স্কুলে পুজোর চাঁদা নেওয়ার নালিশ কুলটিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাত্রদের কাছ থেকে সরস্বতী পুজোর চাঁদা নেওয়া হচ্ছে এই অভিযোগে শুক্রবার কুলটি উচ্চমাধ্যমিক স্কুলে বিক্ষোভ দেখাল কুলটি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি নিষেধ থাকা সত্ত্বেও ছাত্রদের কাছ থেকে সরস্বতী পুজোর চাঁদা নেওয়া হচ্ছে। যদিও চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।
টিএমসিপির ব্লক সভাপতি জ্যোতিন গুপ্তের অভিযোগ, “স্কুলের ছাত্রদের থেকে সরস্বতী পুজা উপলক্ষে জোর করে ২০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের নির্দেশ রয়েছে কোনও ভাবেই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না। তাই আমরা এ দিন বিক্ষোভ দেখিয়েছি।” যদিও অভিযোগ অস্বীকার করে ওই স্কুলের প্রধান শিক্ষক উত্তম রায় বলেন, “স্কুল এই চাঁদা নিচ্ছে না। পুজা কমিটির পক্ষ থেকে ছাত্রেরাই এই টাকা তুলছে।” কিন্তু স্কুলের নির্দেশ ছাড়া ছাত্ররা কি চাঁদা তুলতে পারে? এই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তমবাবু জানিয়েছেন, তাঁর কাছে এই বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ করে তা হলে এই বিষয়ে খোঁজ নেওয়া হবে। তবে একই সঙ্গে তাঁর দাবি, “সরস্বতী পুজা উপলক্ষে চাঁদা নেওয়া যাবে না সরকারের এ রকম কোনও নির্দেশের কথা আমার জানা নেই।” জেলার অতিরিক্ত স্কুল পরিদর্শক অজিত হাজরা জানান, একজন ছাত্রের কাছ থেকে বছরে ২৪০ টাকার বেশি নেওয়া যাবে না। ওই টাকাতেই সরস্বতী পুজো-সহ সব কাজ করতে হবে। অজিতবাবু বলেন, “কুলটি স্কুলে ঠিক কী হয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত খোঁজ নিয়ে দেখব।” |
কর ফাঁকির অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আড়াই কোটি টাকারও বেশি পরিষেবা কর না দেওয়ার অভিযোগে বিধাননগরের একটি সংস্থার এক অংশীদারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় শুল্ক দফতর (সেন্ট্রাল এক্সাইজ)। দুর্গাপুরের ডেপুটি কমিশনার হিতেশ গোদারা, দুই ইনস্পেক্টর এবং এক সুপারিন্টেন্ডেন্টের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ইসিএলের খনি খোঁড়ার কাজে যুক্ত বিধাননগরের ইস্পাত পল্লির একটি বেসরকারি সংস্থার ওই অংশীদার প্রায় ২ কোটি ৮৭ লক্ষ টাকা পরিষেবা কর দেননি। সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স কমিশনার বি.সি. দ্বিবেদী বলেন, “ওই ব্যক্তি নিজেই জানিয়েছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে পরিষেবা কর বাবদ তিনি ১ কোটি ৭৯ লক্ষ টাকা জমা দেবেন। কিন্তু তিনি তা করেননি। শুধু তাই নয়, তিনি যেহেতু ইসিএলের হয়ে আউটসোর্সিং করেন তাই ইসিএলের সার্ভিস ট্যাক্সও তাঁর জমা দেওয়ার কথা। সেই জন্য তিনি ১ কোটি ৮ লক্ষ টাকা তুলেছিলেন। কিন্তু তিনি সেটাও জমা না দিয়ে প্রতারণা করেছেন।” পরে ইসিএলের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা জানার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। |
বৃদ্ধ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুর্গাপুর বাজার এলাকার হাটতলা রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুনীল দে (৭৫)। এ দিন দুপুর ২টো নাগাদ নিজের বন্দুকের দুটি গুলি তাঁর গলায় লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। |