নতুন অতিথি। কোচ মোয়েসের সঙ্গে মাতা। ছবি: এএফপি। |
ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড অর্থে (৩ কোটি ৭০ লাখ পাউন্ড) দলবদল করা মাতা শেষ পর্যন্ত ৮ নম্বর জার্সি পেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। যে জার্সি পরে এই জগদ্বিখ্যাত দলে শেষ খেলেছেন কোনও এক অ্যান্ডারসন। অধুনা যিনি ফিওরেন্তিনায় খেলছেন লিয়েনে।
ইংলিশ ফুটবলের দুটো টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে পড়া এবং ইপিএলে শীর্ষ টিমের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে থাকা ম্যান ইউয়ের সামনে এখন উঠে দাঁড়ানোর একমাত্র অবশিষ্ট জায়গা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ। যার নক আউট পর্ব সামনেই। মোয়েস তাই মাতাকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে পেরে স্বস্তিতে এ-ও বলছেন, “আমি রোমাঞ্চিত। এক মাস আগেও আমার কল্পনায় ছিল না যে, মাতাকে নিজের দলে পাব। বিশ্বাস করিনি ব্যাপারটা ঘটাতে পারব বলে। কিন্তু এখন এটাই মধুর বাস্তব।”
মাতা আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৭ নম্বর জার্সির ভার এড়ালেও এই ক্লাবে আসতে পেরে দারুণ খুশি। “স্ট্যামফোর্ড ব্রিজে (চেলসি-র হোম) শেষ ছ’মাস আমার যথেষ্ট সমস্যাবহুল আর কঠিন গিয়েছে,” জানিয়ে তিনি আরও যোগ করেছেন, “আমি এমন একটা ক্লাবে যোগ দিতে চাইছিলাম যেখানে আমি জানি খুশি থাকতে পারব। এখন আমি সত্যিই খুশি।” ম্যান ইউ-তে খেলে ব্রাজিল বিশ্বকাপে স্পেন দলে ঢোকার স্বপ্নও দেখছেন মাতা। “জানি, স্পেনের বিশ্বকাপ দলে ঢোকা ভীষণ কঠিন। কিন্তু কয়েক মাস সময় আছে। ম্যাঞ্চেস্টারে সফল হলে যেমন আমার ক্লাবের লাভ তেমনই আমার ব্যক্তিগত লাভও,” বলেছেন মোয়েসের দলের নতুন তারকা মাতা। |