টুকরো খবর
মদন তামাঙ্গ হত্যা, মামলায় জামিন খারিজ ১৩ জনের
মদন তামাঙ্গ হত্যা মামলায় অভিযুক্ত ১৩ জন গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টে সকলের জামিনের আবেদন নাকচ হয়ে গিয়েছে। অভিযুক্তরা সকলেই গত বছরের ১৭ জুন দার্জিলিং জেলা আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে মোর্চা নেতা তেনজিং কাম্পাচে, কেশর রাই, সোনা শেরপা রয়েছেন। অভিযুক্তদের আইনজীবী তরঙ্গ পণ্ডিত বলেন, “কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন নাকচ হয়েছে। যদিও, আদালতের নির্দেশের প্রতিলিপি এখনও হাতে আসেনি।” এ দিন যাদের জামিন নাকচ হয়েছে তাদের সকলের নামই মদন তামাঙ্গ হত্যা মামলায় সিআইডির পেশ করা চার্জশিটে উল্লেখ্য রয়েছে। ২০১০ সালের ২১ মে দার্জিলিঙের ক্লাবসাইডে প্রকাশ্যে অখিল ভারতীয় গোর্খা লিগের প্রধান মদন তামাঙ্গকে হত্যা করা হয় বলে অভিযোগ। সিআইডির চার্জশিটে হত্যা মামলায় ৩১ জনের নাম রয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্ত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মামলায় মূল অভিযুক্ত নিকল তামাঙ্গ এখনও পলাতক। মোর্চার সাদারণ সম্পাদক রোশন গিরি এ দিন বলেন, “আইন মেনেই সকলে চলবে। তবে অভিযুক্তরা এতদিন ধরে জেরে রয়েছেন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি ওঁরা জামিন পেতেই পারেন।

আজ ব্রিগেডে ৯ মোর্চা-নেতা
আজ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে বিমল গুরুঙ্গ সহ ৯ জন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা যোগ দেবেন। মোর্চা সূত্রে জানানো হয়েছে, জিটিএ সদস্য উদয় দেওয়ান, ফোবি রাই, দাওয়া লেপচা এবং প্রকাশ গুরুঙ্গও ওই প্রতিনিধি দলে রয়েছেন। মোর্চার সাধারণ সম্পাদক তথা বিধায়ক রোশন গিরি, তিলক দেওয়ান, হরকাবাহাদুর ছেত্রী এখন কলকাতায় রয়েছেন। তাঁরা সকলেই ওই প্রতিনিধি দলের সঙ্গে ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকবেন। মোর্চার সহ সম্পাদক জ্যোতি কুমার রাই এই প্রসঙ্গে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আমাদের দলের সভাপতি সহ অনান্য নেতারা ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন।” গত ২২ জানুয়ারি পাহাড়ে এসে মুখ্যমন্ত্রী বিমল গুরুঙ্গদের ব্রিগেড সমাবেশে থাকার আমন্ত্রণ জানান। মোর্চা সূত্রে জানানো হয়েছে, ব্রিগেড সমাবেশ থেকে ফিরে আসার পরে আগামী ৫ ফেব্রুয়ারি মোর্চার কেন্দ্রীয় কমিটি-সহ বিভিন্ন শাখা সংগঠনের বৈঠক রয়েছে। লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই ওই বৈঠক হবে বলে জানানো হয়েছে।

