হাত-মুখ বেঁধে বধূকে
ধর্ষণের অভিযোগ, ধৃত ২

রাস্তা থেকে খেতের মধ্যে টেনে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে এক বধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে খানাকুলের বালিপুর পঞ্চায়েতের দাসপুর গ্রামের বাসিন্দা শ্রীকান্ত মালিক এবং অনিল পাত্র নামে ওই দু’জনকে ধরা হয়। ওই গ্রামেই বধূর বাড়ি। রবিবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে থানায় অভিযোগ জানান ওই বধূ। তা জানতে পেরে সোমবার গ্রামের কয়েক জন ওই দু’জনকে মারধর করে বেঁধে রেখে পুলিশে খবর দেন। শ্রীকান্ত পেশায় ভ্যানচালক। অনিল দিনমজুর।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় বছর ছত্রিশের ওই বধূ বালিপুর বাজার থেকে মেয়ের জন্য ওষুধ নিয়ে ফিরছিলেন। সেই সময়ে গ্রামের রাস্তায় তাঁর পিছনে আসছিল শ্রীকান্ত এবং অনিল। পুলিশে দায়ের করা অভিযোগে ওই বধূ জানিয়েছেন, রাস্তাটি ফাঁকা থাকার সুযোগে ওই দু’জন তাঁকে পাশের আলুখেতে টেনে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। রাতে লজ্জায় তিনি বিষয়টি কাউকে জানাতে পারেননি। সোমবার সকালে প্রতিবেশী মহিলাদের জানান। ধৃতদের মঙ্গলবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। এ দিন সকালে ওই বধূ এবং দুই অভিযুক্তের আরামবাগ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। এর আগে রবিবার সন্ধ্যায় আরামবাগ মহকুমারই গোঘাটের পাবা গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত কর্পূর সিংহকে পুলিশ গ্রেফতার করে। সোমবার ধৃতকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ওই বালিকার বাবার অভিযোগ, ওই সন্ধ্যায় পড়াশোনা নিয়ে মায়ের কাছে বকুনি খেয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে তাকে বাড়ির কাছেই খালের ধারে পাওয়া যায়। সেখানে কর্পূর যৌন নিগ্রহ করে বলে মেয়ে তাকে জানায়। কর্পূর তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, “দলে গোষ্ঠী-বিবাদের জেরে আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হল।” কর্পূরের বাবা জিতেন সিংহেরও দাবি, “মেয়েটাকে অন্ধকারে ছুটে পালাতে দেখে আমার ছেলে তাকে বাড়ি পাঠানোর চেষ্টা করেছিল। উল্টে তাঁর বিরুদ্ধেই কালি ছেটানো হচ্ছে।” গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা প্রদীপ রায় বলেন, ওই ঘটনার সত্য-মিথ্যা যাচাই করতেই আইনের সাহায্য নেওয়া হয়েছে।”
কেরোসিন পাচার, ধৃত ৩। কেরোসিন পাচারের অভিযোগে সোমবার আরামবাগে ৩ জনকে ধরল পুলিশ। আটক হয়েছে ২০০০ লিটার নীল কেরোসিন। পুলিশ জানায়, ধৃতদের নাম রিয়াজুল মল্লিক, মোজাম্মেল শেখ এবং হেমন্ত বাগদি। তিন জনেরই বাড়ি বাঁকুড়ার পাত্রসায়রে। বৈধ কাগজ ছাড়াই তারা ইন্দাস এবং পাত্রসায়র থেকে রেশনের তেল নিয়ে লরি করে কলকাতার দিকে যাচ্ছিল।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.