এক টিকিট ভাঙিয়ে ৩০০ ভোজ
সংবাদ সংস্থা • বেজিং
৩১ জানুয়ারি |
একটা প্রথম শ্রেণির টিকিট। আর সেটা ভাঙিয়েই ভিআইপি লাউঞ্জে তিনশো দিন পেট পুরে খাওয়াদাওয়া করলেন এক চিনা। মালয়েশিয়ার এক সংবাদপত্রে প্রকাশিত খবর, ইস্টার্ন চায়না এয়ারলাইন্সের একটি ‘ফুল্লি রিফান্ডেবে্ল’ বা সম্পূর্ণ ফেরতযোগ্য প্রথম শ্রেণির টিকিট কেটেছিলেন চিনের শানঝি প্রদেশের এক বাসিন্দা। উড়ান সংস্থার নিয়ম, যাত্রার আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিনামূল্যে খেতে পারবেন প্রথম শ্রেণির প্রতিটি যাত্রী। ওই ব্যক্তি প্রতিদিন শানঝির ঝিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যেতেন, টিকিটটি দেখিয়ে বিনাপয়সায় খানাপিনা সারতেন। কিন্তু তারপর বিমানে না উঠে সোজা চলে যেতেন সংস্থার কাউন্টারে। আর যাত্রার তারিখ পাল্টে তার পরের দিন করে নিতেন। এ রকম ভাবে এক বছর চলার পরে টনক নড়ে উড়ান সংস্থার। দেখা যায়, ৩০০ দিন টিকিটের তারিখ পাল্টানো হয়েছে। তার সঙ্গে অবশ্যই পেটে পোরা হয়েছে তিনশোটি বিনা পয়সার ভোজ। কিন্তু লোকটি তো কোনও আইন ভাঙেননি। শুধু ওই বিশেষ টিকিটটি দেখিয়ে বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেয় উড়ান সংস্থাটি। ওই ব্যক্তি তখন টিকিটটি বাতিল করে পুরো টাকা ফেরত নিয়ে নেন। বুদ্ধি করে সম্পূর্ণ ফেরতযোগ্য টিকিট কেটেছিলেন যে!
|
খাইয়ে বিপাকে
সংবাদ সংস্থা • ওসাকা
৩১ জানুয়ারি |
জোর করে খাওয়ানোয় চাকরি গেল জাপানের এক পুলিশের। ওসাকার ওই পুলিশ ৪ অধস্তন কর্মীকে ১৫টি হ্যামবার্গার, ১৫টি ডোনাট, চার কাপ নুডলস এবং পরে আবার ৪ লিটার দুধ খাইয়ে ছিলেন।
|
মাইক্রোসফ্টের সিইও হতে পারেন ভারতীয় |
মাইক্রোসফ্টের নতুন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেল্লা। গত পাঁচ মাস ধরে সংস্থার নয়া সিইও-র সন্ধান চলছে। এই দৌড়ে বহু দিনই নাম উঠেছে তাঁর। ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে, খুব শীঘ্র নাম ঘোষণা করা হবে নাদেল্লার। হায়দরাবাদের ছেলে নাদেল্লা ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর উইসকনসিনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। স্নাতকোত্তর করেন শিকাগো বিশ্ববিদ্যালয়েও। মাইক্রোসফ্টে যোগ দেন ১৯৯২ সালে। বর্তমানে তিনি মাইক্রোসফ্টের ক্লাউড কম্পিউটিং সংস্থার কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট। শোনা যাচ্ছে, এই রদবদলে মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম বিল গেটস সরে দাঁড়াবেন চেয়ারম্যানের পদ থেকে। নয়া চেয়ারম্যান হবেন জন টমসন। আর সিইও নাদেল্লা। |
মাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। কুন্তল পটেল নামের ওই মহিলা পূর্ব লন্ডনের বাসিন্দা। চাকরি করেন একটি ব্যাঙ্কে। অভিযোগ মায়ের পানীয়ের মধ্যে বিষ ঢেলে দিয়েছিলেন তিনি। সেই বিষাক্ত পানীয় খেয়েও অবশ্য বেঁচে গিয়েছিলেন কুন্তলের মা। তবে অভিযুক্তের হদিস পাওয়া কিন্তু সহজ ছিল না মোটেই। কারণ বিষের প্যাকেট আনানোর সময় পার্সেলে নিজের বাড়ির ঠিকানা দেননি কুন্তল পটেল। বরং লেখা ছিল দক্ষিণ লন্ডনে তাঁর বান্ধবীর নাম। যে সময় প্যাকেটটি আসে তখন বাড়িতে ছিলেন না ওই বন্ধু। তাঁর প্রতিবেশী প্যাকেটটি নিজের জিম্মায় রাখেন। বিষ রাখার অপরাধে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি আবার এক ব্রিটিশ কূটনীতিকের ছেলে। তাঁর থেকে জানতে পেরে শেষমেশ খোঁজ মেলে কুন্তলের। খুনের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে কুন্তলের বিরুদ্ধে। তিনি কেন এ কাজ করেছেন তা জানা যায়নি।
|
সম্প্রতি সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সে ‘প্রবাসী বঙ্গীয় সমাজ’-এর উদ্যোগে
আয়োজিত
হয় বাৎসরিক
ক্রীড়া
প্রতিযোগিতা।
বাচ্চাদের দৌড়, কমলালেবু দৌড়,
বিস্কুট
দৌড়,
চামচ-গুলি
দৌড়, হিট দ্য উইকেট,
মেমরি গেম-এর
পাশাপাশি
ক্রিকেট ম্যাচও
হয়েছে ওই অনুষ্ঠানে।
পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় প্রতিযোগিতা। |