উৎসবে ডাক না পেয়ে ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দশম ডুয়ার্স উৎসব আমন্ত্রণ জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন পর্যটন ব্যবসায়ীরা। আজ উৎসবের উদ্বোধন। শুক্রবার পর্যন্ত চিলাপাতা, জলদাপাড়া, জয়ন্তীর পর্যটন ব্যবসায়ীরা আমন্ত্রণ পাননি। যদিও ডুয়ার্স উৎসব কমিটির সাধারাণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, “হয়তো কমিটি কিছু পর্যটন ব্যবসায়ীকে আমন্ত্রণ জানাতে পারেনি। দ্রুত তাদের কাছে যাতে তা পৌঁছয় তার ব্যবস্থা করছি।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, বনমন্ত্রী বিনয় বর্মন, পূতর্মন্ত্রী শংকর চক্রবর্তী উৎসবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সেন্ট্রাল ডুয়ার্সের সম্পাদক জলাপাড়ার পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা অভিযোগ করে বলেন, “পর্যটনের প্রসারের উদ্যোগের বদলে বিনোদন অনুষ্ঠানেই উৎসব সীমাবন্ধ। উৎসব কমিটি পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন না।” ইর্স্টান ডুয়ার্স রিসর্ট ওর্নাস অ্যাসোসিয়েশন কার্যকরী সভাপতি পার্থসারথি রায় বলেন, “আমাদের সঙ্গে কমিটি যোগাযোগের দরকার মনে করেনি।” শুক্রবার উৎসব প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “মেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।”
|
শিল্পোদ্যোগী তৈরির আতুঁড়ঘর গড়বে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্প করুন। বাংলা গড়ুন। এই স্লোগান কার্যকর করতে এ বার জেলা স্তরে শিল্পোদ্যোগী তৈরির জন্য কর্পোরেট মহলের হাত ধরছে রাজ্য সরকার। শিল্পোদ্যোগীদের আন্তর্জাতিক সংগঠন টাই-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এ বিষয়ে রোডম্যাপ তৈরি করছে রাজ্য। জেলায় জেলায় ‘ইনকিউবেশন সেন্টার’ গড়ে তুলতে ডিসট্রিক্ট ইনডাস্ট্রিয়াল সেন্টার-এর পরিকাঠামো ব্যবহার করা হবে। শুক্রবার আন্তর্জাতিক স্তরের সম্মেলন টাইকন ২০১৪ উদ্বোধন করেন অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। এই মঞ্চ থেকে তিনি বিনিয়োগের পাশাপাশি রাজ্য জুড়ে শিল্পোদ্যোগী তৈরি করতে শিল্পমহলকে আহ্বান করেন। শুধু ছকে বাঁধা চাকরি নয়। ব্যবসা করে আরও দশ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করার পক্ষে সওয়াল করেন তিনি। ভবিষ্যৎ শিল্পোদ্যোগীদের জন্য তাঁর বার্তা - “স্বপ্ন দেখুন।” আর এই স্বপ্ন বাস্তবায়িত করতে রাজ্য সরকারের দিক থেকেও নতুন ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, “মাঝারি ও ক্ষুদ্র শিল্প দফতর এ বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। এই দফতরের ৬০০ আধিকারিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এ প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জেলায় জেলায় শিল্পোদ্যোগীদের সাহায্য করবেন তাঁরা।
|
আগের মাসের তুলনায় সামান্য বাড়লেও পরিকাঠামোয় বৃদ্ধি সেই তলানিতে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
৩১ জানুয়ারি |
