংগোটি মারা গিয়েছে শুক্রবার। পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ ফ্লেমিংগো হিসেবে বেশ নামডাক ছিল গ্রেটারের। তা ছাড়া অস্ট্রেলিয়ায় নিজের প্রজাতিরও শেষ চিহ্নও ছিল সে। মাত্র তিন বছর বয়সে ১৯৩৩ সালে সে পা রেখেছিল ওই চিড়িয়াখানায়। তার প্রজাতির নামেই নাম রাখা হয়েছিল ‘গ্রেটার’। বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েছিল বেশ কিছু দিন। বৃহস্পতিবার জটিলতা বাড়ে। ওষুধের সাহায্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। সে ঘুম আর ভাঙল না। গ্রেটারের চলে যাওয়ায় চিড়িয়াখানায় একা হয়ে গেল ‘চিলি’। গ্রেটারের দীর্ঘদিনের বন্ধু, চিলির ফ্লেমিংগো। তারও বয়স হয়েছে ৬০। এই ধাক্কাটা কী ভাবে নেবে চিলি, তা নিয়ে দুশ্চিন্তায় চিড়িয়াখানার চিকিৎসকরা। |