ডাকাতিতে ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
পেট্রল পাম্পে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সোনাবুল শেখ। বাড়ি পূর্বস্থলী ২ ব্লকের হাঁপানিয়া এলাকার মাঝেরপাড়ায়। সোনাবুলের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। বুধবার সোনাবুলকে কালনা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। রবিবার রাতে মন্তেশ্বরের বাঘাসন-মালডাঙা রোডে একটি পেট্রল পাম্পের কর্মীদের বেঁধে ও বাথরুমে আটকে লুঠপাট চালায় একদল দুষ্কৃতী। সোমবার রাতে ওই ঘটনায় কাটোয়ার লোহাপোতা থেকে ময়না শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেই সোনাবুলের খোঁজ পায় পুলিশ। মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনেই জেরায় জানিয়েছে ডাকাতির ঘটনায় মোট ছ’জন জড়িত। তার মধ্যে চার জন ভিন জেলার। তাদের ভাড়া করে এনেছিল সোনাবুল ও ময়না। ওই দিন একটা মোটর ভ্যানে করে ঘটনাস্থলে পৌঁছেছিল তারা। তদন্তের স্বার্থে বাকি দুষ্কৃতীদের নাম জানাতে চায়নি পুলিশ। তবে শীঘ্রই অভিযান ওই দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
|
আলুর বীজ তৈরির পরামর্শ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কৃষি সংক্রান্ত আলোচনা শিবির হয়ে গেল কালনা ২ ব্লকের সর্বমঙ্গলা সমবায় সমিতে। বুধবার ইফকো নামে একটি সংস্থার উদ্যোগে প্রায় আড়াইশো চাষিদের নিয়ে ওই শিবির হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপনকুমার মাইতি ও অমিতাভ কোনার। শিবিরে তপনবাবু বর্ষাকালীন পেঁয়াজ চাষে চাষিদের উৎসাহ দেন। ভাল দাম মেলারও আশ্বাস দেন। অমিতাভবাবু আলু বীজের ব্যাপারে পঞ্জাবের উপর নির্ভর না করে চাষিদের নিজেদেরই উৎকৃষ্ট বীজ তৈরি করার কথা বলেন। ইফকোর জেনারেল ম্যানেজার বি পি পাত্র জমিতে তরল সারের প্রয়োগ বাড়ানো, কেঁচো সার, সবুজ সার ব্যবহার করার কথা বলেন। বিকল্প চাষ নিয়েও আলোচনা হয় শিবিরে। অনুষ্ঠানে ছিলেন মহকুমা সহ-কৃষি অধিকর্তা পার্থ ঘোষ, কৃষি আধিকারিক আশিসকুমার বারুই, কালনা ২ ব্লকের এডিও ভাস্কর দত্ত-সহ বেশ কিছু আধিকারিকেরাও।
|
কাঞ্চন উৎসবে ভিড় টলিউডের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কাঞ্চন উৎসব শুরুর আগে জোরকদমে চলছে প্রস্তুতি।
বুধবার কাঞ্চননগরে উদিত সিংহের তোলা ছবি। |
ষষ্ঠ কাঞ্চন উৎসব শুরু হতে চলেছে বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে। এ বারের উৎসবের থিম ‘মুখ্যমন্ত্রীর সংকল্প-কন্যাশ্রী প্রকল্প’। ২ থেকে ১০ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যায় নানা ধরণের সাংস্কৃতির অনুষ্ঠান, প্রতিযোগিতা, প্রদর্শনীর আয়োজন রয়েছে। উদ্বোধনে থাকার কথা তৃণমূল সাংসদ মুকুল রায়ের। এছাড়া জুবিন, সোহম, শ্রাবন্তি, দেবজিৎ, সাধনা সরগম, বাপ্পি লাহিড়ি প্রমুখ অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকাদেরও অনুষ্ঠানে হাজির থাকার কথা। উৎসব কমিটির সভাপতি খোকন দাস বলেন, “এ বছরের বাজেট ২৫-৩০ লক্ষ টাকা। উদ্বোধনের দিনে পাঁচটি স্কুলের ছাত্রীদের ১০০টি সাইকেল দেওয়া হবে। এছাড়া রথতলা মনোহর দাস বালিকা বিদ্যালয়কে ১০টি কম্পিউটার দেওয়া হবে।” মেলায় ১২০টি স্টলের মধ্যে ৬২টি সরকারি বলেও জানান তিনি।
|
একশোয় পা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
একশো বছরে পা দিল কালনা ২ ব্লকের ইছাপুর শ্রী গদাধর উচ্চবিদ্যালয়। বুধবার সকালে ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সভাধিপতি দেবু টুডু। ছিলেন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ, কালনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আলমগীর সাত্বার প্রমুখেরা। এছাড়া স্কুল চত্বরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। অনুষ্ঠান চলবে শুক্রবার পর্যন্ত।
|
কাটোয়ায় জয়ী ছাত্র পরিষদ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ছাত্র সংসদ নির্বাচনে টাই হওয়া আসনে জিতে গেল ছাত্র পরিষদ। বুধবার কাটোয়া কলেজে বি কম তৃতীয় বর্ষের ওই আসনে টিএমসিপি একটিও ভোট পায়নি। ছাত্র পরিষদের মনোনীত প্রার্থীকেই ভোট দিয়েছেন সাত ভোটার। কলেজ সূত্রে জানা গিয়েছে, টিএমসিপির প্রার্থীরা এ দিন কলেজে হাজির ছিলেন না। এই আসনে জয়ের ফলে গতবারের মত এ বারও কাটোয়া কলেজের ৪২টি আসনেই জয়ী হল ছাত্র পরিষদ। কাল, শুক্রবার কাটোয়া কলেজের ছাত্র সংসদ গঠন হওয়ার কথা। |