দশ কিলোমিটার হেঁটে হাসপাতালে ডাক্তার |
পথঘাট ঢেকে গিয়েছে বরফের পুরু চাদরে। বড়সড় একটা পার্কিং লটের চেহারা নিয়েছে হাইওয়ে। একের পর এক গাড়ি ঠায় দাঁড়িয়ে। এ দিকে হাসপাতালে পৌঁছতেই হবে চিকিৎসক জেনকো রিনকিউ-কে। বার্মিংহামের ট্রিনিটি মেডিক্যাল সেন্টারের তিনিই একমাত্র ব্রেন সার্জেন। হাসপাতাল থেকে বারবার ফোন আসছে। ওই পরিস্থিতির মধ্যেও গাড়ি নিয়ে বেরোন জিনকো। কিন্তু ঘণ্টাখানেক প্রচেষ্টার পর টের পান, এ ভাবে অসম্ভব। শেষমেশ হাঁটা শুরু দেন তিনি। প্রায় ১০ কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছন। আর তার পর অস্ত্রোপচার সারেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, উনি ঠিক সময়ে না পৌঁছলে রোগীকে কিছুতেই বাঁচানো যেত না।
|
হাতে সময় আর মাত্র এক সপ্তাহ। তার মধ্যেই মজুত থাকা সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করার কথা সিরিয়া সরকারের। কিন্তু সূত্রের খবর, এখনও পযর্ন্ত পাঁচ শতাংশেরও কম অস্ত্র নষ্ট করতে করে উঠতে পেরেছে সিরিয়া। অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স-এর (ওপিসিডব্লিউ) একটি সূত্র জানাচ্ছে, চলতি মাসেই সিরিয়ার লাটাকিয়া বন্দর থেকে দু’টি জাহাজ প্রায় ১৩০০ টন রাসায়নিক অস্ত্র নিয়ে গভীর সমুদ্রের দিকে রওনা দিয়েছিল। কিন্তু সিরিয়ায় মজুত অস্ত্রের নিরিখে ১৩০০ টনও যথেষ্ট নয় বলে আন্তর্জাতিক মহলের মত।
|
ফের পর পর চারটি বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। সেই বিস্ফোরণ ও জঙ্গির গুলিতে প্রাণ হারালেন অন্তত ১৯ জন। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইরাকের উত্তর শুলা জেলায় দু’টি বোমা বিস্ফোরণ হয়। তাতে নিহত হন সাত জন। তার পর নতুন বাগদাদে একটি গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান পাঁচ জন। ক্যাম্প সারহা এলাকার বিস্ফোরণে নিহত হন চার জন। অন্য দিকে, বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও তিন জন। এখনও পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে পুলিশের অনুমান, বিস্ফোরণে হাত রয়েছে আল কায়দার।
|
রেনেসাঁসের সময়কার প্রার্থনার একটি বই নিলামে ১ কোটি ৩৬ লক্ষ ডলারে বিক্রি হল। ক্রিস্টির নিলাম সংস্থা জানিয়েছে, বুধবারের নিলামে বইটি কিনেছেন এক ব্যক্তিগত সংগ্রাহক। |