এক তরুণীকে কুপিয়ে হার, মোবাইল ফোন ও নগদ টাকা লুঠ করে পালানোর অভিযোগ উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে। গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানার হিলকার্ট রোড লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। রাতেই তরুণীকে নার্সিংহোমে ভর্তি করানোর পরে, মঙ্গলবার রাতে তাঁর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার বলেন, “তরুণী পুরোপুরি সুস্থ নয়। মানসিকভাবে স্থিতিশীল হলে তাঁর সঙ্গে কথা বলা হবে। তদন্তে কোনও গাফিলতি করা হবে না।”
তরুণীর বয়স ২২ বছর। সোমবার রাতে ঘটনাটি ঘটার পরে তরুণীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ দায়ের করতে দেরি হয় বলে পরিবার সূত্রে দাবি করা হয়। সোমবার রাতে রক্তাক্ত তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর এ দিন তার জ্ঞান ফেরে।
কী ঘটেছিল ওই তরুণীর সঙ্গে? সোমবার রাত ৮ টা নাগাদ প্রধাননগর এলাকায় এক চিকিৎসকের চেম্বারে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁদের বাড়ির পরিচারক। সেখানে লম্বা লাইন থাকায় পরিচারককে বসিয়ে রেখে তিনি ঠান্ডা পানীয় খেতে যান। হঠাৎই তিন যুবক মাফলারে মুখ ঢেকে তাঁর কোমরে ছুরি ধরে তাঁকে ভয় দেখায় বলে অভিযোগ। তাঁকে কিছুটা দূরে অপেক্ষাকৃত নির্জন জায়গায় টেনে নিয়ে যায়। অভিযোগ, তাঁর মাথায় ছুরি চালায় দুষ্কৃতীরা। ভয় পেয়ে পালাতে গেলে কিছুদূর গিয়ে পড়ে যান তরুণী। তাঁকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করতে থাকে ওই দুষ্কৃতীদের একজন। তরুণীর হার, টাকার পার্স ও মোবাইল নিয়ে দুষ্কৃতী দলটি পালিয়ে যায়। তরুণীর ব্যাগে ৪ হাজার টাকা ছিল তাঁর দাবি।
গত অক্টোবর মাসের শেষে এই তরুণীই শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোমের চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। তার ভিত্তিতে চিকিৎসককে বরখাস্তও করা হয়। তাঁকে গ্রেফতারও করেছিল মাটিগাড়ার পুলিশ। সে মামলা চলছে। সেই ঘটনার সঙ্গে এ ঘটনার যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। |