টুকরো খবর |
কপ্টারের পরীক্ষামূলক উড়ান শহরে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বহরমপুর-কলকাতা কপ্টার পরিষেবা চালু হতে চলেছে। সেই মত বৃহস্পতিবার ‘ট্রায়াল ল্যান্ডিং’-এর জন্য বেহালা ফ্লাইং ক্লাব থেকে একটি কপ্টার দুপুর ১টা ৪০ নাগাদ বহরমপুর স্টেডিয়াম ময়দানে নামে। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সন্দীপ দত্ত বলেন, “কপ্টারটি কোনও বিপত্তি ছাড়াই ময়দানে নামে। কিন্তু স্টেডিয়াম ময়দানের ১০০ মিটারের মধ্যে বহুতল ভবন থাকায় কপ্টার সংস্থার তরফে ল্যান্ডিয়ের জায়গা দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য পরিবহণ দফতর চিঠি দিয়ে বিষয়টি জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে। ওই চিঠি পেলেই ল্যান্ডিং সমস্যা মেটানো সম্ভব হবে।” |
বহরমপুর স্টেডিয়াম ময়দানে গৌতম প্রামাণিকের তোলা ছবি। |
সন্দীপবাবু আরও বলেন, “ওই কপ্টারে ছ’জন আরোহী বসতে পারবেন। তবে কলকাতা থেকে বহরমপুরের ভাড়া এখনও নির্ধারণ হয়নি। ল্যান্ডিং সমস্যা মেটার পরেই সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হবে।”
|
বহরমপুরে বাস উল্টে জখম ২০
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বাস উল্টে জখম হয়েছেন ২০ জন। তার মধ্যে সাত জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াঘাট রেলগেটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরের ঘটনা। ফরাক্কা থেকে বহরমপুরে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কারাদণ্ডের নির্দেশ |
বিয়ের প্রতিশ্রুতি ও হাত ঘড়ির টোপ দিয়ে সহবাস করার অপরাধে বৃহস্পতিবার রফিউদ্দিন মিঁয়া নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। অনাদায়ে আরও দু’বছর কারাগারে কাটাতে হবে রফিউদ্দিনকে। বড়ঞার খোরজুনা পঞ্চায়েতের মহিশগ্রামের বাসিন্দারফিউদ্দিন পড়শি বছর পনেরোর এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি ও একটি হাত ঘড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে মাস ছয়েক ধরে সহবাস করে। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রফিউদ্দিন বিয়ে করতে অস্বীকার করে। এরপর ওই কিশোরীর মা ২০০৬ সালের ১ নভেম্বর ওই যুবকের বিরুদ্ধে বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই দিনই অভিযুক্তকে পাকড়াও করে। মাস তিনেক বিচারাধীন বন্দি থাকার পর জামিন মেলে রফিউদ্দিনের। কিন্তু নির্দিষ্ট দিনে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারপর থেকে সে জেলেই ছিল। এ দিন বিচারক দশ জনের সাক্ষ্যের ভিত্তিতে রফিউদ্দিনকে সাজা দেন। সাজাপ্রাপ্তের আইনজীবী সফিউর রহমান ও নুরুল হাসান বলেন, “রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।” অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী সালামুদ্দিন সিরাজ ও সুনীল চক্রবর্তীর বক্তব্য, “দেরিতে হলেও অভিযুক্ত সাজা পেয়েছে। এই রায়ে আমরা খুশি।”
|
নাগরিক পরিষেবা কেন্দ্র চালু করল নদিয়া জেলা প্রশাসন |
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের হয়রানি রুখতে জেলা প্রশাসনিক ভবনে ‘সমাধান’ নামে একটি নাগরিক পরিষেবা কেন্দ্র চালু করল নদিয়া জেলা প্রশাসন। প্রশাসনিক ভবনে ঢোকার মুখেই এই কেন্দ্রটি থেকে পাওয়া যাবে ভোটের সচিত্র পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, বন্দুকের লাইসেন্স, সিনেমা লাইসেন্স, সার্টিফায়েড কপি, জন্ম-মৃত্যু নিবন্ধকরণ, বিভিন্ন স্কলারশিপ-সহ প্রায় ৫২টি সরকারি পরিষেবা। এখান থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য জানতে ,প্রয়োজনীয় দরখাস্তের ফর্ম ও সেই সম্পর্কে সংশ্লিষ্ট পরামর্শের পাশাপাশি যে কোন অনুসন্ধানমূলক তথ্য পাওয়া যাবে। কারো দ্বারা প্রতারিত হলে, কোনও কাজ দীর্ঘসূত্রিতায় আটকে থাকলে এই দফতরে অভিযোগ করা যাবে। সেই অভিযোগের গুরুত্ব অনুযায়ী সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করবে ‘সমাধান’ নামের নতুন এই দফতর। এই দফতর পরিচালনার জন্য থাকবেন এক জন ম্যাজিষ্ট্রেট পর্যায়ের অফিসার ও ৫ জন কর্মী। থাকবে ন্যায্য মূল্যে জেরক্স, ফ্যাক্স ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ। জেলা শাসক পি বি সালিম বলেন, “আমরা চাইনা মানুষ আর কোনও ভাবে হয়রানির শিকার হন। দ্রুত মানুষের কাছে পরিষেবা দিতেই আমরা এই ব্যবস্থা করেছি।” এর পাশাপাশি ৯৮৩০২৫৪৩২৪ এই নম্বরে ফোন করেও অভিযোগ জানানো বা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানা যাবে বলেও জানান তিনি।
|
বাবা-মায়ের নামে মঞ্চ নির্মাণ স্কুলে |
