গত কয়েক দিনে একটা কোটি টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবলমহলে— “লিওনেল মেসি কি বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁর জার্সি পরতে চলেছেন?” আবার অনেক স্প্যানিশ দৈনিকের প্রশ্ন ছিল— “সান্দ্রো রোসেল বার্সেলোনার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পরে কি তাঁর প্রিয় মেসিও ক্লাব ছাড়বেন।” |
মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, ক্লাবের নতুন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ সাফ বলে দিলেন, “মেসি এত খুশি বার্সেলোনায় যে আমার সন্দেহ আছে ও ক্লাব ছাড়বে বলে।” সঙ্গে তিনি যোগ করেন, “বলাই যেতে পারে যে মেসি বার্সেলোনায় জন্মেছে কারণ ওর বয়স ছিল মাত্র ১৩ যখন ও এই ক্লাবে আসে। মেসি সব সময় বলে যে ও এই ক্লাবেই আজীবন থাকবে।” স্প্যানিশ প্রচারমাধ্যম মতে প্যারিস সাঁ জাঁ কোচ লরা ব্লাঁ-য়ের দলবদলের টার্গেটের তালিকায় প্রথমেই ছিলেন মেসি। কিন্তু সরকারি কোনও প্রস্তাব আসার আগেই এলএম টেনের বাবা জর্জ মেসি বার্সা সমর্থকদের আশ্বস্ত করলেন যে তাঁর ছেলের ভবিষ্যৎ বার্সেলোনাতেই। “খুবই গর্বিত লাগছে যে প্যারিস সাঁ জাঁ-র মতো ক্লাব মেসিকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। কিন্তু আবার বলতে চাই এই ব্যাপার নিয়ে না ভাবলেও চলবে। লিওনেল ২০১৮ পর্যন্ত বার্সেলোনাতেই থাকবে।”
চোট থেকে ফিরে ধারাবাহিকভাবে গোল করতে না পারলেও, মেসি বার্সেলোনার অপরিহার্য অঙ্গ, সে কথাই জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি। বলেন, “আমার মতে মেসি এখনও কিন্তু বার্সেলোনার আসল অস্ত্র।” শুধু মাত্র আন্সেলোত্তি নন। মেসির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জেরার্ডো মার্টিনো বলেন, “মেসি গোল পাচ্ছে না তো কী। অন্য অনেক ভাবে দলকে সাহায্য করছে। ও দলে থাকলে চাপ অনেকটাই হাল্কা হয়ে যায়।” সঙ্গে তিনি যোগ করেন, “সব জায়গায় ওকে খেলতে দেখেছি। কোনও দিন গোলকিপার হিসেবে খেললেও হয়তো মেসি খুব ভাল খেলবে।” |