কুষ্ঠ বিরোধী দিবস পালন হল পশ্চিম মেদিনীপুরে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরে পদযাত্রা বেরোয়। পরে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বাসব বন্দ্যোপাধ্যায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা প্রমুখ।
|
এলাকার গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি অথবা মহকুমাস্তরে উন্নীত করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর কাছে এমনই প্রস্তাব রাখলেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। বৃহস্পতিবার দুপুরে সবংয়ের অনাথ বন্ধু অডিটোরিয়ামের সামনে প্রতিবন্ধীদের জন্য সরঞ্জাম বিলির এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সামনেই মানসবাবু বলেন, “আমাদের গ্রামীণ হাসপাতালের যে অবস্থা, তাতে অবিলম্বে এটিকে সুপার স্পেশালিটি বা স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা উচিত।” তিনি এরপর বলেন, “এর জন্য হাসপাতালের ১০ একর জমি রয়েছে। এর পরেও যদি জমি প্রয়োজন হয়, তা হলে বসত বাড়ি ছাড়া আমার আর যা জমি আছে তা আমি হাসপাতালকে দান করব।” যা শুনে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী প্রতিক্রিয়া, “রাজ্য থেকে কেন্দ্রের কাছে হাসপাতালের উন্নয়নের জন্য প্রস্তাব গেলে আমি সাধ্যমতো চেষ্টা করব।”
|
প্রবাসী বাঙালি চিকিৎসক কুণাল সাহার প্রাপ্য ক্ষতিপূরণের ১০ কোটি টাকা আড়াই মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য ঢাকুরিয়া আমরি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চিকিৎসার গাফিলতিতে কুণালবাবুর স্ত্রী অনুরাধা সাহার মৃত্যুর মামলায় গত ২৪ অক্টোবর আমরিকে ওই টাকা দিতে বলেছিল সর্বোচ্চ আদালত। এক বছর বাড়তি সময় চেয়ে আদালতে আবেদন করেন আমরি-কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয়। কোর্টের আদেশে আমরিকে এ দিনই ক্ষতিপূরণের এক কোটি ৬০ লক্ষ টাকা দিতে হয়েছে। বাকি ১০ কোটি টাকা আড়াই মাসের মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে মেটাতে হবে। |