দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি কলেজের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখল করল। জেলার গঙ্গারামপুর, হরিরামপুর এবং বুনিয়াদপুরে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিএমসিপি জিতেছে। বুধবার ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বালুরঘাট কো-এড কলেজ, বালুরঘাট গার্লস কলেজ এবং পতিরাম কলেজে নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ ভোট হয়। বিকালে গণনা শেষে দেখা যায়, ৩টি কলেজে ছাত্র সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছে টিএমসিপি। বামছাত্র মোর্চার হাত থেকে সবগুলি কলেজ দখলের সাফল্যে উচ্ছ্বসিত টিএমসিপির জেলা সভাপতি অতনু রায়। তিনি বলেন, “ব্যাপকহারে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে ভোটে সামিল হয়েছেন।”
পিএসইউয়ের জেলা সম্পাদক অনির্বান খাসনবিশ এবং এসএফআইয়ের জেলা সম্পাদক তাপস মন্ডল বলেন, “আমরা আগেই কলেজ ভোট থেকে সরে এসেছিলাম। ভোটের নামে প্রহসন হয়েছে।” দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বালুরঘাটের দুটি কলেজ এবং হরিরামপুর ও গঙ্গারামপুর কলেজ বাম ছাত্র মোর্চার দখলে ছিল। এবারেই প্রথম ভোট হল বুনিয়াদপুর এবং পতিরাম কলেজে। গঙ্গারামপুর মহকুমার তিনটি কলেজে বামছাত্র মোর্চা প্রার্থী দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় টিএমসিপি জিতে যায়।
এদিন পতিরাম কলেজের ১৮টি আসনে বাম ছাত্রমোর্চার প্রার্থীদের সঙ্গে লড়াই হয় টিএমসিপির। সবগুলি আসনে জিতেছে টিএমসিপি। বালুরঘাট গার্লস কলেজে ১৮টি আসনের মধ্যে বামছাত্র মোর্চা ১৫টি আসনে প্রার্থী দিয়ে পরে ৬টি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিন ৯টি আসনের জন্য ভোট হয়। সবগুলিতে জিতেছে টিএমসিপি। বালুরঘাট কো-এড কলেজে ৫৬টি আসনের মধ্যে ৫৫ টিতে ভোট হয়। ছাত্রপরিষদ ১৭ টি আসনে প্রার্থী দিয়েছিল। বামছাত্র মোর্চা কোনও আসনে প্রার্থী দেয়নি। দুটি আসনে জেতে ছাত্রপরিষদ। বাকি ৫৩টি আসনে জিতেছে টিএমসিপি। |