ধর্মতলা থেকে সরানো হবে বাস টার্মিনাস। বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হবে বাবুঘাট থেকেও। তার প্রস্তুতিও যে শুরু হয়ে গিয়েছে, বৃহস্পতিবার তা হাইকোর্টকে জানিয়ে দিল রাজ্য। তবে এর জন্য আদালতের কাছে তিন বছর সময় চেয়েছে রাজ্য। হাইকোর্ট তা মঞ্জুরও করেছে।
ধর্মতলা ও বাবুঘাট থেকে বাস টার্মিনাস সরানোর জন্য ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি হাই-পাওয়ার কমিটি গড়া হয়েছিল। কত দিনের মধ্যে এবং কী ভাবে টার্মিনাস সরানো হবে, তা জানিয়ে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলেছিল হাইকোর্ট। বৃহস্পতিবার সেই কমিটি বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে জানিয়েছে, বাস টার্মিনাস সরানোর জন্য পরিকল্পনা শুরু হয়েছে। কাজ পুরোপুরি শেষ হতে তিন বছর সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে প্রতি তিন মাস অন্তর কাজের অগ্রগতি নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে।
২০০২ সালে ভিক্টোরিয়ার দূষণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ২০০৭ সালে জাতীয় পরিবেশ ইঞ্জিনিয়ারিং গবেষণা কেন্দ্র (নিরি) রিপোর্ট দিয়ে জানায়, ভিক্টোরিয়ার দূষণ ঠেকাতে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানো প্রয়োজন। এর পর ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ধর্মতলা ও বাবুঘাট থেকে বাস টার্মিনাস সরানো কথা জানানো হয়। তার পরেই গত বছর এই হাই পাওয়ার কমিটি তৈরি হয়। |
সুভাষবাবু জানান, ধর্মতলাকে দূষণমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তবে বাস টার্মিনাস সরানো হলেও ধর্মতলা থেকে বাস মিলবে। কমিটি জানিয়েছে, বাসগুলি ধর্মতলা থেকে যাত্রী তুলবে ও নামাবে, দাঁড়িয়ে থাকবে না। বৃহস্পতিবার হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে কমিটি জানিয়েছে, ধর্মতলা থেকে বেশ কয়েকটি সরকারি বাসস্ট্যান্ড ইতিমধ্যেই সরানো হয়েছে। বেসরকারি বাসগুলি এখনও সরানো যায়নি। তবে ওই বাসের মালিকেরা সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কমিটি জানিয়েছে, ধর্মতলা চত্বর থেকে বাস টার্মিনাসগুলি শহরের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। এ জন্য জমি দেখার কাজও শুরু হয়েছে। উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাসগুলির জন্য নবান্নের কাছে একটি জায়গা দেখা হয়েছে। সল্টলেক সেক্টর ফাইভে ভূতল পরিবহণের বাসস্ট্যান্ডের পরিকল্পনা আছে। পরিবহণ উন্নয়ন নিগমের সঙ্গে হিডকো-র মউ স্বাক্ষর হয়েছে নিউ টাউনে বাস টার্মিনাস গড়া নিয়ে। বাবুঘাটের বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার ব্যাপারে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জমি নিয়ে কথা চলছে।
সুভাষবাবু এ দিন জানান, ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরাতে তিন বছর সময় লাগতে পারে। কিন্তু কার্জন পার্ক থেকে যাতে ইতিমধ্যেই বাস গুমটি সরানো হয়, সে ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করি। এই কাজ যাতে তাড়াতাড়ি হয়, তাই বিষয়টি প্রশাসনকে দেখতে বলেছে আদালত। পাশাপাশি, ময়দান এলাকায় বায়ু দূষণ নিয়েও আদালতে অভিযোগ জানান সুভাষবাবু। তাঁর অভিযোগ, ময়দান এলাকায় জঞ্জাল পোড়ানো ও কয়লার উনুনে রান্না করায় দূষণ ছড়াচ্ছে। এ বিষয়টিও আদালত প্রশাসনকে খতিয়ে দেখতে বলেছে বলে জানান তিনি। |