|
|
|
|
টুকরো খবর |
গোষ্ঠী রাজনীতি করি না, দাবি টিএমসিপি নেতার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গোষ্ঠী রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করেন বলে দাবি করলেন টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি। বুধবার তিনি বলেন, “আমি নিজে কোনও গোষ্ঠীতে জড়াইনি।” বস্তুত, মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠন হয়। সংসদ গঠন ঘিরে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল হয়। এক সময়ে ভোটাভুটির পরিস্থিতিও তৈরি হয়েছিল। অবশ্য, শেষমেশ তা হয়নি। ওই দিন সকাল থেকে সংসদ গঠন নিয়ে টিএমসিপির মধ্যে তৎপরতা শুরু হয়। গোড়ায় দু’টি প্যানেল জমা দেওয়ার তোড়জোড় শুরু করে দু’পক্ষ। একদিকে ছিলেন টিএমসিপির জেলা সভাপতির অনুগামী বলে পরিচিতরা। অন্যদিকে বিক্ষুব্ধরা। শেষমেশ অবশ্য অন্য গোষ্ঠীর প্যানেলটিই জমা পড়ে এবং সংসদ গঠন হয়। জেলা সভাপতির অনুগামী বলে পরিচিতরা যে প্যানেলটি তৈরি করেছিলেন, সেখানে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বনাথ দাসের নাম প্রস্তাব করা হয়েছিল। বিশ্বনাথ আবার টিএমসিপির বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি পদে রয়েছেন। টিএমসিপির জেলা সভাপতি জানান, বিশ্বনাথকে সংগঠনের জেলা সহ-সভাপতি করা হয়েছে। অন্য দিকে, কলেজের ভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, একাধিক কলেজে টিএমসিপির বিক্ষুব্ধ কয়েক জন জয়ী হয়েছেন। এ দিন রমাপ্রসাদ বলেন, “আশা করব, আমাদের সংগঠনের সকলে শৃঙ্খলা মেনে চলবে। কোনও গোষ্ঠী রাজনীতি বরদাস্ত করা হবে না।”
|
প্রতারণা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন আধিকারিক ও এক ব্যক্তি। সঞ্জয় রায় নামে ওই আধিকারিককে তমলুক থানার পুলিশ ধরেছে। বুধবার তাকে তমলুক আদালতে হাজির করানো হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সঞ্জীব ঘোষাল নামে এক ব্যক্তিকেও চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুক শহরের আবাসবাড়ি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ২০০৭ সাল থেকে তিন বছর ব্যাঙ্ক শাখায় চিফ ম্যানেজার পদে কর্মরত ছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, সেই সময় ব্যাঙ্কের নিজস্ব অ্যাকাউন্ট থেকে ৯.৬৩ লক্ষ টাকা সঞ্জীব ঘোষাল-সহ তিন জনের অ্যাকাউন্টে স্থানান্তর করেন। ওই ঘটনায় ব্যাঙ্কের বর্তমান চিফ ম্যানেজার সঞ্জয়বাবুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করেন। তারইপরই তমলুক থানার পুলিশ তাকে ধরে।
|
নতুন হোভারক্রাফট
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া তটরক্ষী বাহিনীর শক্তি বাড়াতে আজ, বৃহস্পতিবার একটি শক্তিশালী হোভারক্রাফট সংযোজিত হবে বলে হলদিয়া তটরক্ষী বাহিনী সূত্রে জানানো হয়েছে। এইচ ১৩ নামের ওই হোভারক্রাফটটি ব্রিটেনে তৈরি। ওই যানটি ৪৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। তটরক্ষী বাহিনী সূত্রে খবর, আগের তিনটি হোভারক্রাফটের সঙ্গে নতুনটি সংযোজিত হওয়ায় ভারতীয় জল সীমানায় রাতে টহলদারিতে নতুন মাত্রা যোগ হবে। প্রসঙ্গত, ওই যানটি অনায়াসে জল থেকে স্থলে যেতে সক্ষম। |
|
|
|
|
|