ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ফলতায় |
ঘর থেকে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে ফলতার তেঁতুলিয়া গ্রামের ঘটনা। মৃতার নাম সোনালি খাতুন (১৭)। সে স্থানীয় বিবেকানন্দ হাইস্কুলের কলাবিভাগে পড়ত। পুলিশ সূত্রের খবর, পরীক্ষায় ভাল ফল না হওয়ায় অভিভাবকেরা তাকে বকাবকি করেছিলেন। তারপর থেকেই মনমরা ছিল সোনালি। ওই দিন দুপুরে বাড়িতে কেউ ছিলেন না। পরে বাড়ি ফিরে পরিবারের লোকজন ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। মঙ্গলবার রাতে কাকদ্বীপের স্টিমারঘাট কলোনি পাড়ার ঘটনা। মৃতার নাম কল্যাণী বিশ্বাস (২৩)। পুলিশ সূত্রে খবর, বছর চারেক আগে স্থানীয় বাপুজি পঞ্চায়েতের গুড়িয়াচক গ্রামের কল্যাণীর সঙ্গে মৎস্যজীবী আনন্দ বিশ্বাসের বিয়ে হয়। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। পুলিশের দাবি, সেই সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে কল্যাণী আত্মঘাতী হয়েছেন।
|
রায়দিঘি কলেজে জিতল টিএমসিপি |
দীর্ঘ ১৮ বছর দখলে থাকা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কলেজ হাতছাড়া হল এসএফআইয়ের। মঙ্গলবার ওই কলেজে ২৮টি আসনে নির্বাচন হয়। গোলমালের আশঙ্কায় বেশি রাতে ফল ঘোষণা হয়। জয়ী হয় টিএমসিপি। তারা পায় ১৭টি আসন। এসএফআই ১০টি এবং এভিবিপি (বিজেপি) ১টি আসন পায়। |