রাস্তার মান ঠিক রাখতে পূর্তদফতরের কর্মীরা গাড়ি নিয়ে যেতে নিষেধ করায়, তাঁদের সঙ্গে মারপিটে জড়ানোর অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে অযোধ্যা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন রাস্তা নির্মাণের কাজ চলছিল জাঙ্গিপাড়া পঞ্চায়েতের অযোধ্যা অঞ্চলে। পূর্ত দফতর সেই নির্মাণের কাজ করছিল। এ দিন বিকেল ৫টা নাগাদ জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ মহিউদ্দিন ওরফে বুধো গাড়ি নিয়ে ওই পথে এসে পড়েন। সদ্য তৈরি হওয়া রাস্তার উপর দিয়ে গাড়ি নিয়ে না যাওয়ার জন্য সভাপতিকে অনুরোধ করেন নির্মাণকর্মীরা।
অভিযোগ, তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সভাপতি ও তাঁর দলবল। নির্মাণকর্মীদের অল্পবিস্তর মারধর করেন তাঁরা। নির্মাণকর্মীরা মার খাচ্ছেন দেখে তাঁদের অন্যান্য কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পাল্টা ধাক্কাধাক্কিও করা হয় তাঁদের। তখনও সভাপতির পরিচয় জানতেন না নির্মাণকর্মীরা। তখনকার মতো সভাপতির দলবল সেখান থেকে চলে যান। ঘটনার কথা রটতেই আরও বেশ কিছু তৃণমূল কর্মী জড়ো হয়ে ওই নির্মাণকর্মীদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। মারধরে জখম হন তিন নির্মাণকর্মী।
পঞ্চায়েত সমিতির সভাপতি অবশ্য এই ঘটনার নেপথ্যে চক্রান্ত দেখছেন। তিনি বলেন, “আমার উপরে একটা চক্রান্ত করেই হামলা করা হয়েছে। যারা হামলা চালায়, তারা সকলেই মদ্যপ ছিল। আমার উপর হামলার খবর পেয়ে কিছু লোক উত্তেজিত হয়ে পূর্তদফতরের কর্মীদের মারধর করেছে।”
শ্রীরামপুরের এসডিপিও রাজনাথ মুখোপাধ্যায় বলেন, “দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। আমরা ঘটনাটির তদন্ত করে দেখছি।” এই বিষয়ে তৃণমূলের কার্যকরী সভাপতি দিলীপ যাদবের বক্তব্য, “জাঙ্গিপাড়ায় একটা মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে দলীয়স্তরে খোঁজখবর নেওয়া হচ্ছে।” |