টুকরো খবর
সময়সীমা বাড়ল দেশপ্রাণ মেলার
উপচে পড়া ভিড় দেখে দেশপ্রাণ মেলা সাত দিনের বদলে ন’দিনের করা হল। বুধবার রাতে শেষ দিনে মঞ্চে দাঁড়িয়ে মেলার দিন বাড়ানোর কথা ঘোষণা করেন কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের স্মৃতিতে গত ২৩ জানুয়ারি দেশপ্রাণ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। ছোট-বড় স্টল, নাগরদোলা, তেলেভাজা পাঁপড় থেকে মোগলাই খানার দোকানপাট বসেছে মেলায়। সঙ্গে রয়েছে সাস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। মেলা কমিটির সম্পাদক তথা দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা বলেন, “দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দেশপ্রাণ সঙ্ঘ ৫০ লক্ষ টাকার তহবিল গঠন করেছে।”

শহিদ দিবস
বৃহস্পতিবার ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মোহনদাস কর্মচন্দ গাঁধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহিদ দিবস পালন করা হল। দফতরের সভাঘরে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। সাঁওতালি ও বাংলা ভাষায় গান ও ভজন পরিবেশিত হয়। ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী। এ দিন ঝাড়গ্রাম কুষ্ঠ নিবারণ প্রকল্পের উদ্যোগে ‘বিশ্ব কুষ্ঠ বিরোধী দিবস’ পালিত হয়।

স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
কেশিয়াড়ির সুন্দরাড় হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হল বৃহস্পতিবার। বুধবার প্রতিযোগিতা শুরু হয়েছিল। সোম-মঙ্গল দু’দিন ধরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক পরমেশ্বর প্রামাণিক জানান, ৪ ফেব্রুয়ারি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানেই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের পুরস্কার দেওয়া হবে।

দিঘার হোটেলে দুষ্কৃতী হানা
হোটেলে মধুচক্র বসাতে বাধা দেওয়ায় দিঘার এক হোটেল মালিককে মারধর করল দুষ্কৃতীরা। হোটেলেও তাঁরা ভাঙচুর চালায়। বুধবার সন্ধ্যায় পুরনো দিঘার শুভশ্রী হোটেলের ঘটনা। আহত হোটেল মালিক রবীন্দ্রনাথ দে-কে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি ওই হোটেলে মোহনা থানার পুলিশ হানা দিয়ে মধুচক্রের আসর থেকে ৭ জন যুবক-যুবতীকে গ্রেফতার করেছিল। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা দিঘার বাসিন্দা। কাঁথির সিআই সমীর বসাক জানান, ওই ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের ধরার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.