টুকরো খবর
মোদীর জয় নিয়ে নিশ্চিত বোর্ডও
ভারতীয় ক্রিকেট প্রশাসনে ললিত মোদীর প্রত্যাবর্তন আরও মাস খানেক পিছিয়ে দিয়েও আদালতে তাঁর সম্ভাব্য সাফল্যের কথা কার্যত মেনে নিল বোর্ড। এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন আইপিএল কমিশনার। সোমবার সুপ্রিম কোর্টে রাজস্থান ক্রিকেট সংস্থার নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু বোর্ডের আইনজীবীরা আদালতকে জানান, মোদী রাজস্থান ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হলে ওই সংস্থাকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাসনের কোপে পড়তে হতে পারে। বোর্ডের এই বক্তব্যের স্বপক্ষে যুক্তি শুনে তার পর রাজস্থান ক্রিকেট সংস্থার নির্বাচনী ফল ঘোষণার জন্য পরবর্তী শুনানির জন্য ৪ মার্চ দিনটি ধার্য্য করা হয়। এ দিন আদালতে বোর্ডের আইনজীবীরা স্পষ্ট জানান যে তাঁদের ধারণা, মোদী ৩৩টির মধ্যে ২৬টি ভোট নিয়েই আরসিএ প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন। আদালতে বোর্ডের এই ‘স্বীকারোক্তি’ শুনে মোদীর মন্তব্য, “কেউ জানার আগে বা আদালতে ঘোষণা হওয়ার আগেই ওরা কী করে জেনে ফেলল, আমি জিততে চলেছি! তবে আমি বেশ খুশি যে, আমার জয়ের ব্যাপারে ওরা নিশ্চিত।” তবে তাঁর ক্রিকেট প্রশাসনে ফিরে আসার দিন পিছিয়ে যাওয়ায় বেশ হতাশ মোদী বলেন, “একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নাক গলানোর জন্য সময় দিতে আমাদের নির্বাচনের ফল ঘোষণা পিছিয়ে দেওয়া হল, এই ব্যাপারটা বেশ হতাশাজনক। এখন অপেক্ষা করা ছাড়া কোনও উপায়ই নেই।”

পুরনো খবর:

ভাইচুংয়ের জায়গায় রেনেডি
ভাইচুং ভুটিয়ার জায়গায় ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এফপিআই) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রাক্তন জাতীয় ফুটবলার রেনেডি সিংহ। এফপিআই-এর জন্ম থেকে টানা আট বছর প্রেসিডেন্ট পদে থাকার পরে ভাইচুং হঠাৎ সরে দাঁড়ালেন কেন? সোমবার রাতে ‘পাহাড়ি বিছে’ বলছিলেন, “ব্যস্ততার জন্য একেবারেই সময় দিতে পারছি না। তাই নতুন প্রেসিডেন্ট হিসেবে রেনেডির নাম আমিই প্রস্তাব করেছিলাম। সবাই সর্বসম্মত ভাবে ওকে সমর্থন করেছে।” প্রেসিডেন্ট পদে না থাকলেও, এফপিআই অ্যাডভাইসরি বোর্ডে থাকছেন ভাইচুং।

মেন্টর দ্রাবিড়
ইস্পাত কঠিন মানসিকতা আর রক্ষণে বাইশ গজ শাসন করেছেন দেড় দশকেরও বেশি। এ বার সেই অভিজ্ঞতা জুনিয়র অলিম্পিক আর প্যারাঅলিম্পিক অ্যাথলিটদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি-রাহুল দ্রাবিড়। দেশের উঠতি তারকাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যে ‘মেন্টর’ হিসেবে সাহায্য করতে সোমবার একটি সংস্থায় যোগ দেওয়ার কথা জানান প্রাক্তন ভারত অধিনায়ক। “ক্রীড়াবিদ হিসেবে সর্বোচ্চ পর্যায়ে সফল হতে কী রকম সাহায্য লাগে সেটা জানি। এ রকম উদ্যোগ উঠতি অ্যাথলিটদের প্রতিযোগিতায় নামার প্রস্তুতিতে সাহায্য করবে,” বলেন দ্রাবিড়।

পাল্টা ক্লার্কদের
চতুর্থ ওয়ান ডে হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে শেষ ওয়ান ডে পাঁচ রানে হারল ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রড (৩-৩১), বেন স্টেকস (৩-৪৩)-এর দাপটে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যানই যদিও প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। জর্জ বেইলি (৫৬) ছাড়া অজিদের কেউ হাফসেঞ্চুরিও পাননি। ২১৭-৯ অস্ট্রেলিয়া থামার পর অ্যালিস্টার কুকদের বিরুদ্ধে পাল্টা ঝড় তুলে দেন দুই অস্ট্রেলীয় বোলার ক্লিন্ট ম্যাকে (৩-৩৬) আর নাথান কোল্টার নাইল (৩-৩৪)। ৪৯.৪ ওভারে ২১২ রানে ইংল্যান্ডের ইনিংস থামে। ৪-১ সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

জিতেও খুশি নন শিশির
সন্তোষ ট্রফিতে জয়ের স্বাদ পেয়েই শুরু করল বাংলা দল। এ দিন গ্যাংটকে পূর্বাঞ্চলের যোগ্যতা অর্জন লড়াইয়ে ছত্তীসগঢ়কে ১-০ হারাল বাংলা। ম্যাচের একমাত্র গোলটি প্রথমার্ধে করেন বাংলার রাইট ব্যাক সুখদেব মুর্মু। তবে ম্যাচে জয় পেলেও, দলের খেলায় খুশি নন বাংলার কোচ শিশির ঘোষ। গ্যাংটক থেকে ফোনে বলেন, “আমরা আরও গোল করতে পারতাম। অনেক সুযোগ নষ্ট করলাম। জিতলেও খুব একটা ভাল খেলতে পারিনি।” এ দিন আবার অন্য একটা ম্যাচে বিহারকে ৫-০ গোলে হারাল ওড়িশা।

টেস্টেও একই দল
অকল্যান্ডে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করলেও আসন্ন দু’টেস্টের সিরিজে মার্টিন গুপ্তিল দলে রাখেনি নিউজিল্যান্ড। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ সিরিজ জেতা দলে কোনও পরিবর্তন করেনি কিউয়িরা। “গুপ্তিলের নাম উঠলেও আমরা হামিশ রাদারফোর্ড আর পিটার ফুলটনের উপরই বিশ্বাস রেখেছি (দুই ওপেনার)। গত টেস্টে দু’জনেই ভাল খেলেছিল,” বলেন নিউজিল্যান্ডের কোচ ও অন্যতম নির্বাচক মাইক হেসন। দুই টেস্টের সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি।

শিল্ড শুরু বুধবার
কলকাতার দুই প্রধান এ বারের শিল্ড অভিযান শুরু করছে দুই বিদেশি ক্লাবের বিরুদ্ধে। গ্রুপ-এর প্রথম ম্যাচে বুধবার বারাসত স্টেডিয়াম ইস্টবেঙ্গল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার বুসান সানমুন এফসি-র। একই দিনে লালকমলদের ইউনাইটেডের প্রতিপক্ষ গেলাং। মোহনবাগান নামছে বৃহস্পতিবার। প্রথম ম্যাচ বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডির বিরুদ্ধে। অন্য ম্যাচে মহমেডানের মুখোমুখি ইউনাইটেড সিকিম।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.