ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তিদের
৭ নম্বর জার্সি এড়ালেন মাতা
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেই কি প্রথমে জার্সির ওজনের চাপে পড়ে গেলেন হুয়ান মাতা। ইপিএল পয়েন্ট তালিকায় তাঁর মেগা ক্লাবের হতশ্রী অবস্থা কাটাতে মরিয়া ম্যান ইউ। কোচ ডেভিড মোয়েস অর্ধ-মরসুমের ট্রান্সফার-উইন্ডোয়ে মোরিনহোর চেলসি থেকে মাতাকে সই করিয়ে এই স্প্যানিশ উইঙ্গারের মধ্যেই ত্রাতার আশা করছেন। কিন্তু মাতা নতুন ক্লাবের জার্সি পাওয়ার দিনই ফুটবল মহলে আলোচনার বিষয় হয়ে উঠলেন। তাঁর জন্য ম্যাঞ্চেস্টারের বেছে দেওয়া ৭ নম্বর জার্সি নিতে অস্বীকার করে।
কেন? মাতা বা মোয়েস বা ম্যাঞ্চেস্টারতিন তরফের কারও থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ফুটবলভক্তদের টুইটারে ছেয়ে গিয়েছে ব্রিটিশ সোশ্যাল নেটওয়াকির্ং সাইটগুলো। দেদার টিকাটিপ্পনী চলছে মাতা কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যে জার্সি গায়ে জর্জ বেস্ট থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠ দাপিয়েছেন, এরিক কতোঁনা থেকে ডেভিড বেকহ্যাম মাঠে ফুল ফুটিয়েছেন সেই ৭ নম্বর জার্সির ভার সামলাতে টেনশনে পড়লেন? নাকি ম্যান ইউ কর্তারাই সস্নেহে ৭ নম্বর জার্সি সরিয়ে রাখলেন, যদি কখনও সিআর সেভেন-এর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটে সেই আশায়?

নতুন অতিথি। কোচ মোয়েসের সঙ্গে মাতা। ছবি: এএফপি।
ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড অর্থে (৩ কোটি ৭০ লাখ পাউন্ড) দলবদল করা মাতা শেষ পর্যন্ত ৮ নম্বর জার্সি পেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। যে জার্সি পরে এই জগদ্বিখ্যাত দলে শেষ খেলেছেন কোনও এক অ্যান্ডারসন। অধুনা যিনি ফিওরেন্তিনায় খেলছেন লিয়েনে।
ইংলিশ ফুটবলের দুটো টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে পড়া এবং ইপিএলে শীর্ষ টিমের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে থাকা ম্যান ইউয়ের সামনে এখন উঠে দাঁড়ানোর একমাত্র অবশিষ্ট জায়গা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ। যার নক আউট পর্ব সামনেই। মোয়েস তাই মাতাকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে পেরে স্বস্তিতে এ-ও বলছেন, “আমি রোমাঞ্চিত। এক মাস আগেও আমার কল্পনায় ছিল না যে, মাতাকে নিজের দলে পাব। বিশ্বাস করিনি ব্যাপারটা ঘটাতে পারব বলে। কিন্তু এখন এটাই মধুর বাস্তব।”
মাতা আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৭ নম্বর জার্সির ভার এড়ালেও এই ক্লাবে আসতে পেরে দারুণ খুশি। “স্ট্যামফোর্ড ব্রিজে (চেলসি-র হোম) শেষ ছ’মাস আমার যথেষ্ট সমস্যাবহুল আর কঠিন গিয়েছে,” জানিয়ে তিনি আরও যোগ করেছেন, “আমি এমন একটা ক্লাবে যোগ দিতে চাইছিলাম যেখানে আমি জানি খুশি থাকতে পারব। এখন আমি সত্যিই খুশি।” ম্যান ইউ-তে খেলে ব্রাজিল বিশ্বকাপে স্পেন দলে ঢোকার স্বপ্নও দেখছেন মাতা। “জানি, স্পেনের বিশ্বকাপ দলে ঢোকা ভীষণ কঠিন। কিন্তু কয়েক মাস সময় আছে। ম্যাঞ্চেস্টারে সফল হলে যেমন আমার ক্লাবের লাভ তেমনই আমার ব্যক্তিগত লাভও,” বলেছেন মোয়েসের দলের নতুন তারকা মাতা।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.