বিদ্যালয়ে শ্রেণি কক্ষ রয়েছে। রয়েছে গ্রন্থাগার। পড়ুয়াদের দাবি ছিল একটি সাংস্কৃতিক মঞ্চের। বাবা মায়ের নামে মঞ্চ তৈরি করে সেই প্রয়োজন মেটালেন ছেলেরা। নদিয়ার চাকদহের বিষ্ণুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওই গ্রন্থাগারের নামকরণ হয়েছে নিবারণচন্দ্র ও শৈবলিনী স্মৃতি সাংস্কৃতিক মঞ্চ। বৃহস্পতিবার গ্রন্থাগারের দ্বারোদঘাটন করেন রাজ্যের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তরের নির্দেশক গৌরপ্রসাদ ঘোষ। ছিলেন বিধানসভার পরিষদীয় সচিব নীলিমা নাগ, চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার সহ বিশিষ্টরা। পাঁচ লক্ষ টাকা দান করে ওই স্কুলের প্রাক্তম ছাত্র রঞ্জিত্ দে সরকার বলেন, “আমার বাবা এ স্কুলের পরিচালন সমিতির সদস্য ছিলেন। বাবা-মায়ের স্মৃতির উদ্দেশে এটা আমার শ্রদ্ধার্ঘ।”
|
হীরক জয়ন্তী উত্সব |
নদিয়ার নাসরা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী পূর্তি উত্সব উপলক্ষে শনিবার বিদ্যালয়ের প্রাক্তনীরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। গত মঙ্গলবার পদযাত্রার মধ্য দিয়ে উত্সবের সূচনা হয়। রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রানাঘাটের মহকুমাশাসক সুপর্ণকুমার রায়চৌধুরী, বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, ফুটবলার কেষ্ট মিত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিত্ গোস্বামী। অভিজিত্বাবু বলেন, “পুতুল নাচ, লোকসঙ্গীত, সাঁওতালি নৃত্য, ছাত্রদের স্বাস্থ্য নিয়ে আলোচনা ইত্যাদি হয়েছে। প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক আনুষ্ঠান ও এভারেষ্ট বিজয়ী বসন্ত সিংহ রায়কে সংবর্ধনা জানানো হয়।”
|
অপহরণের নালিশ, গ্রেফতার |
এক মহিলাকে অপহরণের অভিযোগে শান্তনু সামন্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুরী থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই মহিলাকেও। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে নবদ্বীপ আদালতে হাজির করানো হলে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন নবদ্বীপের বুড়োশিবতলার ওই মহিলা। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ওই মহিলার শ্বশুরবাড়ির পাশেই ছিল শান্তনুবাবুর ওষুধের দোকান। সেই সূত্রেই তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল ওই মহিলার। মহিলার স্বামী বলেন, “পুরী থেকে আমার স্ত্রী ফোন করে বলেন, ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। ও ফিরতে চায়।” এরপরই পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করেন ওই মহিলার স্বামী।
|
আজ থেকে শুরু নদিয়া মহোৎসব |
আজ থেকে শুরু হচ্ছে প্রথম নদিয়া মহোৎসব। কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যলয়ের মাঠে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বাংলাদেশের বাউল শিল্পীদের পাশাপাশি এই মেলায় আসবেন কাশ্মীরের শিল্পীও। মেলার উদ্বোধন করবেন রাজ্যের পর্জটন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। উৎসবের বিভিন্ন দিনে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পীরা। জেলাশাসক পি বি সালিম বলেন, “নদিয়া জেলাকে সকলের সামনে তুলে ধরার জন্যই এই মহোৎসবের আয়োজন করা হয়েছে।”
|
গ্রেফতার শ্বশুর |
শ্বাসরোধ করে এক মহিলাকে খুনের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে নওদার তকিয়া গ্রামের এই ঘটনায় মৃতের নাম রকিয়া বিবি (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়শি তরুণীর সঙ্গে স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে প্রতিবাদ করেছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তার জেরেই স্বামী ও শ্বশুর মিলে শ্বাসরোধ করে খুন করে ওই মহিলাকে। পুলিশ জানিয়েছে ওই মহিলার স্বামী ও শাশুড়ি পলাতক।
|
শ্রম শিবির |
হাঁসখালির বিডিও অফিসের মাঠে তিন দিন শিবির করে অসংগঠিত ক্ষেত্রে তফশিলি জাতি ও উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘু শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হল। এই শিবিরের অয়োজন করেছিল শ্রম দফতর, অনগ্রসর কল্যাণ দফতর ও হাঁসখালি ব্লক প্রশাসন। এই শিবির থেকে ২৮ থেকে ৩০ জানুয়ারি এই তিন দিন প্রায় তিন হাজার শ্রমিকের নাম নথিভূক্ত করা হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু |
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার রাতে কৃষ্ণনগরের এই ঘটনায় মৃতের নাম সুভাষ দাস(৩১)। তিনি ভাতজাংলা পালপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জখম অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিষ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। |
|