জলকামান ব্যবহার করে কলেজ-ভোটে হিংসা থামাতে হল পুলিশকে!
ছাত্র সংসদের নির্বাচন ঘিরে এক দিন আগেই তেতে উঠেছিল মালদহের চাঁচল কলেজ। মঙ্গলবার সেই অশান্তি আরও বড় আকার নিল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে। এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) সমর্থকদের সংঘর্ষে জখম হলেন অন্তত ১০ জন। পুলিশকে ব্যবহার করতে হল জলকামান।
তবে, শুধু উত্তরের রায়গঞ্জেই নয়, এ দিন ছাত্র-ভোটে হিংসা দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের দু’টি কলেজেও। অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন মিটল শান্তিতেই। |
একদল পড়ুয়াকে ভোটের স্লিপ বিলি করাকে কেন্দ্র করেই এসএফআই এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে বচসা বাধে রায়গঞ্জের কলেজটিতে। সেই সময় এসএফআইয়ের শিবিরের কাছে একটি বোমা ফাটতেই উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ একটি হোর্ডিং ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে। টিএমসিপি-র বিরুদ্ধে আবার এসএফআই শিবিরে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। বোমা পড়তে থাকে। পুলিশ প্রথমে লাঠি, পরে জলকামান চালায়। দুপুর দেড়টা নাগাদ পরস্পরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে কলেজের সামনেই এসএফআই এবং টিএমসিপি ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে। বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অবরোধ চলে। ছাত্র সংসদ অবশ্য এসএফআই পেয়েছে। তারা পেয়েছে ৪০টি আসন, টিএমসিপি একটি।
ওই সংঘর্ষের ঘটনায় টিএমসিপি-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি অজয় সরকার গুরুতর জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। জখমদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা বরেন বৈশ্য, তৃণমূল ছাত্র পরিষদের জেলা কার্যনির্বাহী সভাপতি ইন্দ্রনীল আচার্য, এসএফআইয়ের জেলা সম্পাদক প্রাণেশ সরকারও।
এসএফআইয়ের জেলা সম্পাদকের অভিযোগ, “টিএমসিপি নিশ্চিত হার বুঝেই নির্বাচন ভেস্তে দিতে হামলা চালায়।” টিএমসিপি-র জেলা কার্যনির্বাহী সভাপতির পাল্টা অভিযোগ, “এসএফআই বাইরে থেকে দুষ্কৃতীদের এনে সন্ত্রাস করে নির্বাচন করেছে। নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছি।” |
চলছে ঢিল ছোড়াছুড়ি। |
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের জলকামান। |
|
অন্য দিকে, সোমবার চাঁচল কলেজে ব্যালট-বক্স ছিনতাই এবং তাকে কেন্দ্র করে বোমাবাজি, সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনায় সাতটি পৃথক মামলা দায়ের হয়েছে। ওই ঘটনার জেরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কলেজ। সোমবার রাতেই ব্যালট-বক্স ছিনতাই এবং ছাত্র পরিষদের এক কর্মীকে মারধরের অভিযোগ টিএমসিপি নেতা গোলাম মোস্তাফাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে মঙ্গলবার আদালতে তোলা হয়। ব্যালট-বক্স ছিনতাইয়ের মামলায় তিনি জামিন পেলেও অন্য মামলায় জামিন নাকচ হয়। তাঁকে ন’দিন জেল হাজতের নির্দেশ দেন বিচারক। টিএমসিপি-র তরফেও পাল্টা ১৯ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিস্তারিত জানিয়েছি। কবে কলেজ খুলবে বা আবার কবে নির্বাচন হবে তা পরিচালন সমিতি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।”
দক্ষিণবঙ্গে গোলমাল হয় দু’টি কলেজে। এক দশকেরও বেশি সময় পরে এ দিন নির্বাচন হয় হুগলির বিধানচন্দ্র কলেজে। মোট ৪৭টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয় টিএমসিপি এবং ছাত্র পরিষদের মধ্যে। এ নিয়ে ছাত্রদের দু’টি পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। নদিয়ার বেতাই বি আর অম্বেডকর কলেজে এসএফআই প্রার্থীদের মারধরের অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে। অভিযোগ মানেনি টিএমসিপি। ঘটনার প্রতিবাদে ঘণ্টা খানেক বেতাই বাজারের কাছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে এসএফআই।
এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শাখায় নির্বাচন হয়। নির্বাচন চলাকালীন ক্যাম্পাসে ঘুরে পরিস্থিতি তত্ত্বাবধান করেন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। নির্বিঘ্নেই নির্বাচন হয়েছে বলে জানান তিনি। আজ, বুধবার ফলপ্রকাশ।
|
মঙ্গলবার। ছবি: তরুণ দেবনাথ। |