টুকরো খবর
সালিশি সভা নিয়ে আলোচনা
সালিশি সভার প্রাসঙ্গিকতা নিয়ে আজ শনিবার একটি আলোচনাসভা হবে বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ে। উদ্যোক্তা বোলপুর-শান্তিনিকেতন এলাকার বাকজুলু ও উমুল নামে দু’টি সাঁওতালি সাহিত্য পত্রিকা। বোলপুর মহকুমার প্রায় ২৫টি আদিবাসী গ্রামের প্রতিনিধি, বোলপুর-শান্তিনিকেতন এলাকার আদিবাসী সম্প্রদায়ের সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা যোগ দিচ্ছেন। উদ্যোক্তাদের পক্ষে শিক্ষক শিবু সরেন জানান, ৩টে নাগাদ আলোচনাসভা শুরু হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্বভারতীর সাঁওতালি বিভাগের প্রধান ধনেশ্বর মাঝি।

অনির্দিষ্টকাল বাস বন্ধের ডাক রামপুরহাটে
পরিষেবা কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। অথচ বাসস্ট্যান্ডের পরিকাঠামোর উন্নয়ন না করা হয়নি। এই অভিযোগ তুলে আজ, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিল জেলা বাস মালিক সমিতির রামপুরহাট শাখা। সংগঠনের সহ-সম্পাদক ইয়ার সেলিম বসেন, “আজ থেকে রামপুরহাটে বাস প্রতি দৈনিক ১০ টাকা এবং বাসস্ট্যান্ডে যে দোকানপত্র রয়েছে, সেগুলি থেকে ৫ টাকা করে কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে রামপুরহাট পুরসভা। আমরা তার বিরোধীতা করছি। কারণ, বার বার বলা হলেও পুরসভা বাসস্ট্যান্ডের পরিকাঠামোর উন্নতি করেনি। অথচ কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, আলোচনা না করে কর আদায়ের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আজ থেকে রামপুরহাট শাখার ২২টি রুটে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।” উপপুরপ্রধান অনিন্দ্যকুমার সাহা বলেন, “অভিযোগ ঠিক নয়। পরিকাঠামোর উন্নতি হয়েছে। তাই পরিষেবা কর হিসেবে আমরা টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে তা চালু করব।” মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো যেতে পারে। এ ভাবে পরিষেবা বন্ধ করা ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখছি।”

বোলপুরে অবরোধ
অভিযুক্তকে ধরতে গিয়ে তাঁর স্ত্রী এবং বৃদ্ধা মাকে হেনস্থা করার অভিযোগ উঠল বোলপুরের এক এএসআই-এর বিরুদ্ধে। অবিলম্বে ওই পুলিশকর্মীর বদলির দাবিতে বোলপুর-নতুনহাট রাস্তা শুক্রবার সকালে অবরোধ করেন বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মামলায় অভিযুক্ত বোলপুরের সনসত এলাকার আস্থানাপাড়ার বসিন্দা শেখ সাহাদাদকে বৃহস্পতিবার রাতে ধরতে যায় এএসআই মানব চক্রবর্তী। অভিযোগ, সাহাদাদকে গ্রেফতার করার কারণ জানতে চাওয়ায় তাঁর স্ত্রী এবং বৃদ্ধা মাকে হেনস্থা করা হয়েছে। সাহাদাদের মা বুড়ি বিবির অভিযোগ, “বড় ছেলের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে জানতে চাওয়ায় আমাকে এবং বড় বউমাকে ঠেলে ফেলে দেন মদ্যপ পুলিশ মানব চক্রবর্তী। প্রতিবাদ করায় গালিগালাজ ও হেনস্থা করেন। বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন এবং চাল, ডালে কেরোসিন তেল ঢেলে দিয়েছেন। সকালে পঞ্চায়েতে বিষয়টি জানিয়েছি।” ওই বৃদ্ধার ছোট ছেলে সিঙ্গি পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাহির শেখ বলেন, “কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে, পুলিশ তাঁকে গ্রেফতার করুক। বাড়ির লোকেদের হেনস্থা করা হবে কেন? ” এএসআই মানব চক্রবর্তী অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রয়েছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে মারধর বা ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন।”

সাঁইথিয়ায় নতুন পুরপ্রধান
পুরপ্রধান হিসেবে শপথ নিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব দত্ত। শুক্রবার দুপুর ২টো নাগাদ বিপ্লববাবুকে শপথ বাক্য পাঠ করান সাঁইথিয়ার ব্লক উন্নয়ন আধিকারিক জাহিদ সাহুদ। উপপুরপ্রধান হিসেবে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু রায়কে শপথ পাঠ করান পুরপ্রধান বিপ্লববাবু। অনুষ্ঠানের পরে পুরপ্রধানকে এলাকার বহু মানুষ ও কাউন্সিলরদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বিপ্লববাবু বলেন, “শহরের উন্নয়নের স্বার্থে দল, মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। সাঁইথিয়া রেল সেতু সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের। এই বিষয়ে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে প্রস্তাবের কথা জানিয়েছি। আশা করি সমস্যা সমাধান হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন পুরপ্রধান বীরেন্দ্র পারখ, উপপুরপ্রধান অনিতা সরকার-সহ দলের সব কাউন্সিলর।

প্রয়াত প্রবীণা
মারা গেলেন সিউড়ির প্রবীণা তাহেরুন্নেসা বিবি। বয়স হয়েছিল ১০৫ বছর। তাঁর বাড়ি সিউড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের সোনাতোড় পাড়ায়। তাঁর এক ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছেলে ও বড় মেয়ে ইতিমধ্যেই মারা গিয়েছেন। পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াসিন আখতার বলেন, “বৃহস্পতিবার বিকেলে উনি মারা গিয়েছেন।” তাঁর দাবি, “সিউড়ির ভোটার তালিকা অনুযায়ী তাহেরুন্নেসা বিবি ছিলেন শহরের সবচেয়ে প্রবীণ বাসিন্দা।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.