|
|
|
|
চিত্র সংবাদ |
মুম্বইয়ে মোনোরেল
|
রবিবার থেকেই মোনোরেল পরিষেবা চালু হতে চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। ভারতে এই প্রথম।
শনিবার এই পরিষেবার উদ্বোধন করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ। কিছু দিন আগেই মুম্বই
বিমানবন্দরে চালু করা হয়েছে নতুন একটি টার্মিনাল। লোকসভা নির্বাচনের আগে জনস্বার্থে
এই সব
পরিষেবা চালু করে রাজ্য সরকার নিজেদের ভিত মজবুত করতে চাইছে বলে ধারণা
অনেকের। ওয়াডালা থেকে চেম্বুর পর্যন্ত চলবে এই মোনোরেল। ছবি: এএফপি।
|
|
স্মরণে: মৃত্যু দিবসে গাঁধীজিকে শ্রদ্ধার্ঘ্য। ইলাহাবাদে। ছবি: পিটিআই।
|
|
‘বহিরাগত’ প্রার্থী সঞ্জয় সিংহের বিরুদ্ধে গত কাল থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে আসু।
আজও তাঁরা সনিয়া, সঞ্জয়, রাহুল, গগৈয়ের শবদেহ নিয়ে মিছিল বের করে। রাজ্যের বিভিন্ন জেলায়
চারজনের কুশপুতুল পোড়ানো হয়। গাছের ডালে ঝুলিয়ে রাখা হয় তাঁদের প্রতিমূর্তি। ‘বহিরাগত’
প্রার্থীদের অসম থেকে প্রার্থী হওয়া অসাংবিধানিক বলে দাবি করে, গৌহাটি হাইকোর্টে আজ
একটি
আবেদনও জমা পড়েছে। বৃহস্পতিবার গুয়াহাটির রাস্তায় আসুর প্রতিবাদ মিছিল। ছবি: উজ্জ্বল দেব। |
|
|
|
|
|