রেফারিকে মার, সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক রেফারিকে মারধর করার অভিযোগে সাসপেন্ড করা হল রেফারিজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য সাগর পাত্রকে। সংস্থার সম্পাদকের পদেও চার বছর ছিলেন তিনি। গত অগাস্টে তৃতীয় ডিভিশন ফুটবল লিগের অগ্রদূত সঙ্ঘ ও রতন স্মৃতি সঙ্ঘের ম্যাচের তিন দিন পরে একটি চায়ের দোকানের সামনে ওই ম্যাচেরই রেফারি প্রভাত রাউতকে মারধরের অভিযোগ ওঠে সাগরবাবুর বিরুদ্ধে। সাগরবাবু ছিলেন ওই ম্যাচের পরাজিত দল রতন স্মৃতি সঙ্ঘের কোচ। পরে প্রভাতবাবু রেফারিজ অ্যাসোসিয়েশনে কাছে লিখিত ভাবে ঘটনার কথা জানিয়ে সুবিচার দাবি করেন। রেফারি সংস্থার সম্পাদক শিবু রুদ্র জেলা ক্রীড়া সংস্থার সম্পাদককেও এই ঘটনার কথা লিখিত ভাবে জানান। জেলা ক্রীড়া সংস্থা সাগরবাবুর মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে অনির্দিষ্টকালের জন্য। রেফারি সংস্থাও তাঁকে শোকজ করে। তাঁর জবাবে রেফারি সংস্থা সন্তুষ্ট হয়নি। শেষে সংস্থার এগজিকিউটিভ কমিটির সদস্য প্রভাত রাউতকে মারধরের ঘটনায় সম্প্রতি তাঁকে তিন বছরের জন্য সাসপেন্ড করেছে রেফারিজ অ্যাসোসিয়েশন। জেলা ক্রীড়া সংস্থা অবশ্য আগের নিষেধাজ্ঞা অর্থাৎ সাগরবাবুর মাঠে না ঢোকার বিষয়টি বলবৎ রেখেছে। সাগরবাবু বলেন, “আমাকে শো-কজের জবাব দিতে বলা হয়েছিল। আমি সময়েই তা দিয়েছি। ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশও করি। কিন্তু ওরা যে পদ্ধতিতে আমাকে ক্ষমা চাইতে বলেন, তা মানতে পারিনি। তাই ওরা সাসপেন্ড করেছে।”
|
সুপার চারে চৌরঙ্গি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার সুপার চারে উঠল বড়নীলপুর চৌরঙ্গি ক্লাব। এ দিন উদয় সঙ্ঘকে ৫ উইকেটে হারায় তারা। প্রথমে উদয় সঙ্ঘ ৩৫ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে। দলের রতনকুমার শিট ৩৫, রাজীব আলি ২৪ রান করেন। উদয়ের বিকাশ সিংহ ২২ রানে ২ উইকেট দখল করেন। জবাবে চৌরঙ্গি ৫ উইকেটে ৩২.৪ ওভারে ১৬৮ রান করে। দলের সঞ্জয় রায়চৌধুরী ৫২ রান করেন ও চন্দন যাবদ ৩৫ রানে ২ উইকেট দখল নেন।
|
জয়ী পূর্ব রেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সুপার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল পূর্ব রেল ডিএসএ। বুধবার আসানসোল রেল মাঠে অনুষ্ঠিত এই খেলায় তারা ১০ রানে হারায় রাধানগর এসিকে। এ দিন প্রথমে ব্যাট করে পূর্ব রেল ডিএসএ ১৮৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬ রান করে রাধানগর এসি। |