নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের জন্য প্রচারের টাকা কে দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুললেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদীর ব্রিগেড সমাবেশ ৫ ফেব্রুয়ারি। মঙ্গলবার বামেদের সাম্প্রদায়িকতা-বিরোধী সম্প্রীতি কনভেনশনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু বলেন, “মোদী আসছে শহরে। বিজ্ঞাপনের বহর কী! উত্তর থেকে দক্ষিণ কোটি কোটি টাকার বিজ্ঞাপন, হোর্ডিং! এত টাকা কে দিচ্ছে?”
কাল, বৃহস্পতিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। সে প্রসঙ্গও তুলে বুদ্ধবাবু বলেন, “৩০-এর হোর্ডিংও কম যায় না! দু’জনের মুখ দেখতে দেখতে কলকাতা ঢাকা পড়ে যাচ্ছে!” লোকসভা ভোটের পরে তৃণমূল এবং বিজেপি হাত মেলাতে পারে বলে সিপিএম নেতৃত্ব বার বার বলছেন। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। বুদ্ধবাবু বলেন, “তৃণমূল মোদীর সঙ্গে হাত মিলিয়েছে। যদিও কেউই স্পষ্ট করে কিছু বলছে না।” বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “আপনি আর বিজেপি-র সঙ্গে হাত মেলাবেন না, এ কথা প্রকাশ্যে বলছেন না কেন?”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় পাল্টা কটাক্ষ করেছেন বুদ্ধবাবুকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পছন্দের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএম রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করায় প্রকাশ্যে বিরোধিতা করেছেন দলের বিতর্কিত নেতা আব্দুর রেজ্জাক মোল্লা। সেই প্রসঙ্গ টেনে মুকুলবাবুর বক্রোক্তি, “বুদ্ধবাবুর কথা শুনে আজকাল আমার আর রাগ হয় না। করুণা হয়! ওঁরই দলের দীর্ঘদিনের বিধায়ক ওঁকে অন্ধকারের রাজা বলছেন! অন্ধকারে কী কাজ হয়?” |