বৌদিকে খুনের দায়ে দেওর ও তার এক সঙ্গীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক। মঙ্গলবার বনগাঁ আদালতের এডিজে (দ্বিতীয়) বিচারক দিলীপকুমার দাস ওই নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে সাজাপ্রাপ্ত দুই আসামীর নাম সুশান্ত ওরফে ঝড়ু পোদ্দার ও কমল বৈরাগী। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও বিচারক দু’জনের ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার সরকারি আইনজীবী নিতাইপদ সাহা জানান, ২০০০ সালের ২৪ জুন গোপালনগর থানার পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা সুধাংশু পোদ্দারের স্ত্রী কমলাদেবী দুই সন্তানকে নিয়ে রাতে বাড়িতে একাই ছিলেন। রাত ৯টা নাগাদ সুশান্ত আচমকাই কমলকে নিয়ে বৌদির ঘরে ঢুকে পড়ে। এর পরে দু’জনে মিলে কমলাদেবীকে গলা টিপে খুন করে। ৩ জুলাই সুশাংশুবাবু গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দু’জনকে গ্রেফতার করে। উল্লেখ্য, মামলায় কমলাদেবীর দুই সন্তানেরও সাক্ষ্যগ্রহণ করা হয়। সোমবার বিচারক দু’জনকে দোষী সাব্যস্ত করেন।
|
লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। দক্ষিণ ২৪ পরগনার উস্থির শিরকোল-উস্থি রোডে আধারমানি এলাকায় সোমবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃত রফিকুল মোল্লার (১৮) বাড়ি স্থানীয় ঘোলা গ্রামে। ওই দিন রাত ৯টা নাগাদ মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন রফিরুল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটর সাইকেলে ধাক্কা মারে। রফিকুল পড়ে গেলে তাঁকে পিষে দেয় লরিটি। লরি ও চালকের খোঁজ করছে পুলিশ।
|
রাধাকৃষ্ণের বিগ্রহ থেকে চুরি হয়ে গেল ১৫ ভরি রুপোর গয়না। সোমবার রাতে বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার ন্যাজাটের বৈষ্ণবপাড়া দোলমন্দিরের ঘটনা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন মন্দিরের তালা ভাঙা। মন্দিরে চুরি হয়েছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজ চলছে। রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। |