ফল ঘোষণা বাকি একটির
কলেজ-ভোটে দাপট দেখাল টিএমসিপি, বামেরা পেল ১টি
ক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমায় ৮টি কলেজের ছ’টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল ছাত্র পরিষদ। ক্যানিং মহকুমার তিনটি কলেজের দু’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। ডায়মন্ড হারবারের মগরাহাট কলেজ, ফলতা সাধনচন্দ্র মহাবিদ্যালয়, ফকিরচাঁদ কলেজ ও কাকদ্বীপের পাথরপ্রতিমা কলেজ, সাগর কলেজ ও সুন্দরবন কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তারা।
অন্যদিকে, ডায়মন্ড হারবারের মন্দিরবাজারে গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে ত্রিমুখী ভোট হয়। মোট ৩৪টি আসনের মধ্যে ১৪টিতে এসএফআই, ৩টি আসনে ডিএসও প্রার্থী দিয়েছিল। সব আসনে প্রার্থী দেয় টিএমসিপি। ফল ঘোষণার পর দেখা যায় সব আসনেই জয়ী হয়েছে টিএমসিপি।
রায়দিঘি কলেজে ভোটের লাইন। ছবি: দিলীপ নস্কর।
রায়দিঘি কলেজে ২৮টি আসনে প্রার্থী দেয় টিএমসিপি, এসএফআই, ডিএসও এবং এবিভিপি। এই খবর লেখার সময় পর্যন্ত ফল ঘোষণা হয়নি। এত দিন ওই কলেজের ছাত্র ইউনিয়ন এসএফআইয়ের দখলে ছিল। মঙ্গলবার নির্বাচনের দিন পুলিশ মোতায়েন করা হয়েছিল। দক্ষিণ বারাসত ধ্রুবচাঁদ মহাবিদ্যালয়ে মোট ৬০টি আসনে তৃণমূল ছাত্র পরিষদ ৪৮টি আসন দখল করেছে। এসএফআই ১২টি আসন পেয়েছে। ক্যানিং মহকুমার তিনটি কলেজের দু’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি।
গোসাবার পাঠানখালি কলেজে ছাত্র সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বামেরা। এখানে মোট ৬৪টি আসনের মধ্যে ৪৬টি আসনে জেতে এসএফআই-পিএসইউ জোট। ১৮টি আসন পেয়েছে টিএমসিপি। আগের ছাত্র সংসদ টিএমসিপির দখলে ছিল। এ দিন কলেজ চত্বরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। তবে পুলিশ সময়মতো তা সামাল দেওয়ায় গণ্ডগোল বেশিদূর গড়াতে পারেনি। ক্যানিংয়ের এসডিপিও বিশ্বজিৎ মাহাতোর নেতৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন ছিল কলেজে। বঙ্কিম সর্দার কলেজের ৫৮টি আসনে এবং জীবনতলা বেগম রোকেয়া কলেজে ১২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.