খারাপ নিকাশি, দূষণের নালিশ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নালার জলে এলাকায় দূষণ ছড়াচ্ছে, এমন অভিযোগে বৃহস্পতিবার আসানসোলের কাল্লা মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন আসানসোল পুরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রায় ২০ মিনিট অবরোধ চলে। পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। অভিযোগ, এলাকার নালাগুলি ঠিক মতো পরিষ্কার করা হয় না। ফলে, নালার নোংরা জল রাস্তার উপরে এসে পড়ে। এলাকাবাসীর আরও অভিযোগ, পুর কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও লাভ হয়নি। পুরসভার তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
|
হাতির হানায় ক্ষতি বাড়ির |
দলমার প্রায় দেড়শোটি হাতি গত এক সপ্তাহের বেশি সময় ধরে তাণ্ডব চালাচ্ছে বেলিয়াতোড় ও সোনামুখী থানা এলাকার গ্রামগুলিতে। ফসলের ব্যাপত ক্ষতি করেছে হাতিরা। লোকালয়ে ঢুকেও হামলা চালাচ্ছে তারা। বুধবার বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুরে একটি গরুরগাড়ি, পাশের শালদহ গ্রামে একটি বাড়ির দরজা ভেঙে দিয়েছে। দু’তিন দিন আগে সোনামুখীর কামারডাঙা গ্রামে এক মহিলার মৃত্যু হয়েছে। সোনামুখীর বিডিও বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “হাতি তাড়ানো নিয়ে বন দফতরের সঙ্গে একটি বৈঠক হয়েছে। বুধবার থেকে তাড়ানোর কাজও চলছে। আশা করছি শীঘ্রই হাতিদের অন্যত্র পাঠিয়ে দেওয়া যাবে।”
|
এই ব্ল্যাক সফ্ট শেল কচ্ছপের ছবিটি তুলেছেন রাজীবাক্ষ রক্ষিত। |
অসমের উগ্রতারা মন্দিরের পুকুর থেকে চিড়িয়াখানায় ঠাঁই পেল দু’টি বিপন্ন প্রজাতির কচ্ছপ। গুয়াহাটির উজানবাজার এলাকার উগ্রতারা মন্দির থেকে একটি বিলুপ্তপ্রায় ‘ব্ল্যাক সফ্ট শেল’ ও একটি ‘পিকক সফ্ট শেল’ কচ্ছপকে জাল দিয়ে ধরে, সংরক্ষণের জন্য চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। ওই মন্দিরের পুকুরে সাতটি বিপন্ন প্রজাতির কচ্ছপ রয়েছে। কচ্ছপ নিয়ে কাজ করা পরিবেশবিদ জয়াদিত্য পুরকায়স্থ জানান, দীর্ঘ দিন ধরে ওই পুকুরে বসবাস করার ফলে কচ্ছপগুলির ব্যবহারিক, জৈবিক ও চারিত্রিক গঠনে পরিবর্তন হয়েছে। তাদের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হলে বাঁচবে না। তবে ওদের বাচ্চা হলে তাদের সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া সম্ভব। প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত কালো নরম খোলের কচ্ছপকে ফের মুক্ত প্রকৃতিতে পুনর্বাসন দেওয়ার উদ্যোগ নেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। তারা কামাখ্যা, উগ্রতারা, হয়গ্রীব-সহ অসমের ১৪টি মন্দিরের পুকুরে থাকা ১২ প্রজাতির কচ্ছপকে চিহ্নিত করেছে। এদের মধ্যে ১০টিই বিপন্ন তালিকাভুক্ত। উগ্রতারায় কচ্ছপ প্রজননের জন্য মন্দির কর্তৃপক্ষের সাহায্যে একটি স্বতন্ত্র প্রজনন স্থলও তৈরি করা হয়েছে। গত বছর কোচবিহারের বাণেশ্বর মন্দিরেও এই প্রজাতির কচ্ছপের জন্য প্রজনন ক্ষেত্র তৈরি করা হয়।
|
|
রাজকীয়...আথেন্সের চিড়িয়াখানায় সিংহছানা। বৃহস্পতিবার। ছবি: এপি।
|
|
মধুর খোঁজে। ডোমকেল বিশ্বজিৎ রাউতের তোলা ছবি। |
|