গত ডিসেম্বরে দেশের পরিকাঠামো শিল্পের বৃদ্ধি দাঁড়িয়েছে ২.১%। আগের বছরের একই সময়ের ৭.৫ শতাংশের তুলনায় যা অনেকটাই কম। যদিও গত অক্টোবর (-০.৬%) ও নভেম্বরের (১.৭%) থেকে কিছুটা ভাল। শুক্রবার সরকারি পরিসংখ্যান জানিয়েছে, ডিসেম্বর এই শিল্পের মোট ৮টি ক্ষেত্রের মধ্যে কয়লা (-০.৬%), পেট্রোপণ্য (-১.৭%) ও প্রাকৃতিক গ্যাস (-৯.৯%), তিনটিরই উৎপাদন সরাসরি কমেছে। যা টেনে নামিয়েছে পরিকাঠামোর বৃদ্ধিকে। শিল্প বৃদ্ধির পরিসংখ্যানে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দিকে, এই দিনই কেন্দ্র ২০১২-’১৩ অর্থবর্ষের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) সংশোধন করেছে। আগের ৫% থেকে কমিয়ে তা করা হয়েছে ৪.৫%।
|
ইন্ডিগোর নয়া উড়ান
সংবাদ সংস্থা • কলকাতা
৩১ জানুয়ারি |
শনিবার থেকে ছ’টি নয়া উড়ান চালু করছে ইন্ডিগো। যার মধ্যে আছে, দিল্লি-বাগডোগরা, কলকাতা-বাগডোগরা, সরাসরি চেন্নাই -কলকাতা এবং কলকাতা হয়ে চেন্নাই -বাগডোগরা রুটও। অন্য দিকে, যাত্রী টানতে শুক্রবার ফের এক দফা ভাড়া কমাল বিভিন্ন বিমান সংস্থা। এ দিন স্পাইস জেট ভাড়ায় ফের ছাড় ঘোষণার পর লড়াইয়ে সামিল হয়েছে জেট এয়ার, ইন্ডিগো, গো-এয়ার, জেট কানেক্টের মতো সংস্থা।
|
ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ)। ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের বেতন সংশোধন চূড়ান্ত করতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ-র দেরি করার অভিযোগেই এই ডাক ইউনিয়নগুলির। এআইবিইএ সভাপতি রাজেন নাগর বলেন, “গত বার কর্মীদের ১৭.৫% বেতন বেড়েছিল। এ বার আইবিএ প্রস্তাব দিয়েছে ১০% বাড়ানোর। এটা মানা অসম্ভব। এর প্রতিবাদ জানাতেই ধর্মঘট।” ওই ধর্মঘট হলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ, ৯ ফেব্রুয়ারি রবিবার।
|
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক— অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিট মুনাফা কমেছে ৪২ শতাংশেরও বেশি। হয়েছে ৭৫৫ কোটি টাকা। মূলত অনাদায়ী ঋণ বাড়ার জেরেই তাদের মুনাফা কমেছে বলে জানিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। যদিও তাদের মোট আয় ১১,৪৯৯ কোটি থেকে বেড়ে হয়েছে ১১,৯২২ কোটি টাকা।
ইউনিয়ন ব্যাঙ্ক— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে ইউনিয়ন ব্যাঙ্কের নিট মুনাফা ১৫.৩৯% বেড়ে হয়েছে ৩৪৮.৯৪ কোটি টাকা। মোট আয়ও ৬,৯৫৯.৩৭ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮,২৩০.১৭ কোটি টাকায়।
ইন্ডিয়ান ব্যাঙ্ক— তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কটির নিট মুনাফা কমেছে প্রায় ২০%। দাঁড়িয়েছে ২৬৪.৫০ কোটি টাকায়। বিশ্ব জুড়ে ব্যাঙ্কের ব্যবসা পৌঁছেছে ২.৭০ লক্ষ কোটি টাকায়। যা গত বছরের তুলনায় ১৪.৮% বেশি।
কানাড়া ব্যাঙ্ক— চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা ৪২.৩৯% কমে হয়েছে ৪০৯.৩৫ কোটি টাকা। অন্য দিকে, মোট আয় অবশ্য ৯,৩৯০.২৯ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০,৯৩৫ কোটিতে। |