মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগে বুধবার এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। ধৃতের নাম নিরঞ্জন নস্কর। তিনি একটি কেন্দ্রীয় সংস্থার অফিসার। পুলিশ জানায়, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত একটি সংস্থার কর্মী ওই মহিলা বুধবার নিউ মার্কেট থানায় অভিযোগ করেন, নিরঞ্জন তাঁকে প্রায় এক বছর ধরে উত্ত্যক্ত করছে। বুধবারও নিরঞ্জন তাঁর পিছু নিয়ে মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দমদমগামী মেট্রোয় ওঠে। তার পরে চলন্ত মেট্রোতেই তাঁকে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ মহিলার। এসপ্ল্যানেড স্টেশনে নামার সময়ে ওই ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে বলেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ জানায়, এসপ্ল্যানেড স্টেশনে ওই মহিলার চিত্কার শুনে রেলপুলিশ এসে নিরঞ্জনকে গ্রেফতার করে।
|
আবার সোনা বাজেয়াপ্ত কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার ব্যাঙ্কক থেকে কলকাতায় আসেন এক যাত্রী। তাঁর ব্যাগে ছিল চারটি ছোট জিন্স-প্যান্ট। সেই প্যান্টের কোমরের ভিতরের দিকে সেলাই করে রাখা ছিল চারটি সোনার চেন। সব মিলিয়ে ওজন ৪০০ গ্রাম। ওই সোনা বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয় ওই যাত্রীকে। শুল্ক অফিসারেরা জানিয়েছেন, ওই যাত্রীর বাড়ি বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বাজারদর ১১ লক্ষ টাকার কিছু বেশি।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, ট্যাংরা থানার পেমেন্টাল গার্ডেন লেনে। মৃতের নাম প্রসূন দেওয়ান (৩৫)। পুলিশ জানায়, এ দিন দুপুরে ওই ব্যক্তিকে নিজের বাড়িতে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। |