ছাত্র ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে নজর রাখতে বায়োমেট্রিক পদ্ধতি চালু ও উপস্থিতির হার ঠিক না থাকা পড়ুয়াদের জরিমানা করার সিদ্ধান্ত নিলেন কলেজ কর্তৃপক্ষ। সোমবার আলিপুরদুয়ার কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, কলেজে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে পারবেন না পড়ুয়ারা। সেই মতো প্রথম বর্ষ অনার্সের ৬০০ জনের মধ্যে ৪০ জন পরীক্ষায় বসার উপযুক্ত। তাই এবার অন্যদের ৫০০ টাকা জরিমানা করা হবে। বসানো হবে বায়োমেট্রিক মেশিনও।” শনি বার প্রথমবর্ষের সব পড়ুয়াকে বসার অনুমতি দেওয়ার দাবিতে পরীক্ষা বয়কট করে ছাত্রছাত্রীরা। সোমবার পরিচালন সমিতির সভায় সিদ্ধান্ত হয়, আগামী শিক্ষাবর্ষের জুন-জুলাই থেকে প্রতি দু’মাস অন্তর ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খতিয়ে দেখা হবে।
|
প্রোগ্রেসিভ পিপলস পার্টির নেতা কিরণ কালিন্দি-সহ ধৃত ৪ জনের মুক্তির দাবি জানিয়ে মিছিল করে নাগরাকাটা থানায় স্মারকলিপি দিলেন জন বার্লা। বীরভূমের লাভপুরে আদিবাসী তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে গত সোমবার তরাই ডুয়ার্সের ১২ ঘণ্টার বনধ ডেকেছিল পিপিপি। বন্ধে রাস্তা অবরোধ, পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের গাড়িতে ঢিল ছোঁড়ার অভিযোগে কিরণ কালিন্দী সহ তাঁর দলের চার জনকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার আদালতে তোলা হলে সেখানে তাঁরা জামিন পাননি। |