মরসুম শুরুর মতো জানুয়ারির দলবদলের বাজারেরও ‘ইউএসপি’ তিনি। প্রশ্ন ছিল একটাই-- ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ‘পোস্টার বয়’ কি তবে ক্লাব ছাড়তে চলেছেন? যাবতীয় সব জল্পনায় জল ঢেলে ওয়েন রুনিকে প্রিমিয়ার লিগের ধনীতম ফুটবলার করতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী নতুন চুক্তিতে সই করলে আজীবন এই ক্লাবে থেকেই হয়তো অবসর নেবেন ম্যান ইউর তারকা স্ট্রাইকার। নতুন চুক্তি অনুযায়ী রুনির সাপ্তাহিক বেতন হবে ৩ লাখ পাউন্ড। জল্পনা অনুযায়ী আর এক সপ্তাহের মধ্যেই চুক্তিতে সই করবেন রুনি। মরসুম শুরুতে ক্লাবের দলবদলের নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রুনি। তাঁর প্রশ্ন ছিল দলকে শক্তিশালী করতে তারকাদের সই করানো হচ্ছে না কেন? কিন্তু জানুয়ারির দলবদলের বাজারে চেলসির মাঝমাঠ তারকা হুয়ান মাতাকে রেকর্ড ৩৭ মিলিয়ন পাউন্ডে সই করানোর পরে রুনি অনেকটাই আশ্বস্ত হয়েছেন যে ঠিক পথেই ক্লাব এগোচ্ছে। মাতাকে সই করানোর ঠিক কিছুক্ষণ পরেই তাঁর টুইট-- “ওয়েলকাম টু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মাতা।” এ ছাড়াও এখন নাকি প্রতিদিনই রুনির সঙ্গে ব্যক্তিগত ভাবে মোয়েস আলোচনা করছেন যে আর কাকে সই করানো যায়। |
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করার মূল কারণগুলোর মধ্যে একটা ছিল রুনির সঙ্গে খেলা, এ দিন সে কথা জানিয়ে ম্যান ইউর নতুন আট নম্বর বলেন, “আমি অপেক্ষা করতে পারছি না রুনির সঙ্গে খেলার জন্য। ইংল্যান্ডের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে ও একজন। ও এমন একটা স্ট্রাইকার যে পাস দিতে পারে, গোল করতে পারে, রক্ষণেও পটু।” পাশাপাশি দলবদলের বাজারের শেষ কয়েকদিন বাকি থাকতে আবার মোয়েস সই করাতে চান বায়ার্ন মিউনিখের মাঝামাঠ তারকা টনি ক্রুসকে। যাঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন পেপ গুয়ার্দিওলা। ক্রুস ছাড়াও মোয়েসের নজরে আছেন রিয়াল মাদ্রিদের অ্যাঞ্জেল ডি মারিয়া ও সাউদাম্পটনের লুক শো। |