কড়া লড়াইয়ের মুখে টিএমসিপি
ছাত্র সংসদ ভোটে শিলিগুড়ি দু’টি কলেজে ছাত্র পরিষদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হল টিএমসিপিকে। একটি কলেজে ২৮-২২ আসনের ব্যবধানে ছাত্র সংসদ দখল করতে পারলেও অপর কলেজে সমান সংখ্যক আসন পেয়েছে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদ। মঙ্গলবার শিলিগুড়ির বাগডোগরা কলেজে ছাত্র পরিষদকে ২৮-২২ আসনে হারিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। অন্য দিকে এ দিনই শিলিগুড়ি কমার্স কলেজে ২৪টির মধ্যে ১২টি করে আসন নিজেদের দখলে রাখে উভয় ছাত্র সংগঠন। ছাত্র পরিষদের দাবি, বাগডোগরা কলেজে ৫০টি আসনের মধ্যে ৫টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের বাধায় তারা সেই আসনগুলিতে মনোনয়ন জমা দিতে পারেনি। ৪৫টি আসনে নির্বাচন হয় এ দিন। তার মধ্যে ২২টি পেয়েছে ছাত্র পরিষদ। শিলিগুড়ি কমার্স কলেজে ২৪টি আসনের মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ। বাকি ২০টি আসনে ভোট হয়। তার মধ্যে ১২টিতে জিতেছে ছাত্র পরিষদ। ৮টিতে জিতেছে তৃণমূল। তবে এই কলেজে কয়েকটি আসনে পুনর্গণনা চলছে। রাত পর্যন্ত সেই আসনের ফল জানা যায়নি।
শিলিগুড়ি কমার্স কলেজে ভোটের ফল টাই হওয়ার
পর উত্তেজনা ছড়ালে পুলিশ ভিড় হঠাতে ব্যস্ত।
ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি অমিত তালুকদার বলেন, “কলেজগুলিতে অনেক আসনেই মনোনয়নপত্রই তুলতে দেয়নি তৃণমূল ছাত্র পরিষদ। যে সব আসনে ভোট হচ্ছে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বেশি ভোট পড়ছে ত পরিষ্কার। ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছেন।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায় জানিয়েছেন, বাগডোগরা কলেজে তারা ২৮টি আসন পেয়ে জিতেছেন। ছাত্রছাত্রীদের তাই তারা ধন্যবাদ জানিয়েছেন। নির্ণয়বাবু বলেন, “শিলিগুড়ি কমার্স কলেজের কিছু আসনে পুনর্গণনা চেয়েছি। ছাত্ররা আমাদের সঙ্গেই।” এ দিন রাতে ওই কলেজের ৬টি আসনে পুনর্গণনা হয়। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, শিলিগুড়ি কমার্স কলেজে ছাত্র পরিষদের কয়েক জন প্রার্থী তাদের সংগঠনে আসতে চান। তাই পুনর্গণনার ফল যাই হোক, সংসদ গড়ার ব্যাপারে তাঁরা আশাবাদী।
দার্জিলিং লোকসভা যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ রায়চৌধুরী জানান, তাঁদের কেউ তৃণমূল ছাত্র পরিষদে যাননি। তিনি বরং দাবি করেন, শিলিগুড়ি কমার্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ৭ সদস্য তাঁদের সঙ্গে কথা বলছেন। তাঁর কথায়, “ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র সংসদ দখল করতে চাইছে। ছাত্রছাত্রীরা যে সব আসনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, সেখানে তৃণমূল হারছে।” মনোনয়ন তোলা এবং জমা দেওয়াকে কেন্দ্র করে শিলিগুড়ি কমার্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের সংঘর্ষ হয়। পুলিশি নিরাপত্তায় ছাত্র পরিষদের প্রার্থীরা ২০টি আসনে মনোনয়ন জমা করতে পেরেছিলেন। সেই মতো এ দিন ভোট হয়। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। কড়া পুলিশি নিরাপত্তা ছিল বাগডোগরা কলেজেও। বাগডোগরা কলেজে ছাত্র সংসদ দখল করতে এ দিন ছাত্র পরিষদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে তৃণমূল ছাত্র পরিষদকে। নির্বাচনের দায়িত্বে থাকা ছাত্র পরিষদের নেতা রোনাল্ড দে’র দাবি, “হারলেও আমাদের নৈতিক জয় হয়েছে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.