টুকরো খবর
মন্ত্রীর দ্বারস্থ
ইসলামপুর কলেজ হস্টেলের বেহাল দশা নিয়ে জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরীর দ্বারস্থ হলেন হস্টেলের ছাত্ররা। মঙ্গলবার বিকেলে ইসলামপুর আইটিআই-র অনুষ্ঠান থেকে বার হওয়ার সময় মন্ত্রীর দ্বারস্থ হয় ছাত্ররা। বিষয়টি শুনেই সেখান থেকে হেঁটেই হস্টেল পরিদর্শনে যান মন্ত্রী। প্রতিটি ঘরই ঘুরে দেখেন তিনি। মন্ত্রী জানান, হস্টেলে সংস্কারের প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। হস্টেলের ছাত্ররা জানিয়েছে, জায়গার অভাব রয়েছে। ঘরের টিনের চাল চুঁইয়ে জল পড়ে। প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতা ভুগতে হয়। নেই রান্না উপযু্ক্ত জায়গা ও সরঞ্জামও।

‘সাইড’ না দেওয়ার ধৃত চালক,খালাসি
পূর্তমন্ত্রীর গাড়িকে ‘সাইড’ না দেওয়ার অভিযোগে পুলিশ ট্রাকের চালক এবং খালাসিকে গ্রেফতার করল। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নারই এলাকায় রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করে মঙ্গলবার পুলিশ বুনিয়াদপুরে মহকুমা আদালতে পাঠায়। এসিজেএম কোর্টের বিচারক দেবাশিস চৌধুরী চালক ও খালাসিকে জামিনে মুক্তি দেন। চালক গৌরাঙ্গ ভূমিজ ও খালাসি আবসার আলি বর্ধমানের বাসিন্দা। তাঁরা মালদহের দিকে যাচ্ছিলেন।

বেজায় খুশি খুদেরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ দিনাজপুরের প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রগুলিতে এক মাসের জন্য মিড ডে মিলে সপ্তাহে ৪ দিন ডিম বরাদ্দ করল সরকার। জেলা মিড ডে মিল প্রকল্প আধিকারিক সামসুর রহমান বলেন, “এ খাতে রাজ্য সরকার বরাদ্দ করেছে ৬০ লক্ষ ৬৮ হাজার ৬০ টাকা।” মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এক মাসের জন্য খুদেদের পাতে ডিম পরিবেশনের সিদ্ধান্ত হয়। জেলার ২১৭৯টি প্রাথমিক স্কুল, শিশুশিক্ষা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ২ লক্ষ ৭৫ হাজার ৮২১ খুদে পড়ুয়া এর আওতায় আসবে। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের রান্নার জন্য জ্বালানি সহ পড়ুয়া পিছু বরাদ্দ ৩ টাকা ৫১পয়সা। এই টাকায় জেলার অধিকাংশ প্রাথমিক স্কুলে মাসে এক বারের বেশি ডিম বা মুরগির মাংস দেওয়া সম্ভব নয় বলে অধিকাংশ শিক্ষক রান্না পরিচালনা থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। বিশেষ ব্যবস্থা হিসাবে এক মাসের জন্য ডিম পরিবেশনের সিদ্ধান্তে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কচিকাঁচাদের মধ্যে খুশির হাওয়া।

৯৫ কোটি টাকা বরাদ্দ স্বেচ্ছাবসরে
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তালিকাভুক্ত সমস্ত কর্মীর স্বেচ্ছাবসর প্রকল্পের জন্য ৯৫ কোটি টাকা বরাদ্দ দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে অনুমোদনের চিঠি সংস্থার কোচবিহার সদর দফতরে এসেছে। আগামী ২ ফেব্রুয়ারি, প্রথম দফায় সর্বাধিক ২০০ জন কর্মীকে স্বেচ্ছাবসের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর সংস্থার বেহাল আর্থিক অবস্থা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। তাতে আর্থিক বোঝা কমাতে স্বেচ্ছাবসর প্রকল্প চালু হয়। সরকারি বিজ্ঞপ্তি জারির পর ছয় শতাধিক কর্মী আগ্রহের কথা জানিয়ে আবেদন জমা দেন। সংস্থা সূত্রের খবর, ওই সব আবেদনপত্র খতিয়ে দেখে মোট ৫৯২ জনের নামের তালিকা তৈরি করেন নিগম কর্তারা। ওই কর্মীদের বকেয়া সহ স্বেচ্ছাবসর প্রকল্পের পাওনা মেটাতে রাজ্য সরকারের কাছে ৯৫ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ চাওয়া হয়।

অনশনে দীপাও
‘দিদি’র অস্ত্র তাঁর বিরুদ্ধে প্রয়োগ করতে চলেছেন ‘বৌদি’। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতের দাবিতে ধর্মতলায় ২৬দিন অনশন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট বছর পরে, ময়দানে ইন্দিরা গাঁধীর মূর্তির পাদদেশে পরশু শুক্রবার দুপুর দু’টো থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়া, টেট কেলেঙ্কারি, সারদা-কাণ্ডের তদন্তের দাবিতে, রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদ জানাতেই তাঁর এই কর্মসূচি। দাবি না মেটা পর্যন্ত তাঁর অনশন চলবে বলে দীপা মঙ্গলবার জানান।

শীতের হাত থেকে বাঁচতে অভিনব উপায় বৃদ্ধার
ছবি তুলেছেন অমিত মোহান্ত।
ভুন্ডি চৌহান। ৭৫ বছরের এই বৃদ্ধার শীত নিবারণের আর্থিক সামর্থ্য নেই। তাই রাস্তাঘাটে পড়ে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা কুড়িয়ে কাঁথা সেলাই করেই ঠান্ডার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের পতিরাম এলাকায় দুই বেকার ছেলে, বউমা নাতি নিয়ে তাঁর সংসার। বার্ধক্যভাতার সামান্য টাকায় তা চলে না। পঞ্চায়েত থেকেও মেলে না কোনও সাহায্য। কনকনে শীতের হাত থেকে বাঁচতে তাই অশীতিপর বৃদ্ধা নিজেই এই অভিনব উপায় বেছে নিয়েছেন। বৃদ্ধার এই অবস্থা শুনে বালুরঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি প্রবীর রায় বলেন, “এ ঘটনার কথা জানা ছিল না। পঞ্চায়েত থেকে বৃদ্ধাকে সহায়তা করা হবে।”

ক্ষোভ, স্কুলে তালা
প্রজাতন্ত্র দিবসে স্কুলে জাতীয় পতাকা না তোলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে। মঙ্গলবার ইংরেজবাজারে ভবানীপুর মডেল হাইমাদ্রাসায়। গ্রামবাস শিক্ষকদের স্কুলের বাইরে বের করে দিয়ে অফিস ঘরে ও ক্লাসরুমে তালা লাগিয়ে দেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.