তিন পুলিশ অফিসারের বিরুদ্ধে মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুলটি থানার এসআই পদমর্যাদার তিন জন পুলিশ অফিসারের বিরুদ্ধে মারধর ও বাড়ির মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। বিচারক এই ঘটনায় কুলটি থানার আইসিকে তদন্ত করে ২৭ ফেব্রুয়ারি তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি, এখনও আদালতের নির্দেশ হাতে আসেনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি আসানসোল আদালতে ওই মামলাটি দায়ের করেছেন কুলটির শিমুলগ্রামের বাসিন্দা নিরজ কুসওয়া। সেখানে তিনি লিখিত ভাবে জানিয়েছেন, ৩০ ডিসেম্বর মাঝ রাতে কুলটি থানার তিন জন অফিসার কোনও কারণ ছাড়াই তাঁকে থানায় তুলে নিয়ে যান। সেখানে তাঁকে তিন দিন থানার লক আপে রাখা হয় এবং মারধোর করা হয় বলে অভিযোগ। সে দিন সকালেই তাঁকে আসানসোল আদালতে তোলা হলে তিনি জামিন পেয়ে যান। ওই ব্যক্তি আরও জানিয়েছেন, ছাড়া পেয়ে তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করিয়ে জখম থাকার প্রমাণ জোগাড় করেন। কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। আদালতের নির্দেশ হাতে এলে সেই মতো কাজ করা হবে।
|
ট্রেলারের ধাক্কায় মৃত্যু বুদবুদে
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
রাস্তার ধারে লরির চাকা খোলার সময়ে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল একটি লরির খালাসির। এই দুর্ঘটনার পরে ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। ট্রেলারের চালক, খালাসি জখম হয়েছেন। বুধবার ঘটনাটি ঘটেছে বুদবুদের সাধুনগরের কাছে জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ আব্দুল ওরফে লাল (২৫)। তাঁর বাড়ি নানুর থানার খুজুরডিহি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি ট্রাক সাধুনগরের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেটির ডান দিকের চাকা খোলার কাজ করছিলেন আব্দুল। পণ্য বোঝাই একটি ট্রেলার বর্ধমানের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে আসা ট্রেলারটি আব্দুলকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পরে ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ধাক্কা মারে। দোকানের প্রচুর ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয় সূত্রে খবর। ট্রেলারের চালক ও খালাসি জখম হন। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
|
শ্রমিক মেলা হবে দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
শ্রম দফতরের উদ্যোগে দুর্গাপুরের গাঁধী মোড় ময়দানে শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি থেকে। বুধবার দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনার পার্থপ্রতিম চক্রবর্তী জানান, মেলার উদ্বোধনে থাকার কথা শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, কৃষিমন্ত্রী মলয় ঘটক ও ক্ষুদ্র, কুটির শিল্প ও প্রাণি সম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথের। চলবে ৪ তারিখ পর্যন্ত। মেলায় থাকবে ৩২টি স্টল। বিশেষ করে অসংগঠতি শ্রমিকদের প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে জানানো হবে।
|
বুধবার বিকালে পানাগড় গ্রামের একটি বাড়ি থেকে কাঁকসার পুলিশ এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালু রায় (৩৭)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন। |