নবাগতের সঙ্গে প্রাক্তন তারকাকে নিয়েও
মাতল ওল্ড ট্র্যাফোর্ড
নিজস্ব প্রতিবেদন
২৯ জানুয়ারি |
ওল্ড ট্র্যাফোর্ড আবার জাগল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের গলার তেজ আবার বাড়ল। সৌজন্যে ম্যান ইউয়ের এক নবাগত তারকা এবং এক প্রাক্তন তারকা। পরের জন আবার ঘটনাচক্রে গত রাতে ইপিএলের ম্যাচটায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিদ্বন্দ্বী দলের কোচ।
হুয়ান মাতা এবং ওলে গানার সোলজায়ের।
মোরিনহোর চেলসি ছেড়ে মোয়েসের ম্যান ইউ-তে আসার পর কার্ডিফ ম্যাচই ছিল স্প্যানিশ উইঙ্গার মাতার নতুন ক্লাবে আত্মপ্রকাশ। সঙ্গে রবিন ফান পার্সি আর ওয়েন রুনির চোট সারিয়ে মাঠে ফেরা। স্বস্তির ত্র্যহস্পর্শে ম্যান ইউ কোচ ডেভিড মোয়েসের বিবর্ণ মুখে অনেক দিন পর হাসির রং খেলল। তবে স্যর অ্যালেক্স ফার্গুসনের ছেড়ে যাওয়া বিশাল জুতোয় পা গলানোর চাপ থেকে অনেক দিন পর মোয়েসের অব্যাহতি পাওয়ার পিছনে আসল হল, ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়ে ফেরা। মোয়েসের জমানায় সেটাও প্রায় ভুলতে বসেছিল ম্যান ইউ। |
মোয়েসের নতুন ত্রাতা এখন মাতা। ওল্ড ট্র্যাফোর্ডে কার্ডিফের বিরুদ্ধে ম্যাচে। ছবি: রয়টার্স। |
কার্ডিফকে ২-০ হারানোর দু’টো গোলের পিছনেই মাতার অবদান ছিল। যেটা মোয়েসের স্বস্তির বহর আরও বাড়াচ্ছে। ৮৩ মিনিটে পরিবর্তকে (জানুজাজ) জায়গা দিয়ে মাতা মাঠ ছাড়ার সময় ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় তাদের নবাগত মহাতারকাকে। দু’অর্ধে দু’টো গোল ফান পার্সি আর ইয়ং-কে দিয়ে করান মাতা। গোলে ফেরা ফান পার্সি দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার পর তাঁর পরিবর্ত হিসাবেই শেষ আধঘণ্টা খেলানো হয় রুনি-কে।
ওল্ড ট্র্যাফোর্ডের উচ্ছ্বাসে অবশ্য মাতা-কেও পিছনে ফেলে দিয়েছিলেন সোলজায়ের। খেলা ছাড়ার পর গত রাতেই তাঁর প্রিয় পুরনো ক্লাবের মাঠে প্রথম পা পড়ে সোলজায়েরের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হোমগ্রাউন্ডে প্রতিপক্ষ দলের কোচের জন্য এত হাততালি বরাদ্দ থাকতে এর আগে কখনও দেখা যায়নি। যে পরিমাণ হাততালি গত রাতে কার্ডিফ কোচ সোলজায়েরের জন্য ছিল। নিজেদের পুরনো মেগাতারকা ফুটবলারকে প্রতিদ্বন্দ্বী দলের কোচের চেয়ারে দেখেও ম্যান ইউ সমর্থকেরা আলোড়িত ছিলেন। যদিও কোচ সোলজায়েরের সময় ভাল যাচ্ছে না। কার্ডিফের দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন ম্যাচেই হারের মুখ দেখলেন। যার দু’টোই কিনা ম্যাঞ্চেস্টারে। তাঁর খেলোয়াড়জীবনের মক্কায়!
মাতা, না সোলজায়ের তাই গত রাতে ম্যান ইউয়ের ঘরের মাঠে কে আসল নায়ক ফুটবলমহলের কাছে পরিষ্কার নয়। যুগ্ম ম্যান অব দ্য ম্যাচ! |
পুরনো খবর: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তিদের ৭ নম্বর জার্সি এড়ালেন মাতা
|
|