টুকরো খবর |
জে পি মর্গ্যান অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড |
যে সব লগ্নিকারী বিনিয়োগের ক্ষেত্রে বেশি ঝুঁকি নিতে আগ্রহী, তাঁদের জন্য শেয়ার বাজার নির্ভর নয়া প্রকল্প আনল জে পি মর্গ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডিয়া। তাদের ‘ইউরোপ ডায়নামিক ইক্যুইটি অফশোর ফান্ড’-টি ওপেন এন্ডেড প্রকল্প। ইউরোপের নানা সংস্থার শেয়ারে এই ফান্ডের টাকা খাটানো হবে বলে জানিয়েছে সংস্থা। দীর্ঘ দিন ধরে লগ্নির মাধ্যমে মোটা তহবিল গড়ে তোলাই ফান্ডটির লক্ষ্য। প্রাথমিক ভাবে লগ্নি করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এর পর ১০ ফেব্রুয়ারি থেকে ফান্ডটি আবার লগ্নিকারীদের জন্য খুলে দেওয়া হবে। |
|
সঞ্চয় সম্পর্কে জানাতে প্রশিক্ষণ সংস্থার |
ছাত্রছাত্রীদের সঞ্চয়ের নানা দিক নিয়ে সচেতন করেত তুলতে উদ্যোগী হয়েছে রিলায়্যান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট। এ জন্য দেশ জুড়ে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে তারা। প্রথম পর্যায়ে বিভিন্ন মেট্রো এবং বড় ও মাঝারি শহরের মোট ২০০টি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ দেওয়া হবে। কেন কম বয়সেই লগ্নি শুরু করা উচিত এবং কী ভাবে তার পরিকল্পনা করতে হবে, তা নিয়ে যেমন ছাত্রছাত্রীদের শেখানো হবে। তেমনই সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি)-এর মতো প্রকল্প নিয়েও কথা বলা হবে। এই প্রশিক্ষণের পরে বাছাই হওয়া ছাত্রছাত্রীরা সংস্থার অফিসে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন বলেও দাবি রিলায়্যান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। |
|