টুকরো খবর
দুর্ঘটনায় শিশু-সহ মৃত ৫, জখম ছাত্রী
পুরুলিয়ায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি। —নিজস্ব চিত্র।
তিনটি পৃথক দুর্ঘটনায় শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পুরুলিয়া মফস্সল থানার বেলকুঁড়ি ও চাকড়া গ্রামের মাঝে দশ চাকার লরির সঙ্গে একটি গাড়ির ধাক্কায় শিশু-সহ চার জনের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন চন্দন কুমার (৪৫), পুনিত সাণ্ডিল্য (৩৫), বিদ্যা কুমার (২০) ও তিন মাসের শিশু তারাং। সকলেরই বাড়ি বোকারোর গোমিয়া থানার অফিসার কলোনিতে। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার রানিবাঁধে মোলচাড়র গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হয় লখিন্দর মাহাতো (২৬) নামে ট্রাক চালকের। বাড়ি রানিবাঁধের ধডাঙায়। অন্য দিকে, রেললাইন ডিঙিয়ে স্কুলে যাওয়ার পথে ট্রেনের চাকায় কাটা পড়ল স্নেহলতা মাহাতো নামে এক ছাত্রীর হাত ও পা। ঘটনাটি ঘটেছে বুধবার কোটশিলা থানার কোটশিলা ও ঝালদা স্টেশনের মাঝে। কোটশিলার বাসুদেবপুরের বাসিন্দা ওই ছাত্রী হাসপাতলে চিকিৎসাধীন।

পুরস্কৃত ষোলে খুদে গল্পকার
জেলার খুদে গল্পকারদের পুরস্কৃত করল ওয়েস্টবেঙ্গল প্রফেসার্স-টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। গত বৃহস্পতিবার সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে এক অনুষ্ঠানে ১৬ জন গল্পকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগঠনের মুখপাত্র অর্ণবী সেন বলেন, “গত সেপ্টেম্বর মাসে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একটি গল্প লেখার প্রতিযোগিতা হয়েছিল। সেখানে সেরা ১৬ জন প্রতিযোগীর গল্প নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। ওই বই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।”

শিক্ষক প্রয়াত
মারা গেলেন পুরুলিয়া জিলা স্কুলের শিক্ষক রূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৩। তিনি পুরুলিয়া শহরের রাজাবাঁধ এলাকায় থাকতেন। পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে বাড়িতে তিনি পড়ে যান। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। মস্তিস্কে রক্তক্ষরণের জন্য তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর মৃত্যুর জন্য মঙ্গলবার শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি।

চ্যাম্পিয়ন পুরুলিয়া
ইঁদপুরের বাংলা বিএফসি ক্লাব আয়োজিত সুশান্ত চন্দ স্মৃতি শিল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পুরুলিয়ার সন্তু একাদশ। রবিবার বাংলা হাইস্কুল মাঠে আয়োজিত ফাইনালে তারা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা সুপার গ্রিন ক্লাবকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে গড়বেতা ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। জবাবে সন্তু একাদশ ৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ওই রান টপকে যায়। ১৬টি দল সামিল হয়েছিল।

স্মৃতি যুব উৎসব
আনাড়ায় ২৬ জানুয়ারি থেকে সাত দিনের ১৪তম রাজীব গাঁধী স্মৃতি যুব উৎসব শুরু হয়েছে। রাজীব গাঁধী মেলা ময়দানে এর উদ্বোধন করেন আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তাল। মেনস কংগ্রেসের আদ্রা ডিভিশনাল কো-অর্ডিনেটর সুব্রত দে জানান, রেলকর্মী সংগঠনের বিভিন্ন সামাজিক দায়িত্ব থাকে। এই উৎসব সেই দায়িত্ব পালনের অঙ্গ।

বালিকা খুনে যুবক গ্রেফতার
বাঁকড়ায় বালিকা-খুনের ঘটনার ৪ দিন পরে প্রতিবেশী এক যুবক গ্রেফতার হল। ধৃতের নাম শাহিদ কুরেশি (২৫)। পুলিশের দাবি, জেরায় শাহিদ স্বীকার করেছে, ধর্ষণে বাধা দেওয়ার জন্য সে মেয়েটিকে প্রথমে তারই গেঞ্জি গলায় পেঁচিয়ে খুন করে। তার পরে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে দেয়। পুলিশের দাবি, জেরায় শাহিদ আরও জানায়, কিছুদিন আগে সে গায়ে পড়েই বালিকাটির সঙ্গে ভাব জমায়। ঘটনার দিন কথায় ভুলিয়ে তাকে রাত ৮টা নাগাদ পুকুরপাড়ে এনে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি বাধা দিলে শ্বাসরোধ করে খুন করে তাকে।

নারী সুরক্ষা শিবির
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ‘নারী সুরক্ষা’ নিয়ে সম্প্রতি একটি শিবির হয়েছে রানিবাঁধ হাইস্কুলে। নারী সুরক্ষায় কী কী আইন রয়েছে, কী ভাবে মহিলারা আইনি সুরক্ষা পেতে পারেন, বিপদে পড়লে তাঁরা সঙ্গে সঙ্গে কী ভাবে সাবধানতা অবলম্বন করবেন, মোবাইল ফোনে থানা-সহ গুরুত্বপূর্ণ নম্বর রাখা নিয়ে আলোচনা হয়। ছিলেন খাতড়ার মহকুমাশাসক শুভেন্দু বসু, এসডিপিও কল্যাণ সিংহরায়-সহ স্থানীয় প্রশাসনের কর্তা ও আইনজীবীরা। প্রায় ৪০০ জন মহিলা এসেছিলেন।

প্রশিক্ষণ শিবির
পাঠ চলাকালীন কী কী কারণে পড়ুয়ারা স্কুল আসা বন্ধ করে দেয়, তার খোঁজ পেতে ও প্রতিকারের সম্ভাব্য উপায় জানাতে সম্প্রতি বরাবাজারে তিন দিনের প্রশিক্ষণ শিবির হয়েছে। সর্বশিক্ষা মিশনের আর্থিক সহায়তায় এই শিবির চলছে বরাবাজার পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে। বরাবাজার ও বলরামপুরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ১৫০ জন শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন।

স্কুলে দান
বাবার স্মৃতিতে ওন্দা থানার রামসাগর গার্লস হাইস্কুলকে বুধবার ৫৫ হাজার টাকা দান করলেন প্রাক্তন সেনা জওয়ান, প্রাথমিক শিক্ষক কৃষ্ণচন্দ্র লো। ওই টাকায় তৈরি একটি জল প্রকল্পের উদ্বোধন হল।

রসুলপুর উৎসব
সম্প্রতি পাত্রসায়রের রসুলপুরে ইন্দাস-রসুলপুর রাস্তার পাশে হয়ে গেল পাঁচ দিনের রসুলপুর-২০১৪ উৎসব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.