অনাস্থা প্রক্রিয়া আটকে গেল মাটিগাড়ার পঞ্চায়েতে
মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতের অনাস্থা প্রক্রিয়া আটকে গেল। বুধবার শিলিগুড়ির মহকুমা শাসকের কাছে কলকাতা হাইকোর্টের একটি স্থগিতাদেশ এসে পৌঁছেছে। তাতে আপাতত তৃণমূলের প্রিয়াঙ্কা বিশ্বাসকেই প্রধান হিসাবে রেখে কাজ চালাতে বলা হয়েছে নতুন প্রক্রিয়া চালু না-হওয়া পর্যন্ত। শিলিগুড়ির মহকুমা শাসক দীপাপ প্রিয়া বলেন, “আমি একটি নির্দেশের প্রতিলিপি পেয়েছি। তাতে ২৭ জানুয়ারি যে অনাস্থা ভোট হয়েছিল তা বৈধ নয় বলে জানানো হয়েছে। আপাতত আগের অবস্থাই বহাল থাকবে।” যদিও এ ব্যপারে মাটিগাড়ার নির্বাচিত পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, “আমি বিষয়টি শুনেছি। হাতে কোনও নির্দেশ পাইনি। তবে এটাই কাম্য ছিল।” কংগ্রেস ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দেন ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য নান্টু বিশ্বাস।

জওয়ানের শেষকৃত্য
ঝাড়খণ্ডের গিরিডি এলাকায় ল্যান্ড মাইন বিস্ফোরণে নিহত সিআরপিএফ জওয়ান বাদল রায়ের (২৩) শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল ময়নাগুড়ির আমগুড়ির চ্যাপ্টাডাঙার বাড়িতে। গত সোমবার ওই জওয়ান মারা যান। মঙ্গলবার রাতে তাঁর কফিন বন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছন সিআরপিএফ অফিসারেরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাতেই স্থানীয় শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়। সিআরপিএফের তরফে প্রভরঞ্জন কুমার জানান, বাদল রায় শিলিগুড়িতে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে ঝাড়খণ্ডে পাঠানো হয়।

হাটের হালে ক্ষোভ
আলিপুরদুয়ার ২ ব্লকের সলসলাবাড়ি হাটের দশায় ব্যবসায়ী ও বাসিন্দাদের ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা জানান, হাটে কার্যত কোনও পরিষেবাই নেই। পানীয় জলের ব্যবস্থা নেই। দশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সুলভ শৌচাগার এক বছর ধরে তালা বন্ধ। প্রতি শনিবার ও মঙ্গলবার হাটে পাইকারি সব্জি, ধান ও পাট বাজার বসে। এতে যানজটও হয়। সলসলাবাড়ি ব্যবসায়ী সমিতির কর্তা মানিক সাহা বলেন, “হাটের সংস্কার করা না হলে আন্দোলন হবে।”

ট্রেনের নীচে মৃত ২
ট্রেনের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যু হল। বুধবার দুপুরে নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন বাগজান সেতুতে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম নেপাল চন্দ (৬০) এবং গৌর মজুমদার (৬২)। দুজনই ময়নাগুড়ির বাগজান গ্রামের বাসিন্দা। এদিন তাঁরা ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বার হয়ে রেল লাইন ধরে রওনা দেন। পিছন দিক থেকে গুয়াহাটিগামী গুয়াহাটি-চণ্ডীগড় এক্সপ্রেস ট্রেন চলে আসে। ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

টেট নিয়ে বিক্ষোভ
টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল এসএফআই এবং ডিওয়াইএফ। বুধবার শিলিগুড়ির সেবক মোড়ে তাদের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। রাস্তা আটকে বিক্ষোভের জেরে যান চলাচল ব্যহত হয়ে পড়লে পুলিশ তাঁদের একাংশকে গ্রেফতার করে। পরে ‘বেলবন্ড’-এ তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল।

উন্নয়ন বোর্ড দাবি
এ বার আলাদা উন্নয়ন বোর্ড দাবি করলেন মতুয়ারাও। বুধবার শিলিগুড়ির উপকণ্ঠে কাওয়াখালিতে বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গ কমিটির সভাপতি মণিমোহন বিশ্বাস বলেন, “উত্তরবঙ্গে ৪২ লক্ষ মতুয়া রয়েছেন। লেপচা, তামাং আলাদা উন্নয়ন বোর্ড পেয়েছেন। আমরাও তাই মতুয়া উন্নয়ন বোর্ডের দাবিতে মুখ্যমন্ত্রীর দফতরে আর্জি জানাব।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.