|
|
|
|
ক্লাবের বিরুদ্ধে টাকা না দেওয়ার নালিশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সরকারকে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ উঠল এক ক্লাবের বিরুদ্ধে। বর্ধমানের নতুন পল্লির বাসিন্দা তারক দাস শহরের আফতাব ক্লাবের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন। তাঁর দাবি, সরকারি পরিকাঠামো ব্যবহার করে হাজার হাজার টাকা আয় করলেও সরকারকে টাকা দেন না ওই ক্লাবের পরিচালকেরা। এছাড়া ওই ক্লাবের গোপীচন্দ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে মধুচক্র চালানো হয় বলেও তাঁর দাবি।
ব্যাডমিন্টনের প্রসার ঘটাতে প্রাক্তন জেলাশাসক সুব্রত গুপ্ত আফতাব ক্লাবে ব্যাডমিন্টন খেলা চালু করেন। একসময় বর্ধমানের প্রচুর ছেলেমেয়ে ওখানে ব্যাডমিন্টন শিখত। পরে বেনিয়মের অভিযোগ পেয়ে তৎকালীন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা ওই অ্যাকাডেমি বন্ধ করিয়ে দেন। পরে অ্যাকাডেমির দায়িত্ব নেয় বর্ধমান কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব। কিন্তু ওই ক্লাবের এক কর্মকর্তার বিরুদ্ধেই সরকারি পরিকাঠামো ব্যবহার করে টাকা তোলা ও সরকারকে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে।
তারকবাবুর অভিযোগ, ওই অ্যাকাডেমিতে সপ্তাহে তিনদিন প্রায় ৬০ বালক-বালিকা দু’ঘন্টা করে প্রশিক্ষণ নেয়। অথচ তাদের কাছ থেকে পাওয়া টাকার পুরোটাই আশিস মুখোপাধ্যায় নিয়ে নিচ্ছেন। এমনকী অ্যাকাডেমিকে সামনে রেখে আশিসবাবু মধুচক্রের আসর বসাচ্ছেন বলেও তাঁর দাবি। আশিসবাবু অবশ্য বলেন, “দীর্ঘদিন নানা গোলমালে বন্ধ হয়ে ছিল ওই অ্যাকাডেমি। আমি সে সব সামলে তা ফের খুলি। আমাকে সরিয়ে ফের দূর্নীতি শুরু করতেই জেলাশাসকের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে।” জেলাশাসক সৌমিত্রমোহন বলেন, “ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেব। অভিযোগ সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা নেব।” |
|
|
|
|
|