কর আদায় করতে গিয়ে বিক্রেতার হাতে মার খেলেন আয়কর বিভাগের এক আধিকারিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির প্রধাননগর থানার দার্জিলিং মোড় এলাকায়। জখম আধিকারিকের নাম প্রভাত প্রসাদ। তিনি শিলিগুড়ির সহকারী বাণিজ্য কর আধিকারিক। ডান হাতে গুরুতর আঘাত নিয়ে তাঁকে শিলিগুড়ির প্রধাননগর এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাঁকে মারধরে জড়িত থাকার অভিযোগ বিপ্লব সাহা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিলিগুড়ির পুলিশ কমিশনার জগ মোহন বলেন, “অভিযোগ হয়েছে। তা ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। তবে আগে থেকে আয়কর বিভাগের পক্ষ থেকে পুলিশকে জানিয়ে গেলে এমন ঘটনা ঘটত না।” বাণিজ্য কর বিভাগের যুগ্ম কমিশনার এইচ লেপচা বলেন, “আমি গোটা বিষয়টি জানিয়ে প্রধাননগর থানায় একটি অভিযোগ জানিয়েছি। পুলিশের উপরে আস্থা রাখছি।”
বাণিজ্য ও বিক্রয় কর বিভাগ থেকে জানানো হয়েছে, বাণিজ্য কর আধিকারিক শ্যামল রায়ের নেতৃত্বে তিনজন সহকারী বাণিজ্য কর আধিকারিক এদিন ওই দোকানে যায়। দোকানের কাঁচা রসিদের সঙ্গে বিক্রিত দ্রব্যের হিসাব মিলিয়ে দেখার সময় সুনীল প্রভাত প্রসাদ নামে ওই আধিকারিককে মারতে থাকে। প্রভাতবাবু মাটিতে পড়ে গেলে তাঁকে সুনীলের ছেলে বিপ্লব এসে লাঠি দিয়ে ফের মারে। শ্যামলবাবু বাধা দিতে গেলে তাঁকেও আটকে রাখা হয়। পরে বাকি দুজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
জখম প্রভাত প্রসাদের ভাই হরিশ প্রসাদের অভিযোগ, দাদা দার্জিলিং মোড়ে একটি হার্ডওয়ারের দোকানে কর সংক্রান্ত কাজে গিয়েছিলেন। সেখানে মারধরের ফলে দাদার ডান হাতে চিড় ধরেছে। বাঁ হাতেও আঘাত লেগেছে। তিনি বলেন, “আমি পুলিশ ও বিক্রয় কর বিভাগের যুগ্ম কমিশনারকে বিষয়টি জানিয়েছি।” মঙ্গলবার রাতেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সুনীলের চেলেকে। তাঁকেও খোঁজা হচ্ছে। |